Sunni Aqida tv

Sunni Aqida tv ভালো কিছুর প্রত্যাশায়,,,,,

সল্লাল্লাহু আলাইহি ওয়া'সাল্লাম.......✨💚♡
18/12/2025

সল্লাল্লাহু আলাইহি ওয়া'সাল্লাম.......✨💚♡

22/11/2025

পাগলে কয় কি🤣

22/11/2025

পাগলের সুখ মনে মনে 'স্বাধীনতার নতুন ঘোষক' জামায়াত নেতা মুফতি কাজী ইব্রাহীম।

22/11/2025

বারবার ভূমিকম্প!
আল্লাহ সহায়।

20/11/2025

বৃহস্পতিবারের রাত
দুরুদ শরীফ ﷺ এর রাত 🥰💚

❏ সিলসিলাহ্ মে দাখেল্ হো-নে কা মক্বসদ্ হুজূর করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তক্ রসা-ই-হ্যায়।অর্থঃ “ত্বরিক্বতের (পরম...
17/11/2025

❏ সিলসিলাহ্ মে দাখেল্ হো-নে কা মক্বসদ্ হুজূর করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তক্ রসা-ই-হ্যায়।

অর্থঃ “ত্বরিক্বতের (পরম্পরা সূত্রে) প্রবেশ করার উদ্দেশ্য হলো হুজূর (দঃ) পর্যন্ত পৌঁছা।

☛ হযরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (رحمة الله)

゚ ゚viralシ ゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚

16/11/2025

“যে পথ বাতিলের বিরুদ্ধে যুগে যুগে গর্জে উঠেছে—সেটাই মসলক-এ-আলা হযরত (রহ.).”

13/11/2025

ফজরের নামাজের গুরুত্ব ও ফজিলতঃ
১. আল্লাহর কসমের মাধ্যমে গুরুত্ব:
> اللہ تعالٰی ইরশাদ করেছেন:
“ঐ ফজরের শপথ।”
(সূরা ফজর, আয়াত: ১)

আল্লাহ তায়ালা যে বিষয়ের উপর শপথ করেন, সেটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজরের সময় ও ফজরের সালাতের গুরুত্ব এভাবেই বুঝা যায়।

২. ফজরের সালাতের ফজিলত হাদিসে:

> রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
“যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, সে আল্লাহর জিম্মায় (রক্ষণাবেক্ষণে) থাকবে।”
(সহীহ মুসলিম, হাদিস: ৬৫৭)

৩. ফজরের সালাত জান্নাতের গ্যারান্টি:

> রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
“যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে।”
(সহীহ বুখারি, হাদিস: ৫৭৪)

৪. ফজরের জামাতের ফজিলত:

> রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
“যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, তারপর বসে বসে আল্লাহর জিকির করতে থাকে সূর্য উদিত হওয়া পর্যন্ত, তারপর দু’রাকাত নামাজ আদায় করে, তার জন্য পূর্ণ একটি হজ্জ ও উমরার সাওয়াব লেখা হয়।”
(তিরমিজি, হাদিস: ৫৮৬)

৫. ফজরের দুই রাকাত সুন্নাতের ফজিলত:

> রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
“ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ দুনিয়া ও এর মধ্যে যা কিছু রয়েছে, তার চেয়ে উত্তম।”
(সহীহ মুসলিম, হাদিস: ৭২৫)

৬. ফজরের সালাত — বিশ্বাসীদের বৈশিষ্ট্য:

> আল্লাহ তায়ালা বলেন:
“আর তারা (সৎকর্মশীলরা) এমন যে, তারা রাত্রির কিছু অংশে তাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করে।”
(সূরা যারিয়াত, আয়াত: ১৮)

ফজরের নামাজ আদায়কারীরা এই গুণের অন্তর্ভুক্ত।

ফজরের নামাজ হচ্ছে সফল জীবনের সূচনা। এটি ঈমান, তাকওয়া ও জীবন গঠনের মৌলিক ভিত্তি। বিশেষ করে জামাতে আদায় করা দ্বীনের প্রতি দায়িত্বশীলতার প্রমাণ এবং আল্লাহর নিকট একান্ত নৈকট্যের সুযোগ।

প্রতিজ্ঞা করি:
আমি ফজরের নামাজ জামাতে পড়বো।
আমি পরিবারের সদস্যদের উৎসাহিত করবো।
আমি নিজেকে জবাবদিহির জন্য প্রস্তুত রাখবো।

13/11/2025

اَلسَّلاَمْ عَلَيْــــــــــــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُ

06/11/2025

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💙

20/10/2025

নসিবে যেটা আছে,
তা হারাবে না কখনো,
হয়তো সময় লাগবে, কিন্তু আসবেই।
ইনশাআল্লাহ!💖

Address

Patenga

Alerts

Be the first to know and let us send you an email when Sunni Aqida tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share