Sadman Tawfiq

Sadman Tawfiq Dreamer || Thinker || Mood Lifter

Always trust in Allah.

17/09/2025

খাতায় যা লিখছি সেগুলো যদি স্যার ভালো করে পড়ে, স্যার খাতাটা ছিড়ে সোজা ডাস্টবিনে ফেলে দিবেন।🤧..
"প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক তথ্যের মিশ্রন ;
যেখানে পাবে না বইয়ের কোনো লাইন
মনের ভিতর থেকে পয়েন্ট দিয়েছি ;
যা পড়লে স্যার হবেন অজ্ঞান।"😵‍💫

16/09/2025

"শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে পারিবারিক শিক্ষা অধিক শ্রেয়।"

অর্থনীতিতে দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক বিদ্যমান,  ঠিক তেমনি বাস্তব জীবনে আমার সাথে পড়ালেখার বিপরীত সম্পর্ক বিদ্যমা...
16/09/2025

অর্থনীতিতে দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক বিদ্যমান, ঠিক তেমনি বাস্তব জীবনে আমার সাথে পড়ালেখার বিপরীত সম্পর্ক বিদ্যমান। দাম বাড়লে চাহিদা যেমন কমে, সিলেবাস বড় হলে আমার পড়ালেখার আগ্রহ ঠিক একইভাবে কমে।

তবে একটা জায়গায় মিল নেই।সেটা হলো– দাম কমলে তো চাহিদা বাড়ে কিন্তু সিলেবাস ছোট হলেও আমার পড়ালেখার আগ্রহ কখনোই বাড়ে না।
তবে আগ্রহটা বাড়ে পরীক্ষার আগেরদিন যখন পুরো সিলেবাসটাকে শর্ট করে শেষ করার মিশনে বসতে হয়।

শেষমেশ ঘুরেফিরে পরীক্ষার আগেরদিনই পড়তে বসা...🙂

15/09/2025

বাংলাদেশ ক্রিকেট টিমের ভাগ্য আর আমার ভাগ্য প্রায় একই বললেই চলে।মারা খেলে একসাথে পুরো মারা খাই, আর কামব্যাক দিলে বড়সড়ভাবে কামব্যাক দিই।😃
তবে মারা খাওয়াটাই বেশি...!😶

15/09/2025

পেটের দায়ে মানুষ কী না করে!
রিক্সা চালানো থেকে শুরু করে ভিক্ষা–সবই জীবিকার তাগিদে।
আচ্ছা, যদি সবাই বড়লোক হতো তবে—

➤চাষ করত কে?
চাষ না করলে খেতাম কী?

➤গাড়ি চালাতো কে?
গাড়ি না চালালে নির্দিষ্ট গন্তব্যে যেতাম কিভাবে?

➤ঝাড়ুদার হতো কে?
তারা না থাকলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকত কিভাবে গ্রাম-শহর?

➤কাপড় সেলাতো কে?
কাপড় সেলাই না করলে আমরা পরতাম কী?

➤ঘর বানাতে কে?
ঘর না বানালে আমরা থাকতাম কোথায়?

➤স্কুল-কলেজে শিক্ষকতা করত কে?
শিক্ষকতা না করলে আমরা শিক্ষা লাভ করতাম কিভাবে?

➤ডাক্তার হতো কে?
ডাক্তার না থাকলে চিকিৎসা পেতাম কিভাবে?

➤ ইঞ্জিনিয়ার হতো কে?
রাস্তাঘাট, ব্রিজ, বিল্ডিং বানাতো কে?

➤বিচারক হতে কে?
বিচারক না থাকলে ন্যায় বিচার পেতাম কিভাবে?

➤প্লেন চালাতো কে?
পাইলট না থাকলে দূরদেশে ভ্রমণ করতাম কিভাবে?

➤পুলিশ হতো কে?
পুলিশ না থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকতো কিভাবে?
ইত্যাদি।

সমাজ চলে একে অপরের উপর নির্ভর করে।
তাই ছোট কাজ বলে কিছু নেই,প্রত্যেক কাজেরই আছে আলাদা গুরুত্ব। ✨

14/09/2025

মানুষ ভিক্ষুকদের কাছেই সবচেয়ে বেশি মাফ চাই। মাত্র ২-৫ টাকা পকেট থেকে বের করার ভয়ে আমরা বলি, "মাফ করবেন।"এভাবে যদি আল্লাহর কাছেই মাফ চাইতাম, তবে আল্লাহ পাক খুশি হয়ে আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিতেন।

🙂🙃
14/09/2025

🙂🙃

14/09/2025

Everyone thinks before doing something, but I do it first and think later.😃

14/09/2025

বর্তমানে যে অবস্থায় আছেন, ভবিষ্যতে হয়তো সে অবস্থায় নাও থাকতে পারেন।তাই সুসময়কে কাজে লাগান আর দুঃসময়ে ধৈর্য ধারণ করুন।
সময়ই কথা বলে।⏳

14/09/2025

আমার কাছে ব্যবহার টা গুরুত্বপূর্ণ। কে কিভাবে আমার সাথে কথা বলছে আচরণ করছে, তার কথার টোন কখন কিরকম এসব খুব বিবেচনা করি আমি।

ব্যবহার যদি ভালো না হয়- আপনি যত বড় কিছুই হোন, আমার চোখে আপনি নিম্নমানের মানুষ। আপনার সাথে আমার সম্পর্ক কখনোই সুন্দর হবে না।

আমি সেসব মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, যারা নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলতে জানে। উশৃংখল স্বভাবের মানুষ থেকে আমি প্রতিনিয়ত দূরত্ব বজায় রাখি।

-- Ashraf Ahmed Taqdeer

[These lines are taken from the book - শেষ অধ্যায়]

13/09/2025

AI যে আমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে, তা আমরা টেরই পাচ্ছি না।🫤

অনিশ্চিত হিসাবের আশায়...🙂
13/09/2025

অনিশ্চিত হিসাবের আশায়...🙂

Address

Patenga
4370

Telephone

+8801971569584

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadman Tawfiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share