13/02/2025
কবিতা
শেষ ঠিকানা
thoihla ching
13/02/2025
বাউলেও শুনি,
এ পৃথিবীর কেউ কারো নয়
তবুও একজনকে স্ত্রী করে নিই, অন্য জনে স্বামী হই
কোনো এক অস্থায়ী ঠিকানায় বসবাস করি
পুত্র বানাই, কন্যা বানাই, কিন্তু কেউ কারো পুত্র কন্যা নয়
অবশেষে, শেষ ঠিকানার দিকে রওনা হই
কোথায় সেই শেষ ঠিকানা?
আল্লাহর কাছে? ভগবানের কাছে?
যদিও জানি, আল্লাহ ও ভগবান একজনই
তবুও, মাটির পৃথিবীতে রয়েছি
কাউকে হিন্দু বলি, কাউকে বলি মুসলমান
অথচ, ধর্ম একটাই
জন্মও এক, ধর্মও এক
এই অস্থাবর গ্রহে কাউকে বলি হিন্দু, কাউকে মুসলমান
বুঝেও না বোঝার ভান করি
এই মানব জীবনে, এই নর নারীর জীবনে
শেষ পর্যন্ত যেতে হয় সেই শেষ ঠিকানায়
সেখানে হিন্দু নেই, খ্রিষ্টান নেই, মুসলমান নেই
আছে শুধু পরমাত্মা
তার রূপ চিনিনা, গুন জানি না
অন্য ভাবে বললে বলতে হয়
সকলেই সকলের আপন
সমস্ত জীবই আমার তোমার আপনজন
এখানে এসেও অস্থায়ী রূপে হই কেউ মানব, কেউ অন্য জীব
শেষ পর্যন্ত যেতে হয় সেই শেষ ঠিকানায়
সেই শেষ ঠিকানার খোঁজে আমরা চলেছি নিরন্তর
সেই অসাধ্য সাধনে ডুব দিয়ে রয়েছি এখনও
মহাকাল সময় দিয়ে রয়েছে অনেক
সেই সময়ের নৌকায় চড়ে আমরা পাড়ি দিই
শেষ ঠিকানায়।