16/10/2023
উত্তেজিত না হয়ে সেনাবাহিনী ও সাধারণ ইসরাইলীদের ধৈর্য ধারণ ও দৃঢ়তা প্রদর্শনের আহবান জানালেন ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
গাজ্জা গণহত্যার এই খলনায়ক বলেন, আমাদের প্রয়োজন দৃঢ়তা প্রদর্শন ও ধৈর্য ধারণের। কেননা বিজয় অর্জনে সময় প্রয়োজন। এজন্য সামনে কঠিন সময়েরও মুখোমুখি হতে পারি আমরা।
উল্লেখ্য, গাজ্জায় ইহুদিবাদী ইসরাইলের অপারেশন সিলভার সোর্ড নিয়ে সাধারণ ইসরাইলীদের মাঝে দিন দিন ক্ষোভের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাদের স্বাভাবিক জীবন-যাপন বিপন্ন করে, জীবনকে হুমকির মুখে ফেলে উল্টো গাজ্জায় স্থল অভিযানের সিদ্ধান্ত নেওয়ায় নেতানিয়াহুর সরকারের পদত্যাগ দাবী করছে দেশটির জনগণ।
সম্প্রতি বিভিন্ন সেনা ইউনিটকেও নেতানিয়াহুর প্রতি অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। শনিবার (১৪ অক্টোবর) গাজ্জায় স্থল অভিযান শুরুর জন্য রাহুফুটের ওয়াহদাহ ৬৯৭ সামরিক মিলিটারী ক্যাম্পে গেলে এক ইসরাইলী কমান্ডার সকলের সামনেই অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। তাকে গালাগাল করতে থাকেন। ইসরাইলী মিডিয়া চ্যানেল-১২ এর তথ্যমতে, দক্ষিণ ইসরাইলের এক ক্যাম্পের কমান্ডার নেতানিয়াহুকে সেদিন মিথ্যুক বলে বলে চিৎকার করছিলো। আর বলছিলো তুমি নির্বোধ, মানবতা ও সামরিক জ্ঞানশূন্য। অসংখ্য মিথ্যার আরেকটি নিয়ে আমাদের বলিদান দিতে হাজির হয়েছো। পরবর্তীতে অন্যান্য সেনারাও তাকে মিথ্যুক বলে বলে তিরস্কার করতে থাকে।
সূত্র: আল জাজিরা
😁😁😁😁😁