
29/08/2025
কি ভাবছেন...?
একার সংসার..? নাহ এটা আমার একার সংসার না শাশুড়ী দেবর ভাশুর জামাই বাচ্চা নিয়েই থাকি। যখন কাবিন হওয়ার পর আমার হাজবেন্ড আমাকে তাদের বাসায় নিয়ে আসে আমি তো এসে পুরা অবাক।দুই রুমের ফ্লাট নিয়ে থাকে তারা ফ্লোরে পা রাখা যায়না এতো ময়লা মাসে নাকি এক দুইবার ঘর মুছা হয়! এতো বেশি অগোছালো আর নোংরা ছিলো বাসা বলার বাহির। যেহেতু আমার হাজবেন্ড দের কোনো বোন নাই তাই গুছায় রাখার কেও ছিলো না। তিন ভাই কলেজ ভার্সিটি তে সময় পাস করতো আর আমার শাশুড়ী সোজা সরল গ্রামের মানুষ উনি এতো বুঝতো না।
খালি রান্না করা ছেলেদের খাওয়ানো আর ছেলেদের জামা কাপর ধোয়া আর সারা দিন বসে টিভি দেখা এটাই তার কাজ! বাসায় তেমন কোনো ফার্নিচার ও ছিলো না এমন না যে টাকার অভাব! আসলে এতো সাজ সজ্জা তারা কিছুই বুঝতো না ছেলেরা ব্যাস্ত পড়ালেখা নিয়ে এই ভাবেই চলছিলো জীবন। আমি আসলাম এক এক করে সব ঠিক করতে লাগলাম। আমার শাশুড়ী একদম সোজা মানুষ আলা ভোলা টাইপের তাও আমি আজ পর্যন্ত এই বাড়িতে কর্তিত্ব দেখাইনি যা করেছি সব আম্মু কে জিজ্ঞেস করে করে করেছি। এমন অনেক বউ আছে আমি আমার রিয়েল লাইফে দেখেছি নিজের রুম ছাড়া আর কিছু পরিপাটি রাখে না। নিজের রুম দিনে ১০০০ বার ঝাড়ু দিবে অন্য রুমে ফিরেও তাকাবে না।
আমি আমার দায়িত্ব নিয়ে সব করি এমন না যে আমি কাজ না করলে খোটা শুনতে হয় আমি নিজে থেকেই সব করি। রান্না করতে তো আমার অনেক ভাল্লাগে যখন আমার ভাশুর বলে তাবিয়া এটা রান্না কইরো ওটা রান্না কইরো। আমার হাজবেন্ড যখন আবদার করে আমার বানায় দিতে ভালোই লাগে। দেবর ভাশুর ছোট বোনের মত আহ্লাদ করে আলহামদুলিল্লাহ (আমি বয়সে দেবরের ও ছোট) যত বার এরা বাইরে যাবে জিজ্ঞেস করবে কিছু খাবা নিয়া আসবো!! আসলে আপনি তাদের ভালোবাসা দিলে তারা আপনাকে ভালোবাসতে বাধ্য (সবার ক্ষেত্রে না)। আমার মেয়ে হওয়ার পর যত টা অবদান আমার আম্মুর ওরে পালার পিছনে ততটা অবদান আমার শাশুড়ী আম্মুর। কারণ দুই বাসায় থাকলে দুজনেই সেম ভাবে আমার বাচ্চার টেক কেয়ার করে যেটা আমার জন্য মাদারহুড সহজ করে দিছে আলহামদুলিল্লাহ।
আমি ছোট থেকেই অনেক ঝগড়াটে ঘাড় ত্যাড়া আর বদ মেজাজি ছিলাম আম্মু ভাবি রা খালি বলতো আল্লাহ জানে আমার কপালে কেমন শশুরবাড়ি জুটে সংসার টিকে কিনা!! কিন্তু এইজে ৪ বছর ধরে আলহামদুলিল্লাহ শান্তির সাথে সংসার করতেছি কখনো আমাদের ভিতর ঝামেলা হয়না। টুকটাক যা হয় আবার ঠিক হয়ে যায় বড় কিছু না আলহামদুলিল্লাহ। কথা গুলো লিখার কারণ হলো এখনকার যুগে মেয়েরা বিয়ে নাম শুনলেই ট্রমায় যায় অনেকেই বিয়ের ২ মাস না যেতেই এডজাস্ট না করতে পেরে আলাদা সংসার চায় আর স্বামীর সাথে ঝগড়া শুরু হয় সম্পর্ক নষ্ট হয়!! ট্রাস্ট মি বইন আমি তো জানি আমি কি ছিলাম আমার মত বদ মেজাজি যদি সমস্যা সমাধান করে সংসার করতে পারি তুমিও পারবা। আর সব থেকে বড় কথা কি জানো...? আমি অনেক আমল করতাম যেনো আল্লাহ আমাকে ভালো একটা শশুরবাড়ি দেয় ইস্তেখাড়া করতাম আলহামদুলিল্লাহ ভালো ফল পেয়েছি।
©তাবিয়া
কপি পোস্ট