Sompretty Jahan

Sompretty Jahan God is really creative, I mean... Just look at me.��
(8)

30/07/2025

আমি পোলাপাইনদের সাথে মিশতে ২ সেকেন্ড নি এর বেশি লাগেনা
আর তাদের মায়েদের সাথে মিশতে ১মিনিট
শুধু কিছু প*শু নামক মানুষের সাথে মিশি না

29/07/2025

Saiyaara ময় জিন্দেগী 😭
ভাই তোরা থাম আর নিতে পারছি না

একটা জিনিস ভীষণ ভাল করে বুঝতেই পেরেছি। বহু মেয়ে অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণে। কীরকম চাহিদা? মাছ ছাড়াও দিব্য...
28/07/2025

একটা জিনিস ভীষণ ভাল করে বুঝতেই পেরেছি। বহু মেয়ে অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণে। কীরকম চাহিদা? মাছ ছাড়াও দিব্যি ভাত খেতে পারে। অর্থাৎ ওর মাছের প্রয়োজন নেই। ও তো চায়নি, তার মানে এটাই স্বাভাবিক। ওর সাজের জিনিসের প্রয়োজন নেই। কোনও দিন মুখ ফুটে বলে না তো, তাহলে ওর লাগে না।

কখনও কোনও অসুখে ও মাগো বাবাগো বলে শুয়ে না পড়া মেয়েদের যন্ত্রণা যে হতে পারে বা সত্যিই সে অসুস্থ বোধ করতে পারে সেটা তার কাছের মানুষের কাছে বিশ্বাসযোগ্যই নয়। ওই যে চাহিদা কম!
যে মেয়ে বাপের জন্মে হাত খরচ চায়নি আমি হলফ করে বলতে পারি তাকে কেউ হাতে তুলে দুটো টাকা হাত খরচ দেয়নি।

এক্ষেত্রে মেয়েদের বহু কাঙ্খিত জিনিসের চাহিদাই দাম পায় না। কারণ তারা চায় না দামি লিপস্টিক, সখের ফোন, প্রিয় চকলেট, দু দিনের উইকেন্ড, ব্র্যান্ডেড ফেসিয়াল, দামি হেয়ার কাট। এর জন্য কী হয় যখন সত্যিই কিছুর ভীষণ প্রয়োজন হয় ওটাও বাকিগুলোর মতো কদর পায় না। কারণ মেয়েটার তো কোনও ডিম্যান্ডই নেই।

এইসব মেয়েরা সবচেয়ে বেশি সাফার করে যারা বাবা ও স্বামীর কাছে নিজেকে দামি বলে প্রমাণ করেনি। এর ফলে এরা সকলের কাছেই মারাত্মক সহজলভ্য হয়ে পড়ে। এদের সখের জামা লাগে না, প্রয়োজনের জুতো লাগে না, অসুস্থতা হলে কেয়ার লাগে না, এমনকী যন্ত্রণা হলেও সেটা ভীষণ মেকি কারণ এরাই একটা সময় বুঝিয়েছে আমাদের যন্ত্রণা পর্যন্ত হয় না সহ্য করতে পারি।

যে মেয়েদের ডিম্যান্ড কম তাদের সময় দেওয়াটাও গুরুত্বহীন হয়ে পড়ে কারণ সঙ্গী ভাবে ও তো এমনিতেই থাকবে। আর আজকালকার যুগে ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের কথা আর বললামই না বেশিরভাগই পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে গিয়ে প্রাপ্তির খাতায় শূন্য থেকে যাচ্ছে, এদের জিনিসপত্র দেওয়া বা আবদার মেটানো তো দূর কি বাত এদের সামান্য কষ্টটাও পর্যন্ত মানতে নারাজ হচ্ছে সমাজ। কারণ এরা কষ্ট হজম করতে পারে।

অন্যদিকে বাড়ির লালুনি পুষুনি মেয়েটা গদগদ হয়ে বাবা বা স্বামীর কাছে দামি আইফোন চাইলে নির্বিঘ্নে তা জুটে যায়। মাসের শেষে পার্লার খরচা কসমেটিক্স খরচা, জামা কাপড়ের খরচা বেশ মিলে যায়। এদের সখ মেটাতে আপত্তি হয় না কারও ওটা প্রয়োজনের মধ্যেই পড়ে। কারণ তাঁরা নিজেদের দাম বোঝাতে পেরেছে.... অন্যদিকে যে এইসব না চেয়ে সামান্য মানসিক শান্তি চেয়েছিল তাতেও জোটে শুধু তিরস্কার আর অপমান। হায় রে সমাজ! ত্যাগকে এরা সহজলভ্য বানিয়ে দিল !

