
26/09/2025
আমাদের জুরিখের একটা ইন্ডিয়ান এসি দোকানে আজকে গেন্ডারি পাইলাম। ইন্ডিয়ার মধ্যে একটা কালাজাতি আছে, যারা মাইরপিটের ছবি বানায়। তামিল না কি জানি। ওদের এলাকা থেকে আসে এগুলা। আমি বাসার জন্য ৪ পিস কিনলাম। আর মোটা দেখে একটা কিনছি দোকানে রাখার জন্য। এই দেশে স্টাপদের গায়ে হাত তোলা নিষেধ। কিন্তু হাতের কাছে একটা লাঠি সমেত কিছু রাখলে পারফরমেন্স ভাল হয়। মাঝে মাঝে এটা হাতে নিয়ে ঘুরাঘুরি করলে স্টাপরা ভালো কাজ দেখায়।
বাসায় আনার পর বাচ্চারা বলতেসে আব্বো "এটা কি আনছো বাঁশের মত দেখতে? কি করে এটা দিয়ে?" বললাম, এটার সাথে সেগারিন আর মাছের বরাপ মিশিয়ে তোমাদের বাংলাদেশের চাচ্চুরা জুস বানিয়ে খায়। বাচ্চারা শুনে বুমি করে দিছে। বিদেশে থাকে ত। তাই একটু ওছিটি বেশি। ওছিটি কি জিনিস এটা বাংলাদেশিদের জন্য কুইস থাকলো। দেখি কয়জনে চিনে।
ওসমান গণি