JR vlogs

JR vlogs আপনাদের ভালোবাসা নিয়ে অনেকদূর এগিয়ে যেতে চাই।ইনশাআল্লাহ

আমি সবসময় প্রকৃতির মাঝে বসবাস করতে ভীষন ভালোবাসি।তাই আমার পেইজে বেশিরভাগ ভিডিও প্রকৃতিকে নিয়েই করা হয়।এককথায় বলতে গেলে প্রকৃতি ছাড়া আমি একদম অক্সিজেন ছাড়া সিলিন্ডার।

10/11/2023

سبحان الله

22/10/2023

🔴 | হামাস নেতা ওসামা হামদান বৈরুতের এক সম্মেলনে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন:

🔹 দখলদাররা স্পষ্টতই আমেরিকান সমর্থন নিয়ে আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে। আমরা এর বিচার কামনা করি।

🔹 আমরা জাতিসংঘ ও ইউএনআরডাব্লিউএ-কে বাস্তুচ্যুতদের সুরক্ষায় তাদের দায়িত্ব গ্রহণের আহ্বান জানাই।

🔹 আমরা গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে জ্বালানি প্রবেশের দাবি জানাচ্ছি। যাতে গাজার হাসপাতালগুলো গণকবরে পরিণত না হয়।

🔹 আমরা জাতিসংঘ, ইউএনআরডাব্লিউএ এবং ফিলিস্তিনি রেড ক্রিসেন্টকে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের হাসপাতাল এবং বিপদগ্রস্ত লোকদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণের কাজ আঞ্জাম দেয়ার আহ্বান জানাচ্ছি।

🔹 এটা কিছুতেই গ্রহণযোগ্য নয় যে, দখলদাররা গাজায় আসা সাহায্যের পরিমাণ এবং ধরণ নিয়ন্ত্রণ করবে।

🔹 আহতদের জরুরি চিকিৎসার জন্য বহির্গমনের সুবিধার্থে আমরা রাফাহ ক্রসিং স্থায়ীভাবে খোলার আহ্বান জানাই।

🔹 আমরা নিশ্চিত করছি যে উপযুক্ত পরিস্থিতি বিদ্যমান হওয়ার সাথে সাথে বেসামরিক বন্দীদের মুক্তি দেওয়া প্রসঙ্গে আমরা মধ্যস্থতাকারী যে কারো সঙ্গে কাজ করতে প্রস্তুত।

আমরা শত্রুদের মোকাবেলার জন্য প্রস্তুত । আবু হামজা, আল-কুদস ব্রিগেডের সামরিক মুখপাত্র
16/10/2023

আমরা শত্রুদের মোকাবেলার জন্য প্রস্তুত ।

আবু হামজা, আল-কুদস ব্রিগেডের সামরিক মুখপাত্র

16/10/2023

উত্তেজিত না হয়ে সেনাবাহিনী ও সাধারণ ইসরাইলীদের ধৈর্য ধারণ ও দৃঢ়তা প্রদর্শনের আহবান জানালেন ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

গাজ্জা গণহত্যার এই খলনায়ক বলেন, আমাদের প্রয়োজন দৃঢ়তা প্রদর্শন ও ধৈর্য ধারণের। কেননা বিজয় অর্জনে সময় প্রয়োজন। এজন্য সামনে কঠিন সময়েরও মুখোমুখি হতে পারি আমরা।

উল্লেখ্য, গাজ্জায় ইহুদিবাদী ইসরাইলের অপারেশন সিলভার সোর্ড নিয়ে সাধারণ ইসরাইলীদের মাঝে দিন দিন ক্ষোভের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাদের স্বাভাবিক জীবন-যাপন বিপন্ন করে, জীবনকে হুমকির মুখে ফেলে উল্টো গাজ্জায় স্থল অভিযানের সিদ্ধান্ত নেওয়ায় নেতানিয়াহুর সরকারের পদত্যাগ দাবী করছে দেশটির জনগণ।

সম্প্রতি বিভিন্ন সেনা ইউনিটকেও নেতানিয়াহুর প্রতি অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। শনিবার (১৪ অক্টোবর) গাজ্জায় স্থল অভিযান শুরুর জন্য রাহুফুটের ওয়াহদাহ ৬৯৭ সামরিক মিলিটারী ক্যাম্পে গেলে এক ইসরাইলী কমান্ডার সকলের সামনেই অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। তাকে গালাগাল করতে থাকেন। ইসরাইলী মিডিয়া চ্যানেল-১২ এর তথ্যমতে, দক্ষিণ ইসরাইলের এক ক্যাম্পের কমান্ডার নেতানিয়াহুকে সেদিন মিথ্যুক বলে বলে চিৎকার করছিলো। আর বলছিলো তুমি নির্বোধ, মানবতা ও সামরিক জ্ঞানশূন্য। অসংখ্য মিথ্যার আরেকটি নিয়ে আমাদের বলিদান দিতে হাজির হয়েছো। পরবর্তীতে অন্যান্য সেনারাও তাকে মিথ্যুক বলে বলে তিরস্কার করতে থাকে।

সূত্র: আল জাজিরা

😁😁😁😁😁

16/10/2023

হিজবুল্লাহর নতুন ঘোষণা অনুযায়ী, তারা ইজরায়েল ডিফেন্স ফোর্সের পাঁচটা এলাকাকে এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নিক্ষেপের লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে। এলাকাগুলোর মধ্যে আছে: মিসগাভ, খিরবেত আল মানারা, হারমন, রিশা এবং রামি'য়েহ।

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার স্ট্রাইক গ্রুপ (নৌ-বহর) এবং জেরাল্ড আর ফোর্ড নামের আরো একটি যুদ্ধ...
15/10/2023

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার স্ট্রাইক গ্রুপ (নৌ-বহর) এবং জেরাল্ড আর ফোর্ড নামের আরো একটি যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সমর্থনে ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের পাঠানো দ্বিতীয় রণতরী এটি।

গাজায় স্থাপিত আরব ন্যাশনাল হসপিটালে ইজরায়েলের হামলা!
15/10/2023

গাজায় স্থাপিত আরব ন্যাশনাল হসপিটালে ইজরায়েলের হামলা!

08/10/2023

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংঘটন হামাস ঐতিহাসিক এক হামলার আঞ্জাম দিয়েছে ইহুদি রাস্ট্র ইসরায়েলের বিরুদ্ধে। এভাবেই ফিলিস্তিন তাদের নায্য অধিকার আদায় করবে ইনশাআল্লাহ

সবুজ প্রকৃতির এক পাগল ভক্ত আমি।          ゚viralシ2023
06/10/2023

সবুজ প্রকৃতির এক পাগল ভক্ত আমি।




゚viralシ2023

Address

Satkania
Patenga
4386

Telephone

+8801854951340

Website

Alerts

Be the first to know and let us send you an email when JR vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JR vlogs:

Share