️𝐇.𝐌.𝐒𝐚𝐣𝐢𝐝 𝐂𝐡𝐨𝐰𝐝𝐡𝐮𝐫𝐲 poet&writer

  • Home
  • Bangladesh
  • Patenga
  • ️𝐇.𝐌.𝐒𝐚𝐣𝐢𝐝 𝐂𝐡𝐨𝐰𝐝𝐡𝐮𝐫𝐲 poet&writer

️𝐇.𝐌.𝐒𝐚𝐣𝐢𝐝 𝐂𝐡𝐨𝐰𝐝𝐡𝐮𝐫𝐲 poet&writer Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ️𝐇.𝐌.𝐒𝐚𝐣𝐢𝐝 𝐂𝐡𝐨𝐰𝐝𝐡𝐮𝐫𝐲 poet&writer, Digital creator, Patenga.

18/06/2025

লেখক জীবনের সুখ-দুঃখ

লিখতে না পারার কষ্ট লেখককে অস্থির করে তুলে, লেখকের সুন্দর চিন্তাগুলো যখন শৃঙ্খলিত হয়ে পড়ে তখন লেখকের আর লেখকসত্ত্বা বেঁচে থাকে না, বেঁচে থাকা মানে তো শুধু একটা শারীরিক বিষয় না, বেঁচে থাকাটা আসলে আত্মার বিষয়ও বটে। লেখক যখন প্রজাতন্ত্রের কর্মচারী, যাকে প্রতিনিয়ত মেনে চলতে হয় বিধি, প্রজ্ঞাপন, সার্ভিস রুল, সেইসঙ্গে লেখক যখন শতভাগ গৃহকর্তা পারিবারিক ও সামাজিক গণ্ডীতে আবদ্ধ কিংবা লেখক যখন নারী অর্থাৎ লেখিকা তাকে তো মেনে চলতে হয় আরো কঠোর সামাজিক অনুশাসন, দায়িত্ব পালন করতে হয় স্বামী-সংসার-সন্তানদের রান্নাবান্নাসহ যাবতীয় কাজ তার পক্ষে মুক্তভাবে সাহিত্য চর্চা করা কতটুকু সম্ভব?
লেখকদের প্রতিনিয়ত কিছু অপ্রত্যাশিত প্রশ্নেরও মুখোমুখি হতে হয়। যেকোনো গল্প, উপন্যাস বা কবিতা প্রকাশের পর পাঠকদের অতি সাধারণ কিন্তু অপ্রত্যাশিত কিছু প্রশ্ন থাকে যেমনঃ ধরা যাক আমার লেখা ছায়াপুরুষ উপন্যাসের কথা, উপন্যাসটা বইমেলায় প্রকাশের পর থেকে পাঠকদের প্রশ্ন, তন্দ্রা আপনার কে হয়? শেষ অবধি কি তন্দ্রার সঙ্গে তার ছায়াপুরুষের মিলন হয়েছিল। পাঠক বন্ধুদের কীভাবে বুঝাই তন্দ্রা নামে এমনকি এরকম কাউকে আমি চিনিও না। হয়তো লেখিকাদের এর চেয়ে আরো অনেক ব্যক্তিগত প্রশ্নেরও মুখোমুখী হতে হয়।
দাগ উপন্যাস প্রকাশিত হওয়ার পর পাঠকদের প্রশ্ন, ‘’স্যার মায়ার কি শেষ অবধি বিয়ে হয়েছিল? যদি না হয়ে থাকে তাহলে কেনো না? আপনি হলে কী করতেন?’’ কী করে বুঝাই আমার উপন্যাস, কিশোর উপন্যাস, গল্পগ্রন্থ এবং ধারাবাহিক উপন্যাসসহ মোট প্রকাশিত গ্রন্থ ২৫ টি। প্রতিটি গ্রন্থে কমপক্ষে দু’টি করে নারী চরিত্র আছে। সে হিসেবে আমার তন্দ্রার মতো নায়িকা আছে ৪৮ জন, যা অবিশ্বাস্য ও হাস্যকরও বটে। লেখকের লেখা যে প্রতিটাই তার জীবনের ঘটে যাওয়া ঘটনা না এটা বোঝানই অনেক কঠিন।
একথা সত্যি লেখক লেখিকাদের প্রতিদিন অসংখ্য ভক্তর সঙ্গে কথা বলতে হয়, বেশিরভাগ ভক্তই নিজেকে সবচেয়ে বেশি দুঃখী, বঞ্চিত, অবহেলিত এবং দূর্ভাগ্যবান বলে মনে করে, তাই তাদের অনুরোধ থাকে, ’’স্যার আমার জীবনী নিয়ে একটা গল্প লিখেন।’’
কারো জীবনী থেকে লেখার কোনো বিষয়বস্তু পাওয়া যাক কিংবা না যাক মনোযোগ দিয়ে তাদের কথা শুনতে হয়, আশ্বাস দিতে হয় এবং সহানুভূতিশীল হতে হয়। কারো জীবনী থেকে পরিপূর্ণ গল্প বা উপন্যাস পাওয়া যায় না, কারো প্রেম, কারো বিরহ, কারো বঞ্চনা নিয়ে অনেক চিন্তা করে, রং, রস, মাধুরি মিশ

