15/09/2025
পেটের দায়ে মানুষ কী না করে!
রিক্সা চালানো থেকে শুরু করে ভিক্ষা–সবই জীবিকার তাগিদে।
আচ্ছা, যদি সবাই বড়লোক হতো তবে—
➤চাষ করত কে?
চাষ না করলে খেতাম কী?
➤গাড়ি চালাতো কে?
গাড়ি না চালালে নির্দিষ্ট গন্তব্যে যেতাম কিভাবে?
➤ঝাড়ুদার হতো কে?
তারা না থাকলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকত কিভাবে গ্রাম-শহর?
➤কাপড় সেলাতো কে?
কাপড় সেলাই না করলে আমরা পরতাম কী?
➤ঘর বানাতে কে?
ঘর না বানালে আমরা থাকতাম কোথায়?
➤স্কুল-কলেজে শিক্ষকতা করত কে?
শিক্ষকতা না করলে আমরা শিক্ষা লাভ করতাম কিভাবে?
➤ডাক্তার হতো কে?
ডাক্তার না থাকলে চিকিৎসা পেতাম কিভাবে?
➤ ইঞ্জিনিয়ার হতো কে?
রাস্তাঘাট, ব্রিজ, বিল্ডিং বানাতো কে?
➤বিচারক হতে কে?
বিচারক না থাকলে ন্যায় বিচার পেতাম কিভাবে?
➤প্লেন চালাতো কে?
পাইলট না থাকলে দূরদেশে ভ্রমণ করতাম কিভাবে?
➤পুলিশ হতো কে?
পুলিশ না থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকতো কিভাবে?
ইত্যাদি।
সমাজ চলে একে অপরের উপর নির্ভর করে।
তাই ছোট কাজ বলে কিছু নেই,প্রত্যেক কাজেরই আছে আলাদা গুরুত্ব। ✨