Sompretty Jahan

Sompretty Jahan God is really creative, I mean... Just look at me.��
(10)

26/09/2025

নোবিপ্রবি এবং নোয়াখালীর জন্য আজ একটি খারাপ দিন-
ঘটনা ১:
সকালে MIS বিভাগের আঠারোতম ব্যাচের দ্বীন মোহাম্মদ নামে একজন শিক্ষার্থীর হাতে তার স্ত্রীর মৃত্যু হয়। লোকেশন - সিনেমা হল, মাইজদী এলাকায়।

ঘটনা ২: এপ্লায়েড ম্যাথ ১৬ তম ব্যাচের এক মেয়ে শিক্ষার্থী কিছুক্ষণ আগে আত্মহত্যা করেছে। লোকেশন - রশিদ কলোনী, মাইজদী

24/09/2025

এই মায়ের পরে আমারে কে আগলায়া রাখবে
এই চিন্তায় গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়😅

19/09/2025

ফ্যামিলি পলিটিক্স,,,,, "ত্যাগেই প্রকৃত সুখ,," যতক্ষন খাটবে আর খারাপ কথা মুখ বুঝে সহ্য করবে ততক্ষন সবার আপন,যখনই কিছু বলতে যাবে তখনই বিশ্বের সবথেকে খারাপ আপনি,, এসব কুটনীপনা কখনোই যাবেনা আমাদের সমাজ থেকে।

ভালো মেয়েরাই কেন সবসময় বেশি কষ্ট পায়?.. প্রত্যেকটা মেয়ের অবশ্যই একবার হলেও জানা উচিত !একটা জিনিস ভীষণ ভাল করে বুঝতেই...
19/09/2025

ভালো মেয়েরাই কেন সবসময় বেশি কষ্ট পায়?.. প্রত্যেকটা মেয়ের অবশ্যই একবার হলেও জানা উচিত !

একটা জিনিস ভীষণ ভাল করে বুঝতেই পেরেছি। বহু মেয়ে অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণে। কীরকম চাহিদা? মাছ ছাড়াও দিব্যি ভাত খেতে পারে। অর্থাৎ ওর মাছের প্রয়োজন নেই। ও তো চায়নি, তার মানে এটাই স্বাভাবিক। ওর সাজের জিনিসের প্রয়োজন নেই। কোনও দিন মুখ ফুটে বলে না তো, তাহলে ওর লাগে না।

কখনও কোনও অসুখে ও মাগো বাবাগো বলে শুয়ে না পড়া মেয়েদের যন্ত্রণা যে হতে পারে বা সত্যিই সে অসুস্থ বোধ করতে পারে সেটা তার কাছের মানুষের কাছে বিশ্বাসযোগ্যই নয়। ওই যে চাহিদা কম!
যে মেয়ে বাপের জন্মে হাত খরচ চায়নি আমি হলফ করে বলতে পারি তাকে কেউ হাতে তুলে দুটো টাকা হাত খরচ দেয়নি।

এক্ষেত্রে মেয়েদের বহু কাঙ্খিত জিনিসের চাহিদাই দাম পায় না। কারণ তারা চায় না দামি লিপস্টিক, সখের ফোন, প্রিয় চকলেট, দু দিনের উইকেন্ড, ব্র্যান্ডেড ফেসিয়াল, দামি হেয়ার কাট। এর জন্য কী হয় যখন সত্যিই কিছুর ভীষণ প্রয়োজন হয় ওটাও বাকিগুলোর মতো কদর পায় না। কারণ মেয়েটার তো কোনও ডিম্যান্ডই নেই।

এইসব মেয়েরা সবচেয়ে বেশি সাফার করে যারা বাবা ও স্বামীর কাছে নিজেকে দামি বলে প্রমাণ করেনি। এর ফলে এরা সকলের কাছেই মারাত্মক সহজলভ্য হয়ে পড়ে। এদের সখের জামা লাগে না, প্রয়োজনের জুতো লাগে না, অসুস্থতা হলে কেয়ার লাগে না, এমনকী যন্ত্রণা হলেও সেটা ভীষণ মেকি কারণ এরাই একটা সময় বুঝিয়েছে আমাদের যন্ত্রণা পর্যন্ত হয় না সহ্য করতে পারি।

যে মেয়েদের ডিম্যান্ড কম তাদের সময় দেওয়াটাও গুরুত্বহীন হয়ে পড়ে কারণ সঙ্গী ভাবে ও তো এমনিতেই থাকবে। আর আজকালকার যুগে ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের কথা আর বললামই না বেশিরভাগই পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে গিয়ে প্রাপ্তির খাতায় শূন্য থেকে যাচ্ছে, এদের জিনিসপত্র দেওয়া বা আবদার মেটানো তো দূর কি বাত এদের সামান্য কষ্টটাও পর্যন্ত মানতে নারাজ হচ্ছে সমাজ। কারণ এরা কষ্ট হজম করতে পারে।

অন্যদিকে বাড়ির লালুনি পুষুনি মেয়েটা গদগদ হয়ে বাবা বা স্বামীর কাছে দামি আইফোন চাইলে নির্বিঘ্নে তা জুটে যায়। মাসের শেষে পার্লার খরচা কসমেটিক্স খরচা, জামা কাপড়ের খরচা বেশ মিলে যায়। এদের সখ মেটাতে আপত্তি হয় না কারও ওটা প্রয়োজনের মধ্যেই পড়ে। কারণ তাঁরা নিজেদের দাম বোঝাতে পেরেছে.... অন্যদিকে যে এইসব না চেয়ে সামান্য মানসিক শান্তি চেয়েছিল তাতেও জোটে শুধু তিরস্কার আর অপমান। হায় রে সমাজ! ত্যাগকে এরা সহজলভ্য বানিয়ে দিল !

