সড়ক আইন সংস্কার চাই

সড়ক আইন সংস্কার চাই community , news sharing , Blog

09/09/2025
এটাই যদি হয় স্বৈরাচার-মুক্ত বাংলাদেশের বাস্তবতা, তবে মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব নেবে কে? পরিবহনের বিরুদ্ধে ব্যবস্...
25/08/2025

এটাই যদি হয় স্বৈরাচার-মুক্ত বাংলাদেশের বাস্তবতা, তবে মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব নেবে কে? পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই তারা ধর্মঘট ডাকে—ফলে সরকার পিছিয়ে যায়। আর মানুষ প্রতিদিন রক্ত দিয়ে মূল্য দিচ্ছে সড়কে!

21/08/2025

*নিশ্চয়ই এ আধার একদিন কেটে যাবে*

সড়কে পুত্রহত্যার বিচার চেয়ে প্রশাসনসহ বিভিন্ন মহলের দ্বারে দ্বারে ঘুরছেন রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের উচ্চমাধ্যমিক শ্রেণির মেধাবী শিক্ষার্থী আদনান তাসিনের বাবা, সামরিক-স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের রাজপথের সাহসী যোদ্ধা, প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেতা আহসান উল্লাহ ভুঁইয়া টুটুল। গত ১১ ফেব্রুয়ারি উত্তরায় জনবহুল সড়কের ওপর বাসচাপা দিয়ে হত্যা করা হয় আদনান তাসিনকে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হলেও আজ পর্যন্ত ঘাতক বাসের চালক ও তার সহকারিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বাসের মালিককেও আনা হয়নি আইনের আওতায়। পুত্রশোকে তাসিনের পাগলপ্রায় মা এখন কার্যত শয্যাশায়ী।

*অন্যদিকে ঘাতক বাসটির মালিক, চালক ও, চালকের সহকারি বীর দর্পেই দাপিয়ে বেড়াচ্ছেন সর্বত্র। প্রচলিত আইন তাদের টিকিটিও স্পর্শ করতে পারেনি।

**আর তাসিনের বাবা পৃথিবীর সব চেয়ে বড় বোঝা 'বাবার কাধে সন্তানের লাশ' নিয়ে এখনও বিচারের দাবিতে সোচ্চার ভূমিকা পালন করে চলেছেন।

***আসুন, আমরা পুত্রহারা আহসান উল্লাহ টুটুলের পাশে দাঁড়াই, তাসিন হত্যার ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হই। সড়কে মৃত্যুর মিছিল থামাতে সারা দেশে গড়ে তুলি সড়ক দুর্ঘটনাবিরোধী জাতীয় জাগরণ। ****নিশ্চয়ই এ আধার একদিন কেটে যাবে, পূবের আকাশে উদিত হবে তিমিরবিদারী দিবাকর; আমাদের সড়ক হবে নিরাপদ ও জনবান্ধব।

**তাসিন, তোমার জন্য দু'ফোটা চোখের জল। ওপারে ভালো থেকো।

16/08/2025
এই ভিডিও তাদের জন্য , ব্যাটারি চালিত রিক্সায় যারা বেশি চলাচল করেন
16/08/2025

এই ভিডিও তাদের জন্য , ব্যাটারি চালিত রিক্সায় যারা বেশি চলাচল করেন

ব্যাটারি চালিত রিকশা: আইনহীন এক জাতীয় পরিবহন?লাইসেন্স নেই, ট্যাক্স নেই—বেপরোয়া ব্যাটারি রিকশার দৌরাত্ম্য!এরা গ....

আজ ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি ও বিসিএস পরীক্ষা রয়েছে। অথচ 🦏 রাজধানী ঢাকায় আজ রোববার জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এব...
03/08/2025

আজ ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি ও বিসিএস পরীক্ষা রয়েছে। অথচ 🦏

রাজধানী ঢাকায় আজ রোববার জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এবং বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের সমাবেশ। এনসিপির সমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আর ছাত্রদলের সমাবেশ হবে শাহবাগে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান চলমান।

ঢাকায় আজ রোববার জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সমাবেশ।

🚨 জীবনের নিরাপত্তা হুমকির মুখে১. পুরোনো বাস-ট্রাক চলাচল মানেই বাড়তি ঝুঁকি  ২০–২৫ বছরের পুরোনো যানবাহন যান্ত্রিকভাবে দুর...
02/08/2025

🚨 জীবনের নিরাপত্তা হুমকির মুখে

১. পুরোনো বাস-ট্রাক চলাচল মানেই বাড়তি ঝুঁকি

২০–২৫ বছরের পুরোনো যানবাহন যান্ত্রিকভাবে দুর্বল ও দুর্ঘটনার জন্য অধিক ঝুঁকিপূর্ণ।

