Sunni Aqida tv

Sunni Aqida tv ভালো কিছুর প্রত্যাশায়,,,,,

সুফী শায়খ আবু আলী আল-জুঝাজানী ق বলেন-“كن طالب الاستقامة لا طالب الكرامة"অর্থাৎ, ❝কারামাত তালাশ না করে, ইস্তিকামাত তালাশ ...
15/09/2025

সুফী শায়খ আবু আলী আল-জুঝাজানী ق বলেন-

“كن طالب الاستقامة لا طالب الكرامة"

অর্থাৎ, ❝কারামাত তালাশ না করে, ইস্তিকামাত তালাশ করো।❞

*ইস্তিকামাত - খোদার ইবাদত, আনুগত্যের উপর অটল।

শরীয়তের ইস্তিকামাত অর্থাৎ, নামাজ, রোজা, হজ্ব, যাকাত এবং আনুষঙ্গিক অনুশাসনে অটল থাকা।

তরীক্বতের ইস্তিকামাত অর্থাৎ, নফসের স্থিরতা ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণের সাথে নিজের আমিত্ববোধকে বিসর্জন দেওয়া।

11/09/2025

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ) 💙

আলহামদুলিল্লাহ রাসুল সা : দুনিয়াতে আগমন উপলক্ষে আকাশ বাতাস মুখরিত আজ,,সেই খুশিতে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী সা : ...
06/09/2025

আলহামদুলিল্লাহ রাসুল সা : দুনিয়াতে আগমন উপলক্ষে আকাশ বাতাস মুখরিত আজ,,সেই খুশিতে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী সা : উদযাপন,, লাখো মানুষের সমাগমে ইয়া রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগানে মুখরিত বন্দর নগরী চট্টগ্রাম,, ,❤️

27/08/2025

এভাবে ল্যান্ডিং তো আল্লাহ শিখিয়েছেন।
সুবহানাল্লাহ কী অপরুপ সুন্দর।

হযরত মূসা (আ) একদা আল্লাহ রাব্বুল 'আলামীনের নিকট আরয করলেন, হে প্রভু! নামাযী ব্যক্তি, রোযাদার ও মুজাহিদ যখন আপনার নিকট প...
17/08/2025

হযরত মূসা (আ) একদা আল্লাহ রাব্বুল 'আলামীনের নিকট আরয করলেন, হে প্রভু! নামাযী ব্যক্তি, রোযাদার ও মুজাহিদ যখন আপনার নিকট প্রার্থনা করে, তখন আপনি তাদেরকে কি জবাব দেন? আল্লাহ তা'আলা বলেন: আমি বলি: (لبيك ) (আমি শুনছি তোমাদেরকে) অতঃপর তিনি জিজ্ঞাসা করলেন: কোন পাপী যখন আপনার নিকট প্রার্থনা করে তখন আপনি কিভাবে জবাব দেন। আল্লাহ তা'আলা বলেন: (لبيك ) (আমি শুনছি তোমাদেরকে) ( لبيك ) (আমি শুনছি তোমাদেরকে) (لبيك ) (আমি শুনছি তোমাদেরকে)। হযরত মূসা আ. বললেন: প্রভু! আপনি তাদেরকে তিন বার জবাব দেন কেন? আল্লাহ তা'আলা বলেন: তারা যেহেতু শুধুই আমার দয়া ও অনুগ্রহের উপর ভরসা করে। কিন্তু অন্যরা তো নিজেদের আমলের উপরও ভরসা করে থাকে।

আল্লাহর উপর ইস্তেকামত রাখুন

07/08/2025

বৃহস্পতিবারের রাত
দুরুদ শরীফ ﷺ এর রাত 🥰💚

❝পাগল না হলে প্রেমিক হওয়া যায় না আর প্রেমিক হলে পাগল না হয়ে থাকা যায় না❞আবার আসো একটি বার লক্ষ চক্ষু অপেক্ষায় 🥹🤲
07/08/2025

