31/08/2025
আপনার চোখে যা অসম্ভব,
আল্লাহর কাছে তা তো—
“হয়ে যাও— আর হয়ে যায়, যা চোখের পলক ফেলার থেকেও দ্রুততম সময়ে সম্ভব"।
তাই আপনি দোয়া করা বন্ধ করবেন না,
কারণ একেকটা দোয়া হয়তো আপনার আপনিকেই বদলে দিতে পারে।
আমাদের রব্বের অন্তর প্রশান্তিকর বাণী—
"كُنْ فَيَكُونُ"
(হয়ে যাও — তখনই হয়ে যায়)
সুবহানাল্ল-হ।
> সংগৃহীত
#পরকালের প্রস্তুতি