প্রিয় ফটিকছড়ি-Priyo Fatikchhari

প্রিয় ফটিকছড়ি-Priyo Fatikchhari বস্তুুনিষ্ঠ সংবাদ উপস্থাপন

22/07/2025

পরীক্ষা সংক্রান্ত জরুরী নির্দেশনা:

HSC:
আজ ২২/৭/২৫ তারিখের এইচএসসি এর পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Alim:
আজ ২২/০৭/২০২৫ মংগলবার চলতি আলিম পরীক্ষা -২০২৫(তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোড ২৪০)স্থগিত করা হয়েছে। আজকের স্থগিতকৃত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে।

কারিগরি পরীক্ষা:
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচ এস সি (বিএমটি) সহ আজকের (২২/৭/২৫) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

প্রিয় শরিয়তপুর ভেদরগঞ্জ বাসী ,,প্রায় ৪২বছর পর পাকিস্তান থেকে পরিবারের সন্ধান করছে বাংলাদেশের ফরিদা-বেগম।সংক্ষিপ্ত আকারে ...
21/07/2025

প্রিয় শরিয়তপুর ভেদরগঞ্জ বাসী ,,
প্রায় ৪২বছর পর পাকিস্তান থেকে
পরিবারের সন্ধান করছে বাংলাদেশের ফরিদা-বেগম।
সংক্ষিপ্ত আকারে বিস্তারিত --
নাম- ফরিদা বেগম-।
পিতা- আব্দুল খালেক -।
মাতা- আমেনা-।
ভাই- আবুল কালাম- ও আবুল হোসেন
বোন- শাহিদা-।
,
১৯৮৩/৮৪ সালের কোন একটা সময় ১০ বছর বয়সে ঢাকা থেকে কি*"ডন্যাপ হয়ে পাকিস্তানের পা*"চার হয়ে যায় ফরিদা,
বাবার চাকরির সুবাদে ঢাকায় থাকতেন বেশিরভাগ,
ফরিদা বেগম জানান, মাঝেমধ্যে ঢাকা থেকে লঞ্চে করে বাড়ি যেতেন ভেদরগঞ্জ নামের ঘাটে নামতেন । সেখান থেকে ছোট নৌকা বা ট্রলারে নিজ গ্রামে যেতেন ,
ঢাকায় বসবাস করায় নিজ গ্রামের নাম পুরোপুরি মনে না থাকলেও ফরিদপুর অথবা এই ধরনের কোন গ্রামে তাদের বাড়ি ছিল । তাদের বাড়ির পাশে খাল ছিল।
জীবনের লম্বা সময় পাকিস্তানের বসবাসরত ফরিদা এখন বাংলা ভাষা ও ভুলে গিয়েছেন।
পাকিস্তানে পা*-চার হবার ২/৩ বছরের মধ্যে বিয়ে হয় ফরিদার বর্তমানে ছেলে মেয়ে স্বামী সংসার নিয়ে বসবাস করছেন পাকিস্তানের লিয়াকতপুরে
বৃদ্ধ বয়সে এসে ফরিদার জীবনের শেষ ইচ্ছা বর্তমান প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার যুগে অন্তত নিজের পরিবার পরিজনের সাথে একবার কথা বলা ও এক নজর দেখা।
কোন রকম তথ্য দিয়ে সহায়তা করতে পারলে,
কল করুন= 01779058263
অথবা ইমো হোয়াটসঅ্যাপ
+971527948857

সোমবার ফটিকছড়িতে আসবেন হাসনাত-সার্জিস এবং নাহিদ সহ কেন্দ্রীয় নেতারা।
18/07/2025

সোমবার ফটিকছড়িতে আসবেন হাসনাত-সার্জিস এবং নাহিদ সহ কেন্দ্রীয় নেতারা।

16/07/2025

যেভাবে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা
এক্ষেত্রে— GP -1211807 # ডায়াল করে, Robi 41807 #, বাংলালিংক 1211807 # এবং টেলিটক 1111807 # ডায়াল.