❝পাগল না হলে প্রেমিক হওয়া যায় না
আর প্রেমিক হলে পাগল না হয়ে থাকা যায় না❞

আবার আসো একটি বার লক্ষ চক্ষু অপেক্ষায় 🥹🤲

05/08/2025

গাউসে জামান তৈয়্যব শাহ (রহ)'র কারামত,
বর্ণনা করলেন শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী (রহ)

06/07/2025

হযরত আমিরে মুয়াবিয়া (রাঃ)
জান্নাতি জান্নাতি.....

06/07/2025

হুজুর পাক(ﷺ) এর পবিত্র হাদীস শরীফ - "হোসাইন আমার হতে, আমি হোসাইন হতে" -

অসাধারণ ভাবে ব্যাখ্যা করলেন নবী করীম ﷺ এর বাগানে ফুল শাহাজাদা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ মুদ্দাযিল্লুহুল আলী

আজ ৭ মহররম কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী কর্তৃক পবিত্র নবী পরিবারকে অবরােধ সৃষ্টি করে পানি বন্ধ করে দেয়!পাপিষ্ঠ ইয়াজি...
03/07/2025

আজ ৭ মহররম কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী কর্তৃক পবিত্র নবী পরিবারকে অবরােধ সৃষ্টি করে পানি বন্ধ করে দেয়!

পাপিষ্ঠ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার প্রস্তাব করলে যখন ইমাম হোসাইন তা নাকচ করে দেয় তখন ওদের চিন্তাধারা এত জঘন্য রূপ ধারণ করল যে, সাতই মুহররম থেকে হযরত ইমাম হুসাইন (রাঃ) ও তাঁর প্রিয় জনদের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। প্রায় চার হাজার সৈন্য ফোরাত নদীর তীরে এই কাজে নিয়ােজিত করল। এদের মধ্যে দুই হাজার ছিল স্থল বাহিনী আর দুই হাজার ছিল অশ্বারােহী'। তাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল যে, উনাদেরকে যেন এক ফোঁটা পানিও নিতে দেয়া না হয়। সে মতে পানি বন্ধ করে দিল। ইমাম হুসাইন (রাঃ) এর তিরাশিজন কাফেলার মধ্যে দুগ্ধপােষ্য শিশু ছিল এবং পর্দানশীন মহিলাও ছিলেন। তাদের মােকাবিলা করার জন্য বাইশ হাজার সৈন্য এসেছে। কী আশ্চর্য! তিরাশিজনের মােকাবিলায় বাইশ হাজার সৈন্য! আবার এই তিরাশিজনের মধ্যে শিশু ও মহিলা রয়েছে। অথচ এদের মােকাবিলায় যে বাইশ হাজার সৈন্য, তারা সবাই যুবক এবং সকল প্রকারের অস্ত্র সস্ত্রে সজ্জিত। এরপরও তারা পানি বন্ধ করে দিল। কারণ তাদের ধারণা, উনারা যদি পানি পান করে যুদ্ধ করে, তাহলে সম্ভবতঃ আমরা বাইশ হাজার হয়েও মােকাবিলা করে কামিয়াব হতে পারব না। তাই পানি বন্ধ করে দিল। এটা জুলুমের উপর জুলুম ছিল। আফসোস! আপনার জন্যই পানি বন্ধ করে দিল, যিনি সাকিয়ে কাওছার (সাল্লাল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) এর দৌহিত্র।

#কারবালার প্রান্তরে, কৃত খতিবে পাকিস্তান আল্লামা শফি উকাড়ভী

01/07/2025

যে ব্যক্তি
‘আলহামদুলিল্লাহ’ বলে, তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়।”
(তিরমিজি: ২৫১৩)।
আলহামদুলিল্লাহ

Address

Patenga

Alerts

Be the first to know and let us send you an email when Sunni Aqida tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share