02/02/2024
স র স্ব তী পু জো ২ ০ ২ ৪ ইং
হেরে যাচ্ছি বারবার বিবেকের কাছে, সমাজের কাছে। ক্ষমতার কালো হাত সত্যতার মস্তককে দুমড়ে মুচড়ে দিচ্ছে কালের পর কাল। সততার শক্তি কি শুধুই কাঁদায়? সত্যের মুখ দাপটের সুতো দিয়ে সেলাই করা হচ্ছে বারংবার। নীতি লংঘনের দায়ভার কি কেবলই হতভাগাদের? ভূমিতে দস্যুর আক্রমণ ঠেকাতে নরকবাসী হচ্ছে মর্ত্যের আসল দাবীদার।আর কতকাল বঞ্চিত হতে হবে ন্যায়বিচার থেকে? সুদিন আসবে সচেতনতায়। সত্যমিথ্যার ভ্রম যেন সুবিচারের চোখে পট্টি বাঁধতে অক্ষম হয়। সত্যের কাঠগড়ায় দাঁড়িয়ে ক্ষমতার মিথ্যা অভিঘাতে যেন না আসে
"বিভ্রান্তি"
প্রতিমাঃ কার্তিক পাল
সৃজনেঃ সপ্তশ্লোকী সদস্যবৃন্দ
কথা ও কন্ঠেঃ সূচী দেব ও ভান্ডারী আরিফ
আয়োজনেঃ সপ্তশ্লোকী
পুজাঙ্গনঃ অজিত চক্রবর্তী বিল্ডিং, বি-নাগ লেন, গোসাইলডাঙ্গা, চট্টগ্রাম
#ষষ্ঠ_বর্ষে_সপ্তশ্লোকী
#সরস্বতীপুজো২০২৪