30/05/2025
24/04/2025

”রুটি মদ ফুরিয়ে যাবে
প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে
বই, সেতো অনন্ত যৌবনা।“-ওমর খৈয়াম।

মানুষ আর বাঁচে-ই বা কয়দিন বলেন। এই ক্ষুদ্র জীবনে নিজের শখের যত্নই বা যদি না নেওয়া যায় তাহলে এই জীবনের স্বার্থকতা কোথায় বলুন। ব্যাক্তিগত জীবনে নানা ঘাত প্রতিঘাত এর ফলে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছিলাম। নো সোশ্যাল মিডিয়া, নো ফ্রেন্ডস, নো আড্ডাবাজি। নিজের আলাদা একটা জগৎ তৈরি করে নিয়েছিলাম। যেখান শুধুমাত্র বই আর বই। কারণ বাস্তবতা সর্বদা আমাদের সেই জীবন দেয় না যা আমরা চাই, তবে বইয়ের পাতার মধ্যে আমরা যা চাই তা খুঁজে পেতে পারি। অতঃপর?

অতঃপর জীবন সুন্দর।❤️

15/12/2024

ইচ্ছে ছিল
হেলাল হাফিজ

ইচ্ছে ছিলো তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো
ইচ্ছে ছিলো তোমাকেই সুখের পতাকা করে
শান্তির কপোত করে হৃদয়ে উড়াবো।

ইচ্ছে ছিলো সুনিপূণ মেকআপ-ম্যানের মতো
সূর্যালোকে কেবল সাজাবো তিমিরের সারাবেলা
পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো, আহা তুমুল বাজাবো।

ইচ্ছে ছিলো নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে
রাখবো তোমার লাজুক চঞ্চুতে,
জন্মাবধি আমার শীতল চোখ
তাপ নেবে তোমার দু’চোখে।

ইচ্ছে ছিল রাজা হবো
তোমাকে সাম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো,
আজ দেখি রাজ্য আছে

রাজা আছে
ইচ্ছে আছে,
শুধু তুমি অন্য ঘরে।

#লেখালেখি

উৎসর্গআমার কবিতা আমি দিয়ে যাবোআপনাকে, তোমাকে ও তোকে।কবিতা কি কেবল শব্দের মেলা, সংগীতের লীলা?কবিতা কি ছেলেখেলা, অবহেলা রঙ...
15/12/2024

উৎসর্গ

আমার কবিতা আমি দিয়ে যাবো
আপনাকে, তোমাকে ও তোকে।
কবিতা কি কেবল শব্দের মেলা, সংগীতের লীলা?
কবিতা কি ছেলেখেলা, অবহেলা রঙিন বেলুন?
কবিতা কি নোটবই, টু-ইন-ওয়ান, অভিজাত মহিলা -সেলুন?
কবিতা তো অবিকল মানুষের মতো
চোখ-মুখ-মন আছে, সেও বিবেক শাসিত,
তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত।
কবিতা তো রূপান্তরিত শিলা, গবেষণাগারে নিয়ে
খুলে দেখো তার সব অণু-পরমাণু জুড়ে
কেবলি জড়িয়ে আছে মানুষের মৌলিক কাহিনী।
মানুষের মতো সেও সভ্যতার চাষাবাদ করে,
সেও চায় শিল্প আর স্লোগানের শৈল্পিক মিলন,
তার তা ভূমিকা চায় যতোটুকু যার উৎপাদন।
কবিতা তো কেঁদে ওঠে মানুষের যে কোনো অ-সুখে,
নষ্ট সময় এলে উঠানে দাঁড়িয়ে বলে,–
পথিক এ পথে নয়
‘ভালোবাসা এই পথে গেছে’।
আমার কবিতা আমি দিয়ে যাবো
আপনাকে, তোমাকে ও তোকে।