28/07/2025

ঈদ মোবারক
আগামী ১ আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে!🙂

26/07/2025

অতিত আমাদের আছে
ভালোবাসা ও ছিলো

23/07/2025

পৃথিবীতে একটা জাহান্নাম রয়েছে
আর সেটার নাম হলো বাংলাদেশ
যেটা আমরা নিজেরাই বানিয়েছি

22/07/2025

বিয়ের পরে খালাতো বোনের অবস্থা দেখার মতো না🤧🤧

21/07/2025

আজকে আর তারাতাড়ি ঘুমাতে হবে না, কারন কাল থেকে স্কুলে যেতে হবে না! 💔

ইজেক্ট করলে বাঁচতে পারতেন।একটা বোতাম টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। কিন্তু Flight Lieutenant Towkir ফিরলেন না।তিনি...
21/07/2025

ইজেক্ট করলে বাঁচতে পারতেন।
একটা বোতাম টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। কিন্তু Flight Lieutenant Towkir ফিরলেন না।তিনি থেকে গেলেন, শেষ মুহূর্ত অবধি ...জীবনের চেয়েও বড় কিছু রক্ষা করতে।
একটা পুরনো F-7,যেটা আকাশে থাকার কথা না ২০২৫ সালে। দুর্নীতির প্রতীক হিসাবে উড়ছে, কারণ দুর্নীতি আকাশ ছুঁয়েছে ।
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আকাশে মারা যাননি।
তিনি মরে গিয়েছিলেন আরও আগে, যখন বাজেট চুরি হয়েছিল।যখন ১৯৭৬ সালের বিমান দিয়ে আজও ট্রেনিং করানো হচ্ছিল।
তাঁকে বাঁচার সুযোগ দেওয়া হয়নি।
সিস্টেম তাঁর জন্য কিছু রাখেনি শুধু ঝুঁকি আর পুরনো লোহা ছাড়া

এই দুর্ঘটনা না।
এটা অন্যায়।
এটা খুন।

আজ শুধু একজন পাইলট না,
নিচে থাকা নিষ্পাপ শিক্ষার্থীরাও জীবন হারিয়েছে।এই মৃত্যু দুর্ঘটনা নয়। এটা ব্যর্থতা। এটা দুর্নীতি। এটা বিশ্বাসঘাতকতা!!!

এক জীবনের আফসোস থেকে যাবে কেউ আমাকে দোলনচাঁপা এনে দিলো না 🙂
21/07/2025

এক জীবনের আফসোস থেকে যাবে কেউ আমাকে দোলনচাঁপা এনে দিলো না 🙂

20/07/2025

হাত অনেকেই ধরেছে এর আগে
এটা জেনেও ঐ মানুষগুলা কিভাবে ধরে যারা এসব নিয়ে কথা শোনায়

আমি সেই ছেলেটিকে কে ভালোবাসি যে কখনো আমায় ভালোবাসেনি...(e)but আমি তাকে আমার অসীম হৃদয় দিয়ে ভালোবাসছিলাম তাকে সর্বচ্চ দিয়...
20/07/2025

আমি সেই ছেলেটিকে কে ভালোবাসি যে কখনো আমায় ভালোবাসেনি...(e)

but আমি তাকে আমার অসীম হৃদয় দিয়ে ভালোবাসছিলাম তাকে সর্বচ্চ দিয়ে আগলে রাখতে চেয়েছিলাম কিন্তু কিন্তু সব শেষে আমাকে আমার বাস্তবতা আর অধিক চাওয়ার বদলে তার পরিনামে শুধু কষ্ট আর
যন্তনা দিয়ে গেলো🌸
তেমন কোনো আশা ছিলো না মনে
এবার বলা যাক আমার সীমিত আকারে বলা কিছু কথা কিংবা লাইন☹️
আসলে মানুষের থেকে ধাক্কা খাওয়ার পর কেন জানি আমি অনেক নেতিবাচক কথা বলতে শুরু করি😁

বিয়ে নিয়ে আমার বরাবরই একটা অনিহা আবার অনেক ইচ্চে ও কাজ করে
জানিনা জীবনে কেমন জীবনসঙ্গী পাবো
তবে এটা জানি সে যেমনি হোক মানিয়ে নিবো
নিজের মতো করে তাকে আপন করে নিবো🤧
আল্লাহ আমার সব অপূর্ণ রেখে কেবল এসবকিছু পূর্ণ করলেই আমার জীবনের সেরটা পাওয়া হবে হয়তো
নাহয় আমি মরে গিয়েও শান্তি পাবোনা
কারন আমি দেখাতে চাই দিনশেষে আমিও সংসার করার যোগ্য মেয়ে 🖤
আমি কারোর না কারোর ভালোবাসার বউ এবং আদরের মা হওয়ার অধিকার রাখি🖤

ভালো থাকুক আমার না হওয়া মানুষ 🖤🌸

Address

Patenga

Alerts

Be the first to know and let us send you an email when Sompretty Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category