Kazi Jahed with Swarna

Kazi Jahed with Swarna Life is beautiful

https://www.facebook.com/share/r/1BBoLthtWP/বেশিরভাগ মেয়েরই মনের কথা।মানুষ কখনো নিজের গায়ের দিকে তাকায়না,অন্যের ভুল ধরা ...
06/08/2025

https://www.facebook.com/share/r/1BBoLthtWP/
বেশিরভাগ মেয়েরই মনের কথা।মানুষ কখনো নিজের গায়ের দিকে তাকায়না,অন্যের ভুল ধরা নিয়েই বেশি ব্যস্ত থাকে 😊মানুষকে জ্যন্ত লাশ বানিয়ে ফেলে।

26/07/2025

সন্তান না খেলেও মায়েদের দোষ, পরীক্ষায় খারাপ করলেও মায়েদের দোষ, অসুস্থ হলেও মায়েদের দোষ। যারা এমন দোষ দেয় তারা একদিন বাচ্চা রাখলেই বুঝতে পারবে মায়েরা কি করে তাদের সন্তানের জন্য।
©©

মেহরিন চৌধুরী বেঁচে থাকবেন ততদিন ওই চন্দ্র রবে যতদিন❤️❤️
25/07/2025

মেহরিন চৌধুরী বেঁচে থাকবেন ততদিন ওই চন্দ্র রবে যতদিন❤️❤️

আশরাফুল ইসলাম নীর ভাইয়ের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুজনই মাইলষ্টোনে পড়তো। নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%।  ঘন্ট...
22/07/2025

আশরাফুল ইসলাম নীর ভাইয়ের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুজনই মাইলষ্টোনে পড়তো।

নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%। ঘন্টা খানেক আগে নাজিয়া বেহেশতে চলে গেছে। (মারা গেছে লিখতে ইচ্ছা হচ্ছে না, অতটুকুন বাচ্চা আর যাবে কোথায়!) ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।

নাফি এখনো তার বাবা মার সাথেই আছে ৯৫% পোড়া নিয়ে। জানি না আল্লাহ তায়ালা ওকে ওর বোনের কাছে পাঠাবে না বাবা মা র কাছে রাখবে।

আর নাফি নাজিয়ার বাবা মা! তারা কোথায় যাবে! এতো বেচে মরে যাওয়া।💔🇧🇩

কালেক্টেড ✅

১/ প্রাইমারী সেকশন নাকি ছুটি হয়ে গিয়েছিল। যেই বাচ্চাগুলো মারা গেছে তারা স্কুল শেষে কোচিং এর জন্য বসে ছিল। স্কুলের পর নাক...
22/07/2025

১/ প্রাইমারী সেকশন নাকি ছুটি হয়ে গিয়েছিল। যেই বাচ্চাগুলো মারা গেছে তারা স্কুল শেষে কোচিং এর জন্য বসে ছিল। স্কুলের পর নাকি কোচিং করতে হয়, তাও স্কুলের ভেতরেই৷

২/ যে যুদ্ধ বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে, সেটি ১৯৭৬ সালের মডেলের। তাও রাশিয়ান বিমানের চাইনিজ রেপ্লিকা।

৩/ পুরো উত্তরায় কোন বার্ণ ইউনিট নেই।

৪/ বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দিবে?

৫/ ছোট ছোট বাচ্চারা যখন পোড়া শরীর নিয়ে বের হচ্ছিল - তখন উতসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। জনতার ভীড়ে ফায়ার সার্ভিসও ঠিকঠাক ভেতরে ঢুকতে পারে নাই।

৬/ আগুনের ফুলকিতে ঝলসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।

৭/ মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।

৮/ উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।

৯/ বার্ণ ইউনিটে বিভিন্ন রাজনৈতিক নেতারা "খোজ" নিতে গিয়েছেন, সাথে বিশাল দলবল নিয়ে। সাংবাদিকদের কান্নাজড়িত গলায় সাক্ষাতকার দিচ্ছেন।

জ্বি, আমাদের দেশটা এমনই! আমরা এমনই!

এই জঘন্য দেশের সবচেয়ে কোমলমতি নিষ্পাপ বাচ্চাগুলোই এমন দুর্ভাগ্য বরণ করলো! দুর্ঘটনায় মৃত সকলকে মহান আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

Collected

21/07/2025

উত্তরায় বিমান বিধ্বস্তের হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।

নিহত ব্যক্তির পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা, আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

রাব্বুল আলামিন আপনি কোমলমতি এই শিশুদের আপনার কুদরতি ইশারায় রক্ষা করুণ, এবং তাদেরর পিতা মাতার ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।

কুকুর সবসময় ডাস্টবিনে মুখ দিবে, এটাই এদের অভ্যেস☹️।এরা ঘরের বউ বাদ দিয়ে বাহিরের জগতকে খুশি করতে আর খুশি রাখতে ব্যাস্ত😊😊।...
18/07/2025

কুকুর সবসময় ডাস্টবিনে মুখ দিবে, এটাই এদের অভ্যেস☹️।এরা ঘরের বউ বাদ দিয়ে বাহিরের জগতকে খুশি করতে আর খুশি রাখতে ব্যাস্ত😊😊।প্রকৃত এরা কিসে সুখি তারা নিজেরাও জানেনা😡😡😡

07/07/2025

বেশি জ্ঞানী এবং বকলম লোকের সাথে কথা বাড়াতে নেই👍👍
এতে নিজেরই আত্মসম্মান নষ্ট হয়👍👍

07/07/2025

বেশি জ্ঞানী মানুষদের অবস্থা,
মেস্তরির ভাঙা ঘরের মত হয়।
এরা সবসময় অন্যদের জন্য কাজের আর নিজের ঘর ফাঁকা 🤣🤣🤣

06/07/2025

নিজের কিডনি দিয়েও যেখানে পুরুষ নিজের থাকেনা,সেখানে পুরুষ মানুষ কিসে সুখি তারা নিজেরাও জানেনা।
😡😡😡😡
এটাই এদের মানষিক সমস্যা 💔

30/06/2025

🤲রিজিকের মালিক আল্লাহ 🤲

Buffet এ দাওয়াত ছিলো restaurant এ Boss এর পক্ষ থেকে।❤️

বাসায় সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত পছন্দের সব খাবার তৈরি করেছেন শাশুড়ী মা।❤️
কিন্তু কোন খাবারই গ্রহণ করতে পারিনি অসুস্থতার কারণে😭😭
টনসিল এর ব্যাথা আর জ্বরে আক্রান্ত হয়ে সাদা পানি পান করতেও কষ্ট হচ্ছে।😭😭

30/06/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Patenga

Telephone

+8801405439442

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Jahed with Swarna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Jahed with Swarna:

Share

Category