Times Of Bhola

Times Of Bhola ....We are talking about Bhola district....
(3)

06/06/2024

মোদির সপথ অনুষ্ঠানে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

06/06/2024

সুপার ওভারে
আমেরিকার কাছে হেরে গেল পাকিস্তান

27/05/2024

ঘূর্ণিঝড় রিমেল ভোলায় ব্যাপক আঘাত করেছে।

27/05/2024

দৌলতখানে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে পৌর ২নং ওয়ার্ডে গাছ উপড়ে পড়ে ঘরের ভিতর চাপা পড়ে মাইশা নামে ৪বছরর শিশুর মৃত্যু। আহত-১।

03/05/2024

দশ টাকায় টিকেট কেটে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চোখ পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

15/04/2024

বেতুয়া পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়।

15/04/2024

ইতিহাস সাক্ষী,
কাউকে কেউ ছাড় দেয় না।
ইসরাইলে ইরানের হামলা।
#টেইকব্যাকবাংলাদেশ ゚viral ゚viralシ

14/04/2024

গাইবান্ধায় অসহায় মানুষের পাশে পুনাক মানবিক সভানেত্রী মাহবুবা আক্তার

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধায় পবিত্র ঈদ- উল-ফিতর উপলক্ষে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর সভানেত্রী পুলিশ সুপার পত্নী মাহবুবা আক্তারের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

৮ এপ্রিল( রবিবার) গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুল মাঠে পরিচ্ছন্নতাকর্মীসহ নিন্ম আয়ের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী মাহবুবা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন পুনাক এর সহ- সভানেত্রী রিফা ফায়িযাহ্সহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।

আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবদুল্লাহ আল-মামুন,(টিআই) মটরযান শাখার হেলাল উদ্দিন,আরআই সহ অন্যান্য পুলিশ সদস্যগণ ৷

এ সময় পুনাক সভানেত্রী বলেন, আমাদের সামান্য সামর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও (পুনাক) গাইবান্ধার এসব মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
#টেইকব্যাকবাংলাদেশ ゚viral

14/04/2024

বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে ‌পলাশবাড়ীতে ‌‘এসএসসি-৯৬’ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী

আশরাফু্জ্জামান সরকার, গাইবান্ধাঃ-

যেমন ছিলাম তেমন আছি, বন্ধু তোমার পাশাপাশি এই প্রতিপাদ্যে বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এসএসসি-৯৬ ব্যাচের ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

১২ এপ্রিল শুক্রবার পলাশবাড়ীর ড্রীমল্যান্ড এডুকেশনাল পার্কে এই আয়োজন করা হয়। এতে ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের প্রায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ‘৯৬-ব্যাচ পলাশবাড়ী’ নামে একটি ফেসবুক গ্রুপ খোলেন। সেখানে যুক্ত হন পুরো উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ১৯৯৬ ব্যাচের বন্ধুরা। এরপর একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়। অনুষ্ঠানে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। দীর্ঘদিন পর একে অপরকে পেয়ে সেলফি তোলা, গল্প, আড্ডা, স্কুল জীবনের স্মৃতি আওড়ানো, সংসার জীবনের বর্তমান ব্যস্ততা—সব মিলিয়ে একটা প্রাণবন্ত উৎসবে মেতে ওঠেন সবাই। সবার গায়ে ছিল নীল রঙের টি-শার্ট ও ক্যাপ।

কোরআন তেলাওয়াত, গীতা পাঠের পর পরিচিতি পর্ব, রিক্সা ভ্রমণ, দুপুরের খাবার
নাচ-গান, বিভিন্ন খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান পরিবেশন করেন ৯৬ ব্যাচের বন্ধুরা নিজেই।

প্রত্যেকের স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় উপজেলার সব শিক্ষার্থী। এসএসসি-৯৬ ব্যাচের শিক্ষার্থী বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন, তাদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, ব্যাংকার, অফিসার ইনচার্জ (ওসি),
সাংবাদিক, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, পৌর কাউন্সিলর, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক ও ব্যবসায়ী। কেউবা প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন এক, সেটা হলো ‘আমরা স্কুল বন্ধু’।

অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন ‘এসএসসি ১৯৯৬’ ব্যাচের বন্ধুরা। তার মধ্যে রয়েছেন প্রধান সমন্বয়কারী কমিটির আহবায়ক মিল্টন রোডের সুজন দেবনাথ, সদস্য সচিব কলেজ শিক্ষক দিপেশ চন্দ্র, কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান রিপন, উপজেলা যুবলীগ সেক্রেটারী তুষার সরকার বাবু, বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী চপল চৌধুরী, পৌর কাউন্সিলর শিরিন, মতিন, আর্মি মতিয়ার, শিক্ষা প্রকৌশলী সদরুল ত্বোহা, শাহীন, গোলাম রব্বানী মাস্টার, আরিফ আল রাহী শাওন, যুবলীগ নেতা আব্দ

• Today's the best Photo •🔴 Beautiful   #টেইকব্যাকবাংলাদেশ  #টেইক_ব্যাক_বাংলাদেশ
14/04/2024

• Today's the best Photo
•🔴 Beautiful

#টেইকব্যাকবাংলাদেশ
#টেইক_ব্যাক_বাংলাদেশ

























14/04/2024

নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে,
ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন,
আসলাম পুর ইউনিয়নের চেয়ারম্যান,
আবুল কাশেম মেলেটারী।
゚viral

14/04/2024

চরফ্যাশনের সুপরিচিত খেজুর গাছিয়া পর্যটন কেন্দ্রে হাজার হাজার দর্শনার্থীদের ভিড়।
゚viral

Address

Charfassio. Bhola, Barishal
Patenga

Alerts

Be the first to know and let us send you an email when Times Of Bhola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Times Of Bhola:

Share