কবি হেলাল হাফিজ
(৭অক্টবর ১৯৪৮- ১৩ ডিসেম্বর ২০২৪)

#উদ্ভাস_সাহিত্য_ম্যাগাজিন
#কবি_হেলাল_হাফিজ

15/12/2024

হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি
নয়তো গিয়েছি হেরে,
থাক না ধ্রুপদী অস্পষ্টতা
কে কাকে গেলাম ছেড়ে !

–হেলাল হাফিজ

12/12/2024

শঙ্খমালা
— জীবনানন্দ দাশ

কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আঁধারে
সে কে এক নারী এসে ডাকিল আমারে,
বলিল, তোমারে চাই: বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ
খুঁজেছি নক্ষত্রে আমি— কুয়াশার পাখ্‌নায়—
সন্ধ্যার নদীর জলে নামে যে-আলোক
জোনাকির দেহ হ‌তে— খুঁজেছি তোমাকে সেইখানে—
ধূসর পেঁচার মতো ডানা মেলে অঘ্রাণের অন্ধকারে
ধানসিড়ি বেয়ে-বেয়ে
সোনার সিঁড়ির মতো ধানে আর ধানে
তোমারে খুঁজেছি আমি নির্জন পেঁচার মতো প্রাণে।

দেখিলাম দেহ তার বিমর্ষ পাখির রঙে ভরা:
সন্ধ্যার আঁধারে ভিজে শিরীষের ডালে যেই পাখি দেয় ধরা—
বাঁকা চাঁদ থাকে যার মাথার উপর,
শিং-এর মতন বাঁকা নীল চাঁদ শোনে যার স্বর।

কড়ির মতন শাদা মুখ তার,
দুইখানা হাত তার হিম;
চোখে তার হিজল কাঠের রক্তিম
চিতা জ্বলে: দখিন শিয়রে মাথা শঙ্খমালা যেন পুড়ে যায়
সে-আগুনে হায়।

চোখে তার
যেন শত শতাব্দীর নীল অন্ধকার;
স্তন তার
করুণ শঙ্খের মতো— দুধে আৰ্দ্র— কবেকার শঙ্খিনীমালার;
এ-পৃথিবী একবার পায় তারে, পায়নাকো আর।

💕♥️💐অভিশাপ__কাজী নজরুল ইসলাম[ দোলনচাঁপা কাব্যগ্রন্থ ]যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,অস্তপারের সন্ধ্যাতারায় আম...
09/11/2024

💕♥️💐
অভিশাপ
__কাজী নজরুল ইসলাম
[ দোলনচাঁপা কাব্যগ্রন্থ ]

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে-
বুঝবে সেদিন বুঝবে!
ছবি আমার বুকে বেঁধে
পাগল হ’লে কেঁদে কেঁদে
ফিরবে মর” কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি’
যেদিন আমায় খুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে!

স্বপন ভেঙে নিশুত্‌ রাতে জাগবে হঠাৎ চমকে,
কাহার যেন চেনা-ছোঁওয়ায় উঠবে ও-বুকে ছমকে,-
জাগবে হঠাৎ চমকে!
ভাববে বুঝি আমিই এসে
ব’সনু বুকের কোলটি ঘেঁষে,
ধরতে গিয়ে দেখবে যখন
শূন্য শয্যা! মিথ্যা স্বপন!
বেদ্‌নাতে চোখ বুঁজবে-
বুঝবে সেদিন বুজবে।
গাইতে ব’সে কন্ঠ ছিঁড়ে আস্‌বে যখন কান্না,
ব’লবে সবাই-“ সেই য পথিক তার শেখানো গান না?’’
আস্‌বে ভেঙে কান্না!
প’ড়বে মনে আমার সোহাগ,
কন্ঠে তোমার কাঁদবে বেহাগ!
প’ড়বে মনে অনেক ফাঁকি
অশ্র”-হারা কঠিন আঁখি
ঘন ঘন মুছবে-
বুঝ্‌বে সেদিন বুঝবে!

