10/09/2025
এবার মেলায় অনেকের একটাই জিজ্ঞাসা ছিল.....
❝দিদি,আপনি এখন মেলায় স্টল নেন না কেন?
প্রতি মেলায় আপনাকে খুঁজি,বাটিক শাড়ির জন্য❞
এবার মেলা না করলে বুঝতাম না নতুন অনেক উদ্যোক্তার ভিড়ে আজও আমি সবার কাছে অনেকটা বিশ্বাসের জায়গা করে নিতে পেরেছি🥰
মেলা কেন করি না????
আসলে স্কুলের এবং পারিবারিক ব্যস্ততার পাশাপাশি ইদানীং শরীর টাও ভালো যাচ্ছে না,আর একার পক্ষে মেলা করা কখনোই সম্ভব হয় না।যারা স্টল নেন তারাই জানেন কতটা পরিশ্রম হয় মেলার এই কয়টা দিন....
তবে আমি অনেক বেশি ভাগ্যবান❣️❣️
আমার পাশের মানুষ গুলো আমাকে এত বেশি সাপোর্ট দেয়, যার জন্য ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করার দুঃসাহস আমার নেই। আমার এই যে একটু একটু করে সফল হওয়ার গল্প, এই গল্পের মূল চালিকা শক্তি তারাই।
মি: নন্দী Sukomal Nandy ছিলেন সার্ভিক সহযোগীতায়।
আপনার কোন ছবি পেলাম না,শান্তুরও Shantu Chowdhury কোন ছবি নেই 😥
পরের মেলায় মনে করে ছবি তুলবো😁
ঈশ্বরের কাছে একটায় চাওয়া তিনি যেন আমার প্রিয়জনদের সুস্থ রাখেন, ভালো রাখেন🙏🙏