Rocky

Rocky Let's Live Life on our own terms

কান্না করতে চাইনি কান্না আপনা আপনি চলে আসছে 😭🥴
24/07/2025

কান্না করতে চাইনি কান্না আপনা আপনি চলে আসছে 😭🥴

জুনায়েদ আহমেদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।  এখন জেলখানায়!  চোখে পানি!  গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখ...
24/07/2025

জুনায়েদ আহমেদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।

এখন জেলখানায়! চোখে পানি!
গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

একটাই তো জীবন! কি নিদারুন অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কি ছিল না?
গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷

এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা,ক্ষমতায় আসবেন তাদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!!

এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই,আটক নেই।

এর আগে লূৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! কি প্রভাব! স্বরাষ্ট্র মন্ত্রী!
সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!

@ রাজনীতি বড়ই কুটিল খেলা!
©Copy Post

22/07/2025

BD Media 🤡👈🏼.. The Real joker

22/07/2025
ঘটনা ২০০৯ সালের।সুইডিশ এয়ার ফোর্সের কয়েকটি বিমান উত্তরাঞ্চলের একটি মুরগির খামারের মাত্র ৫০-১০০ মিটার ওপর দিয়ে উড়ে যায়। ত...
22/07/2025

ঘটনা ২০০৯ সালের।

সুইডিশ এয়ার ফোর্সের কয়েকটি বিমান উত্তরাঞ্চলের একটি মুরগির খামারের মাত্র ৫০-১০০ মিটার ওপর দিয়ে উড়ে যায়।

তীব্র শব্দে ভয় পেয়ে মা রা যায় ৩১টি মুরগি।

খামারি আসা কার্লসন এ নিয়ে অভিযোগ করলে বিমানবাহিনী তাকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়।

মুরগিগুলো আরও ৭ সপ্তাহ বাঁচত, আর প্রতি সপ্তাহে ১৪টি করে ডিম দিত- এমন হিসাব করে ঐ খামারিকে ৬১০০ ক্রোনার বা ৭৭৫ ডলার ক্ষতিপূরণ দেয় সুইডিশ এয়ার ফোর্স।

সূত্র:
The Local Se
08-06-2009

Credit: Enayet Chowdhury

22/07/2025

Dirty Politics 🤡💩💩

Address

Patenga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rocky posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rocky:

Share