সড়কে এসব যান চললে ব্রেক ফেল, স্টিয়ারিং জ্যাম, বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটার আশঙ্কা থাকে।

সরকারি হিসাবে, বাংলাদেশের সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ হল অনুপযুক্ত ও মেয়াদোত্তীর্ণ যানবাহন।

২. চাপে আইন প্রয়োগ ব্যাহত

মালিক-শ্রমিক নেতাদের চাপ এবং ধর্মঘটের হুমকির মুখে সরকার ও বিআরটিএ পুরোদমে আইন প্রয়োগ করতে পারছে না।

এর ফলে সড়ক পরিবহন আইন ২০১৮ কাগজে-কলমেই থেকে যাচ্ছে — যা জনসাধারণের জন্য একটি বড় নিরাপত্তা হুমকি।

❌ নিরাপদ সড়ক আন্দোলনের ব্যর্থতা

১. আন্দোলনের মূল লক্ষ্য ছিল:

লাইসেন্সবিহীন চালকদের প্রতিরোধ,

ফিটনেসবিহীন গাড়ি তুলে দেওয়া,

ট্রাফিক আইন প্রয়োগে কঠোরতা।

👉 কিন্তু এখন দেখা যাচ্ছে:

পুরোনো গাড়ি উচ্ছেদের উদ্যোগ বারবার বাধাগ্রস্ত হচ্ছে।

ট্রাফিক আইন শিথিল করার জন্য রাজনৈতিকভাবে প্রভাবিত নেতারা সরকারকে চাপ দিচ্ছেন।

সেই আন্দোলনের অধিকাংশ নেতৃত্ব (বিশেষ করে শিক্ষার্থীরা) এখন নিষ্ক্রিয় বা গৌণ অবস্থায় চলে গেছে।

২. রাষ্ট্রীয় সদিচ্ছার অভাব

যেখানে আইন প্রয়োগ করতে গেলে সরকারই নতজানু হয় রাজনৈতিক চাপের কাছে, সেখানে সামাজিক আন্দোলনের অর্জন টিকিয়ে রাখা কঠিন। #জুলাইআন্দোলন #জুলাই৪৬ #জুলাইবিপ্লব

পুরোনো লক্কড়ঝক্কড় বাস ও ট্রাক সড়ক থেকে উচ্ছেদে আবারও বাধা হয়ে দাঁড়ালেন সড়ক পরিবহন খাতের মালিক-শ্রমিকনেতারা।

পুরোনো লক্কড়ঝক্কড় বাস ও ট্রাক সড়ক থেকে উচ্ছেদে আবারও বাধা হয়ে দাঁড়ালেন সড়ক পরিবহন খাতের মালিক-শ্রমিকনেতারা। পাশাপা...
31/07/2025

পুরোনো লক্কড়ঝক্কড় বাস ও ট্রাক সড়ক থেকে উচ্ছেদে আবারও বাধা হয়ে দাঁড়ালেন সড়ক পরিবহন খাতের মালিক-শ্রমিকনেতারা। পাশাপাশি তাঁরা সড়ক পরিবহন আইনের সাজা শিথিল করার জন্যও চাপ দিচ্ছেন। দাবি না মানলে ধর্মঘটের মাধ্যমে পরিবহন খাত অচল করে দেওয়ারও হুমকি দিয়েছেন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা।

এর আগে আওয়ামী লীগের বিগত সাড়ে ১৫ বছরের শাসনামলে পুরোনো বাস-ট্রাক উচ্ছেদের উদ্যোগ আটকে দেন তৎকালীন সরকার সমর্থক পরিবহন নেতারা। সে সময় ধর্মঘটসহ নানা আন্দোলনের মাধ্যমে সড়ক পরিবহন আইনের পূর্ণাঙ্গ প্রয়োগও ঝুলিয়ে দেন তাঁরা। অন্তর্বর্তী সরকারের আমলেও একই পথে হাঁটছেন পরিবহন নেতারা। আওয়ামী লীগ সরকারের আমলে পরিবহন খাতের যাঁরা নেতৃত্বে ছিলেন, তাঁরা কারাগারে কিংবা আত্মগোপনে। এখন নেতৃত্বে আছেন বিএনপিপন্থী পরিবহন নেতারা।

পুরোনো লক্কড়ঝক্কড় বাস ও ট্রাক সড়ক থেকে উচ্ছেদে আবারও বাধা হয়ে দাঁড়ালেন সড়ক পরিবহন খাতের মালিক-শ্রমিকনেতারা।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when সড়ক আইন সংস্কার চাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

সাহস২৪.কম

আসুন সমসাময়িক ঘটনা নিয়ে আলচনা করি , সংবাদ শেয়ার করি , আড্ডা মারি , গল্প করি ,