অপটিমাম কোচিং সেন্টার

অপটিমাম কোচিং সেন্টার Welcome to our page. We serve for nation.

15/03/2025

📢 এইচএসসি ২০২৫ 一 প্রশ্নপত্রের প্রস্তাব 📢

বর্তমানে, বাংলাদেশের এইচএসসি পরীক্ষায় প্রতিটি শিক্ষা বোর্ড নিজস্ব প্রশ্নপত্র প্রণয়ন করে। এর ফলে প্রশ্নপত্রের মান ও কঠিনতায় পার্থক্য দেখা যায়, যা শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।

🔹 ২০২৫ সালের নির্বাচনী পরীক্ষায় অনেক শিক্ষার্থী প্রশ্নপত্রের কঠিনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

✅ সমস্যার সমাধান হিসেবে, সকল বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রস্তাব এসেছে।
এটি শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করবে এবং মূল্যায়নের মান উন্নত করবে।

📌 এই পরিবর্তন বাস্তবায়নের জন্য যা প্রয়োজন:
🔹 শিক্ষা মন্ত্রণালয়ের সুপরিকল্পিত পদক্ষেপ
🔹 বোর্ডগুলোর মধ্যে সমন্বয়
🔹 মানসম্মত প্রশ্নপত্র প্রণয়ন
🔹 শিক্ষকদের প্রশিক্ষণ
🔹 শিক্ষার্থীদের পর্যাপ্ত সহায়তা

⚠️ যদি এটি বাস্তবায়ন করা হয়, তাহলে শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় পরিবর্তন হবে।
তাই সঠিক পরিকল্পনা ও প্রয়োগ নিশ্চিত করাই হবে মূল চ্যালেঞ্জ।

সবার মতামত কী? তোমাদের দৃষ্টিভঙ্গি জানাও! 🤔📚

15/12/2024
04/12/2024

পড়াশোনায় দ্রুত Improve করার ১০টি সিক্রেট টিপস!
১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের থেকে বেশি সময় পাবেন পড়াশোনার জন্য।
২। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে।
৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে।
(খাতার নাম দিতে পারেন "স্টাডি প্ল্যান খাতা")
৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন।
৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে।
৬। যে কোনো বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।
৭। মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন।
৮। অযথা আড্ডা বা ঘুরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন।
৯। প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। যেমন- " আমি বিসিএস ক্যাডার হবো", "আমি ব্যাংকার হবো"। এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ জোগাবে।
১০। নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে।
কখনো হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান। ইনশাআল্লাহ, ভালো ফল পাবেন।
সকল সৎ-পরিশ্রমীর জন্য শুভ কামনা রইল।

#সংগৃহীত

অপটিমাম কোচিং সেন্টার  কর্তৃক  আয়োজিত মাসিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের মাসিক পরীক্ষায় ১ম স্থান অর্জন করায় তামান্না...
03/12/2024

অপটিমাম কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত মাসিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এবারের মাসিক পরীক্ষায় ১ম স্থান অর্জন করায় তামান্নাকে অপটিমামের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🏅🏆

📢 >>ব্রেকিং নিউজ
03/12/2024

📢 >>ব্রেকিং নিউজ

কে হতে পারে এবারের বিজয়ী?? 🏅🏆 কমেন্ট করে জানান.....!! সঠিক উত্তরদাতার জন্য রয়েছে সারপ্রাইজিং গিফট 🎁🎁
02/12/2024

কে হতে পারে এবারের বিজয়ী?? 🏅🏆
কমেন্ট করে জানান.....!!
সঠিক উত্তরদাতার জন্য রয়েছে সারপ্রাইজিং গিফট 🎁🎁

  হিসাববিজ্ঞানের গুরুত্বপূর্ণ শীট পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীদের একাংশ 😊✌️
18/11/2024


হিসাববিজ্ঞানের গুরুত্বপূর্ণ শীট পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীদের একাংশ 😊✌️

16/11/2024

Breaking News:

আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনরায় ভর্তি পরীক্ষা শুরু হবে।
-উপাচার্য

Address

Patenga

Opening Hours

Monday 07:00 - 21:00
Tuesday 07:00 - 21:00
Wednesday 07:00 - 21:00
Thursday 07:00 - 21:00
Friday 08:00 - 23:00
Saturday 07:00 - 21:00
Sunday 07:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when অপটিমাম কোচিং সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share