Bplus TV

Bplus TV We work for the society....

“দেশের ভবিষ্যৎ ছাত্রদের হাতেই, বাঁশখালীতে হেলথ কার্ড বিডি বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক কেন্দ্রীয় ছাত্র ...
29/06/2025

“দেশের ভবিষ্যৎ ছাত্রদের হাতেই,
বাঁশখালীতে হেলথ কার্ড বিডি বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা আশিক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুম থেকে ফেরত আসা সাহসী ছাত্রনেতা মফিজুর রহমান আশিক বলেছেন, আগামী দিনে দেশের ভবিষ্যৎ ছাত্রদের হাতেই,তারাই বাংলাদেশকে দুর্নীতি ও নিপীড়নমুক্ত একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করবে।
তিনি শনিবার (২৮ জুন) সন্ধ্যায় শীলকুপ হাজী সুলতান কমিউনিটি সেন্টারে হেলথ কার্ড বিডি বৃত্তি পরীক্ষা ২০২৪ এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থাপিত ছিলেন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম।
ছাত্রনেতা আশিক আরো বলেন,
বিএনপি ইতোমধ্যে শিক্ষার অগ্রগতির জন্য নানা ইতিবাচক পরিকল্পনা গ্রহণ করেছে এবং ছাত্রদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে,আমি বিশ্বাস করি, যদি আমরা শিক্ষার্থীদের মাঝে সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিতে পারি, তাহলে তারাই বাংলাদেশকে দুর্নীতি ও নিপীড়নমুক্ত একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করবে।”
তিনি জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় চাম্বল,জলদি এবং গুনাহগরীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্র-জনতার উপর গুলির নির্দেশ দিয়েছিলেন এবং গুলি করেছিল তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন,
“বাংলাদেশে আর কোনো অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, গুম, খুন সহ্য করা হবে না। জনগণের সহযোগিতায় এসব
শক্ত হাতে প্রতিরোধ করা হবে।”
তিনি বাঁশখালীর রাজনৈতিক অঙ্গীকারের কথা উল্লেখ করে বলেন, যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বাঁশখালী থেকে মনোনয়ন দেন, তবে আমি এই বৈচিত্র্যময় জনপদ বাঁশখালীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। বাঁশখালীর প্রতিটি মানুষ পাবেন স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং নিরাপত্তার নিশ্চয়তা। তিনি বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নই হবে আমার রাজনৈতিক জীবনের মূল অঙ্গীকার। গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি বদ্ধপরিকর।
বক্তব্য শেষে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,“এই ধরনের বৃত্তি পরীক্ষা ও সম্মাননা অনুষ্ঠান শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগায়। আমি আশা করি আগামী দিনে বাঁশখালী হবে জ্ঞান, নৈতিকতা ও উন্নয়নের রোল মডেল।

ছবির ক্যাপশন: বাঁশখালীতে হেলথ কার্ড বিডি বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ করছেন কেন্দ্রীয় সাবেক ছাত্র নেতা মফিজুর রহমান আশিক।

বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মুফিজুর রহমান আশিক এর...
12/06/2025

বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মুফিজুর রহমান আশিক এর নেতৃত্বে লিফলেট বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মুফিজুর রহমান আশিক এর নেতৃত্বে বুধবার (১১ জুন) বিকেলে বাঁশখালী চাম্বল এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ছাত্রনেতা আশিক বলেন, দীর্ঘ ১৪ বছরের স্বৈরাচারী শাসক যখন দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, বাংলাদেশকে গুম-খুন আর লুটের রাজ্যে পরিণত করেছিল তখন ২০২৩ সালের ১৩ জুলাইয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩১ দফা ঘোষণা করেন—যেখানে গণতন্ত্র ফিরে পাবে তার হারানো কণ্ঠ, আর নাগরিক অধিকার ফিরে পাবে সম্মান।

বিএনপির ৩১ দফা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক "মহাকাব্য" এই দফাগুলো শুধুই রাজনৈতিক ঘোষণা নয় বরং এটি এক জাতির আকাঙ্ক্ষার ভাষা। যেখানে আছে ন্যায়বিচারের কথা, প্রশাসনের জবাবদিহিতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, আর মানবাধিকারের প্রতি অঙ্গীকার। বিচার বিভাগ হবে স্বাধীন, নির্বাচন হবে স্বচ্ছ আর রাষ্ট্র হবে সবার জন্য সমান।

