21/07/2025
প্রিয় শরিয়তপুর ভেদরগঞ্জ বাসী ,,
প্রায় ৪২বছর পর পাকিস্তান থেকে
পরিবারের সন্ধান করছে বাংলাদেশের ফরিদা-বেগম।
সংক্ষিপ্ত আকারে বিস্তারিত --
নাম- ফরিদা বেগম-।
পিতা- আব্দুল খালেক -।
মাতা- আমেনা-।
ভাই- আবুল কালাম- ও আবুল হোসেন
বোন- শাহিদা-।
,
১৯৮৩/৮৪ সালের কোন একটা সময় ১০ বছর বয়সে ঢাকা থেকে কি*"ডন্যাপ হয়ে পাকিস্তানের পা*"চার হয়ে যায় ফরিদা,
বাবার চাকরির সুবাদে ঢাকায় থাকতেন বেশিরভাগ,
ফরিদা বেগম জানান, মাঝেমধ্যে ঢাকা থেকে লঞ্চে করে বাড়ি যেতেন ভেদরগঞ্জ নামের ঘাটে নামতেন । সেখান থেকে ছোট নৌকা বা ট্রলারে নিজ গ্রামে যেতেন ,
ঢাকায় বসবাস করায় নিজ গ্রামের নাম পুরোপুরি মনে না থাকলেও ফরিদপুর অথবা এই ধরনের কোন গ্রামে তাদের বাড়ি ছিল । তাদের বাড়ির পাশে খাল ছিল।
জীবনের লম্বা সময় পাকিস্তানের বসবাসরত ফরিদা এখন বাংলা ভাষা ও ভুলে গিয়েছেন।
পাকিস্তানে পা*-চার হবার ২/৩ বছরের মধ্যে বিয়ে হয় ফরিদার বর্তমানে ছেলে মেয়ে স্বামী সংসার নিয়ে বসবাস করছেন পাকিস্তানের লিয়াকতপুরে
বৃদ্ধ বয়সে এসে ফরিদার জীবনের শেষ ইচ্ছা বর্তমান প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার যুগে অন্তত নিজের পরিবার পরিজনের সাথে একবার কথা বলা ও এক নজর দেখা।
কোন রকম তথ্য দিয়ে সহায়তা করতে পারলে,
কল করুন= 01779058263
অথবা ইমো হোয়াটসঅ্যাপ
+971527948857