
15/09/2025
সুফী শায়খ আবু আলী আল-জুঝাজানী ق বলেন-
“كن طالب الاستقامة لا طالب الكرامة"
অর্থাৎ, ❝কারামাত তালাশ না করে, ইস্তিকামাত তালাশ করো।❞
*ইস্তিকামাত - খোদার ইবাদত, আনুগত্যের উপর অটল।
শরীয়তের ইস্তিকামাত অর্থাৎ, নামাজ, রোজা, হজ্ব, যাকাত এবং আনুষঙ্গিক অনুশাসনে অটল থাকা।
তরীক্বতের ইস্তিকামাত অর্থাৎ, নফসের স্থিরতা ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণের সাথে নিজের আমিত্ববোধকে বিসর্জন দেওয়া।