মন চায় কাউকে কল দেই, দীর্ঘক্ষণ কথা কই। তারপর কন্টাক্ট লিস্ট ঘুরে ফিরে দেখি — লিস্টে তেমন কেউ নেই, যে আমায় শুনবে!        ...
18/09/2025

মন চায় কাউকে কল দেই, দীর্ঘক্ষণ কথা কই। তারপর কন্টাক্ট লিস্ট ঘুরে ফিরে দেখি — লিস্টে তেমন কেউ নেই, যে আমায় শুনবে!

17/09/2025

মধ্যাকর্ষণ বল সবকিছুকে নিচের দিকেই টানে🙆‍♀️

15/09/2025

একটা একটা করে সবটা ক্লিয়ার করবো শুধু একটু সময়ের অভাবে পারছিনা

গ্রাজুয়েট হয়ে যদি ব্যবহার হয় বস্তির জরিনার মত, তাহলে সেই গ্রাজুয়েট পকেটে ভরে রাখাই ভাল।অশিক্ষিত মায়েরাও রত্নগর্ভা হয়।তাই...
12/09/2025

গ্রাজুয়েট হয়ে যদি ব্যবহার হয় বস্তির জরিনার মত, তাহলে সেই গ্রাজুয়েট পকেটে ভরে রাখাই ভাল।
অশিক্ষিত মায়েরাও রত্নগর্ভা হয়।
তাই সংসার করতে গ্রাজুয়েট আর নন গ্রজুয়েট নয়।
সেই নারীকেই দরকার যে সংসারের শান্তি বজায় রাখতে পারে।
শিক্ষিত আর অশিক্ষিত এর মধ্যে অনেক পার্থক্য, একজন শিক্ষিত মেয়ে প্রায় সব কিছুই বুঝে কিন্তু অশিক্ষিত মেয়ে অনেক কিছু থেকেই পিছিয়ে থাকে, যারা অশিক্ষিত বা অল্প শিক্ষিত তাদের অসম্মান করছিনা যা বাস্তব তাই বলছি, তবে সংসার ব্যাপার টা অন্য রকম যা শিক্ষিত অশিক্ষিত উভয়েই ভালোও করতে পারে আবার খারাপও করতে পারে এটা একান্তই তাদের মন মানুষিকতা আর চিন্তা ধারার উপর নির্ভর করে
শিক্ষা আর সংসার দুইটাকে শরবত না বানিয়ে মানসম্মত মেয়ে দেখে বিয়ে করুন দেখবেন দিনশেষে আপনি সুখী।
অযথা শিক্ষিত অশিক্ষিত বলে চিল্লাবিল্লা করবেন না।
আমি এমন অনেক মেয়ে দেখছি যারা শিক্ষার অভাবে একটা সংসারে অবহেলিত হয়ে আসতেছে দিনের পর দিন।
আবার এমন অনেকই আছে যাদের মধ্যে শিক্ষার অভাব নেই কিন্তু সংসারের অভাব রয়েছে।

11/09/2025

চাকমাদের স্টাইলে রান্না নিয়া কতদিন পর ব্লগ আপলোড দিলাম🙂

পরেরবার যদি আমি কারোর কথায় স্পেশাল ফিল করি তাহলে আমি গাঁ*জা খাই🙂
08/09/2025

পরেরবার যদি আমি কারোর কথায় স্পেশাল ফিল করি তাহলে আমি গাঁ*জা খাই🙂

01/09/2025

কলেজে🥲

কিছু মানুষ আমার পেছনে এজন্যই পড়েছে যে জীবনে যত যাই হোক আমি আমার মুখের হাসিটা বিলীন হতে দিচ্ছি নামানে আমার জায়গায় অন্য কে...
26/08/2025

কিছু মানুষ আমার পেছনে এজন্যই পড়েছে যে জীবনে যত যাই হোক আমি আমার মুখের হাসিটা বিলীন হতে দিচ্ছি না
মানে আমার জায়গায় অন্য কেউ থাকলে এতদিনে শুধু ফেইসবুক কিংবা পাবলিক প্লেস থেকে নিজেকে সরাতো না বরং দুনিয়া থেকেই নিজেকে সরিয়ে নিতো 🙂
যারা আমার এসব এর জন্য দায়ী তারা নিজেরাই অবাক যে এতকিছুর পর ও কিভাবে এই মেয়েটা দাত বের করে হাসতে হাসতে দিন গুনে😏
আসলে সত্যি বলতে আমার হাতিয়ার আমার ওষুধ আমার সাপোর্ট সবকিছুর অপর নামই আমার মুখে থাকা এই হাসিটা🌸
একটা সময় ভাবতাম আমি কান্না করলেও কেন হাসির কিছু দেখে নিজেকে কন্টোল না করে হেসে ফেলি
জিনিসটা নিজেরি বিরক্ত লাগতো খুব বেশি
আজকে বুঝতে পারলাম যে হয়তো এতকিছুর পরেও বেঁচে আছি এটার জন্যই যে জীবনে যত যাই হোক আমি আমার হাসির মাধ্যমে সেটাকে তুড়িতে উড়িয়ে দিতে পারি
তোমরা যারা আমার হাসি নিয়ে কমপ্লিমেন্ট দাও আগে এগুলো আমার কাছে লেইম লাগতো
অথচ এখন আমি নিজেও বলবো আমার এই হাসি আসলেই লাক টাকার হাসি😉
যেটা চাইলেও এত সহজে থামাতে পারবেনা কেউ
একমাত্র আল্লাহ ছাড়া🌸

Address

Patenga

Alerts

Be the first to know and let us send you an email when Sompretty Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category