16/08/2025
তাওহীদুল উম্মাহ মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের ১ম ও ২য় শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মাদ্রাসার শিক্ষাগত অগ্রগতি, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাওহীদুল উম্মাহ মাদ্রাসার মাননীয় প্রিন্সিপাল ও এস. এ. ফ্যামিলি লিঃ এর সচিব জনাব মোঃ আরিফুল ইসলাম। মাননীয় প্রিন্সিপাল মহোদয় তাঁর বক্তব্যে বলেন, "শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় সর্বোচ্চ দক্ষ করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য, প্রতিষ্ঠানের প্রতিটি নিয়ম-শৃঙ্খলা আমাদের শিক্ষার্থীদের কল্যাণ ও উন্নতির জন্যই তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের যে কোন বিষয়ে সরাসরি যোগাযোগ করার বিনীত অনুরোধ করছি।"
এতে আরো উপস্থিত ছিলেন তাওহীদুল উম্মাহ মাদ্রাসার মাননীয় ভাইস প্রিন্সিপাল জনাব মুহাম্মদ নুর উদ্দিন।ভাইস প্রিন্সিপাল মহোদয় তাঁর বক্তব্যে বলেন, "অভিভাবকদের সহযোগিতা ও পরামর্শ আমাদের শিক্ষার্থীদের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অভিভাবকদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনাদের যে কোন পরামর্শ, অভিযোগ ও মতামত কোন মাধ্যম ছাড়া সরাসরি আমাকে নির্দ্বিধায় বলবেন, আমরা আপনাদের পরামর্শ ও মতামতকে সর্বদা প্রাধান্য দিতে বাধ্য।"
সমাবেশে অভিভাবকদের পক্ষ হতে বিভিন্ন বিষয়ে মতামত, গুরুত্বপূর্ণ পরামর্শ ও প্রস্তাবনা গ্রহণ করা হয়।
একাডেমিক বিভাগের কো-অর্ডিনেটর মোঃ সোলাইমান সালমান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শ্রেণী শিক্ষক জনাব মাওলানা মোঃ ইকবাল।
Tawhidul Ummah Madrasah