বক্তব্যে আরও বলেন, এ দফাগুলোতে আছে কৃষক, শ্রমিক, সংখ্যালঘু, নারী ও শিশুদের স্বপ্ন—যারা প্রান্তিক হয়েও রাষ্ট্রের প্রাণ। দুর্নীতির নাগপাশ ছিন্ন করে, এক ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার ডাক যেন প্রতিটি শব্দে বাজে।

এই ৩১ দফা কোনো দলীয় মঞ্চে বাঁধা নয়; এটি একটি জাতির সম্ভাবনার মানচিত্র। যদি সত্যিই বাস্তবায়ন হয় তবে এ দেশ আবার জেগে উঠবে—নতুন আলোয়, ন্যায়বোধে আর মানুষের ভালোবাসায়।

লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

14/04/2025
পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
14/01/2025

পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

23/12/2024

With La Artistico – I just got recognized as one of their top fans!

জাতিসংঘে বৈঠকের আগে ড. মুহাম্মদ ইউনূস ও প্রেসিডেন্ট জো বাইডেনের শুভেচ্ছা বিনিময়
25/09/2024

জাতিসংঘে বৈঠকের আগে ড. মুহাম্মদ ইউনূস ও প্রেসিডেন্ট জো বাইডেনের শুভেচ্ছা বিনিময়

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া হলো। ০১. কক্সবাজার সমুদ্র সৈকত০২. কলাতলী সী বিচ ০৩. লাভনী পয়েন্ট সী বিচ ০৪....
21/06/2024

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া হলো।
০১. কক্সবাজার সমুদ্র সৈকত
০২. কলাতলী সী বিচ
০৩. লাভনী পয়েন্ট সী বিচ
০৪. সুগন্ধা বিচ
০৪. ইনানী সী বিচ
০৫. হিমছড়ি ঝর্ণা ও পাহাড়
০৬. সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ
০৭. সমুদ্র বিলাস, সেন্ট মার্টিন
০৮. সেন্ট মার্টিন উত্তর বিচ
০৯. ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন
১০. সোনাদিয়া দ্বীপ, মহেশখালী
১১. শাহ পরীর দ্বীপ, টেকনাফ
১২. রামু রাবার বাগান,
১৩. রামু বৌদ্ধ মন্দির
১৪. রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, কক্সবাজার
১৫. নিভূতে নিসর্গ পার্ক, চকোরিয়া
১৬. ইনানী র‍য়েল রিসোর্ট
১৭. মাথিনের কূপ, টেকনাফ
১৮. র‍য়েল টিউলিপ সী পার্ল রিসোর্ট, ইনানী
১৯. মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার
২০. মারমেইড বিচ রিসোর্ট, কক্সবাজার
২১. শামলাপুর সমুদ্র সৈকত, টেকনাফ
২২. ডুলা হাজারা সাফারি পার্ক, চকোরিয়া
২৩. কুতুবদিয়া দ্বীপ, (বাতি ঘর)
২৪. দরিয়া নগর, কক্সবাজার
২৫. মাহাসিংদোগ্ৰী বৌদ্ধ মন্দির, কক্সবাজার
২৬. মৎস্য অবতরণ কেন্দ্র, কক্সবাজার
২৭. পাতাবাড়ী বৌদ্ধ বিহার, কক্সবাজার
২৮. বড়ঘোপ সমূদ্র সৈকত, কক্সবাজার
২৯. রাখাইন পাড়া, কক্সবাজার
৩০. মহেশখালী দ্বীপ / জেটি
৩১. বার্মিজ মার্কেট, কক্সবাজার
৩২. মাতামুহুরী নদী
৩৩. নাফ নদী সাইট
৩৪. এক গম্বুজ মসজিদ, কক্সবাজার
৩৫. কানা রাজার সুড়ঙ্গ, উখিয়া
৩৬. আদিনাথ মন্দির, মহেশখালী
৩৭. বরইতলী মৎস্য খামার, কক্সবাজার
৩৮. রাডার স্টেশন, কক্সবাজার
৩৯. বীর কামলা দীঘি, টেকনাফ
৪০. লামারপাড়া বৌদ্ধবিহার, কক্সবাজার
৪১. লবণ রপ্তানি বাজার, কক্সবাজার
৪২. কক্সবাজার রেলওয়ে স্টেশন, কক্সবাজার
৪৩ পাটুয়ার টেক বিচ, মেরিন ড্রাইভ
আপনার পেশা যাইহোক, ভ্রমণ হোক আপনার নেশা
সার্বিক সহযোগিতায়: Sayeed BD

Address

Patenga

Alerts

Be the first to know and let us send you an email when Bplus TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bplus TV:

Share