আবার যেদিন শিউলি ফুটে ভ’রবে তোমার অঙ্গন,
তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ-
কাঁদবে কুটীর-অঙ্গন!
শিউলি ঢাকা মোর সমাধি
প’ড়বে মনে, উঠবে কাঁদি’!
বুকের মালা ক’রবে জ্বালা
চোখের জলে সেদিন বালা
মুখের হাসি ঘুচবে-
বুঝবে সেদিন বুঝবে!
আসবে আবার আশিন-হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি,
থাকবে সবাই – থাকবে না এই মরণ-পথের যাত্রী!
আসবে শিশির-রাত্রি!
থাকবে পাশে বন্ধু স্বজন,
থাকবে রাতে বাহুর বাঁধন,
বঁধুর বুকের পরশনে
আমার পরশ আনবে মনে-
বিষিয়ে ও-বুক উঠবে-
বুঝবে সেদিন বুঝবে!

আসবে আবার শীতের রাতি, আসবে না ক আ সে-
তোমার সুখে প’ড়ত বাধা থাকলে যে-জন পার্শ্বে,
আসবে না ক’ আর সে!
প’ড়বে মনে, মোর বাহুতে
মাথা থুয়ে যে-দিন শুতে,
মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়!
সেই স্মৃতি তো ঐ বিছানায়
কাঁটা হ’য়ে ফুটবে-
বুঝবে সেদিন বুঝবে!

আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে,
সেই তরীতে হয়ত কেহ থাকবে তোমার সঙ্গে-
দুলবে তরী রঙ্গে,
প’ড়বে মনে সে কোন্‌ রাতে
এক তরীতে ছিলেম সাথে,
এমনি গাঙ ছিল জোয়ার,
নদীর দু’ধার এমনি আঁধার
তেম্‌নি তরী ছুটবে-
বুঝবে সেদিন বুঝবে!
তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ,
আমার মতন কেঁদে কেঁদে হয়ত হবে অন্ধ-
সখার কারা-বন্ধ!
বন্ধু তোমার হান্‌বে হেলা
ভাঙবে তোমার সুখের মেলা;
দীর্ঘ বেলা কাটবে না আর,
বইতে প্রাণের শান- এ ভার
মরণ-সনে বুঝ্‌বে-
বুঝবে সেদিন বুঝ্‌বে!

ফুট্‌বে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী,
আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদ্‌নী-
চৈতী-রাতের চাঁদ্‌নী।
ঋতুর পরে ফির্‌বে ঋতু,
সেদিন-হে মোর সোহাগ-ভীতু!
চাইবে কেঁদে নীল নভো গা’য়,
আমার মতন চোখ ভ’রে চায়
যে-তারা তা’য় খুঁজবে-
বুঝ্‌বে সেদিন বুঝ্‌বে!

আস্‌বে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন,
কাঁপবে কুটীর সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন-
টুটবে যবে বন্ধন!
পড়বে মনে, নেই সে সাথে
বাঁধবে বুকে দুঃখ-রাতে-
আপনি গালে যাচবে চুমা,
চাইবে আদর, মাগ্‌বে ছোঁওয়া,
আপনি যেচে চুমবে-
বুঝবে সেদিন বুঝবে।
আমার বুকের যে কাঁটা-ঘা তোমায় ব্যথা হান্‌ত,
সেই আঘাতই যাচবে আবার হয়ত হ’য়ে শ্রান–
আসবে তখন পান’।
হয়ত তখন আমার কোলে
সোহাগ-লোভে প’ড়বে ঢ’লে,
আপনি সেদিন সেধে কেঁদে
চাপ্‌বে বুকে বাহু বেঁধে,
চরণ চুমে পূজবে-
বুঝবে সেদিন বুঝবে!

09/11/2024
09/11/2024
09/11/2024

প্রিয় কবি ♥️💕 অফুরন্ত ভালোবাসা ♥️ শ্রদ্ধা সম্মান। তোমার সৃষ্টিতে যা দিয়ে গেছো সাহিত্যেই অফুরন্ত ভান্ডার।

02/05/2024

Address

Patenga

Telephone

+8801647133626

Website

Alerts

Be the first to know and let us send you an email when ️𝐇.𝐌.𝐒𝐚𝐣𝐢𝐝 𝐂𝐡𝐨𝐰𝐝𝐡𝐮𝐫𝐲 poet&writer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ️𝐇.𝐌.𝐒𝐚𝐣𝐢𝐝 𝐂𝐡𝐨𝐰𝐝𝐡𝐮𝐫𝐲 poet&writer:

Share