২০২৪ এর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ভূজপুর ৫নং ওয়ার্ড হরিণাকুল কামাল ড্রাইভারের বাড়িতে একটি অসহায় পরিবার। তার ৬ জন কন্যা সন...
15/07/2025

২০২৪ এর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ভূজপুর ৫নং ওয়ার্ড হরিণাকুল কামাল ড্রাইভারের বাড়িতে একটি অসহায় পরিবার।
তার ৬ জন কন্যা সন্তান রয়েছে।
পেশায় একজন দিনমজুর।
দিনমজুর হিসেবে কাজ করে ৬ সন্তানের লেখাপড়া,কোনো রকম ভরণপোষণ দিলেও ঘর মেরামত করা তার পক্ষে সম্ভব নয়।
উল্লেখ্য যে ইতিমধ্যে ওনার স্ত্রী পি*ত্তথলিতে পাথর,ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সকলের সহযোগিতা কামনা করেছে পরিবার।

14/07/2025
নি*খোঁজ সংবাদসামিরা (১২) নামের একটি মেয়ে নি*খোঁজ হয়েছে।পরিচয়:নাম: সামিরাবয়স: ১২ বছরপিতা: আবছার (বিবিরহাট বাজারের ব্যবসায়...
14/07/2025

নি*খোঁজ সংবাদ

সামিরা (১২) নামের একটি মেয়ে নি*খোঁজ হয়েছে।

পরিচয়:
নাম: সামিরা
বয়স: ১২ বছর
পিতা: আবছার (বিবিরহাট বাজারের ব্যবসায়ী)
ঠিকানা: বিবিরহাট

আজ সন্ধ্যায় বিবিরহাট বাজারে মেয়েটির বাবার ব্যবসা প্রতিষ্ঠান (বাস স্টেশন) থেকে একটি কাজে বাজারের ভেতরে পাঠানো হলে সেখান থেকেই সে নি*খোঁজ হয়।

যোগাযোগ:যদি কেউ সামিরার খোঁজ পান, অনুগ্রহ করে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করুন:
01815634228 (মেয়ের মামা)

মেয়েটিকে খুঁজে পেতে সহযোগিতা করুন। পোস্টটি শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন।

14/07/2025

ফটিকছড়িতে রাতের আঁধারে কৃষ*কের কৃষি ক্ষেত ধ্বংস করার অ*ভি*যোগ

ভারী বর্ষণে মিরসরাইয়ে নারায়ণহাট-ফটিকছড়ি সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেলে ঝরঝরি মাজার সংলগ্ন চার রাস্তার কো...
13/07/2025

ভারী বর্ষণে মিরসরাইয়ে নারায়ণহাট-ফটিকছড়ি সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেলে ঝরঝরি মাজার সংলগ্ন চার রাস্তার কো'প এলাকায় পাহাড় ধসে সড়কে মাটি জমে যাওয়ায় ৬ দিন ধরে মিরসরাই-ফটিকছড়ি পাহাড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে এই রাস্তায় চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

ফটিকছড়িতে জামায়াতের প্র*য়াত নে*তাদের স্ম*রণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতবাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন মরহুম জি.এম...
12/07/2025

ফটিকছড়িতে জামায়াতের প্র*য়াত নে*তাদের স্ম*রণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন মরহুম জি.এম. ইলিয়াস, জামায়াত নেতা মরহুম দিদারুল আলম হেলাল এবং মরহুম মফিজুর রহমান-এর রু*হের মাগফিরাত কামনায় ফটিকছড়ি থানা জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ১২ জুলাই)বিকালে ফটিকছড়ি জামায়াতে ইসলামীর থানা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি আব্দুল জাব্বার।

সভাপতিত্ব করেন ফটিকছড়ি থানা জামায়াতের আমীর নাজিম উদ্দিন ইমু এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জসীমউদ্দীন আজাদ, থানা নায়েবে আমীর অ্যাডভোকেট ইসমাইল গনি, থানা শুরা সদস্যসহ অন্যান্য দায়িত্বশীলগণ।

বক্তারা মরহুমদের ইসলামী আন্দোলনে অবদান, তাঁদের ত্যাগ-তিতিক্ষা ও নিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ি পাইন্দং মাদ্রাসায় জিপিএ ৫ এর সংখ্যা ১৩.
10/07/2025

ফটিকছড়ি পাইন্দং মাদ্রাসায় জিপিএ ৫ এর সংখ্যা ১৩.

09/07/2025

আগামীকাল ১০ জুলাই রোজ বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা অনিবার্য কারণ বশত স্থগিত করা হয়েছে।

Address

Patenga

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় ফটিকছড়ি-Priyo Fatikchhari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share