
09/08/2025
জন্মাষ্টমীর কেকের অর্ডার নেওয়া হচ্ছে।
শুধুমাত্র ভ্যানিলা ফ্লেভার এর মধ্যে কেকের অর্ডারটা নেয়া হবে। এই কেকটা পুরোপুরি নিরামিষ ভাবে করা হবে,আপনারা ভগবানকে নিবেদন করার পরে আপনারা নিজেরাও উপবাসে খেতে পারবেন।
১ পাউন্ড নিরামিষ কেক : ৬৫০ টাকা ( বাশিঁ সহ নিলে ৭০০ টাকা)
বি.দ্র: প্রতিটি কেকের মধ্যে গোল্ডেন পেখম, ময়ূরের পেখম এবং কৃষ্ণের ছবি দেয়া হবে। এছাড়া ছবিতে যে মাটি হাড়ি এবং বাঁশি দেখানো হয়েছে তাই দেয়া হবে কোন রকমের ফন্ডেন্টের ব্যবহার করা হবে না।