অহর্নিশ ভালোলাগা

অহর্নিশ ভালোলাগা This Page brings so many entertaining and authentic.. refreshing quotes, jokes, memes, news and vi

A Winning Smile..... ❤️Tribute Freedom Fighters of 1971 🇧🇩
19/12/2024

A Winning Smile..... ❤️
Tribute Freedom Fighters of 1971 🇧🇩

"Don't burn your opportunities for a temporary comfort."
12/12/2024

"Don't burn your opportunities for a temporary comfort."

১: তুমি যাকেই বিয়ে করো না কেন,. তার খুঁত থাকবেই।  দাম্পত্যসাথীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে, তার যোগ্যতাকে তুমি দেখতে পাবে ...
22/09/2024

১: তুমি যাকেই বিয়ে করো না কেন,. তার খুঁত থাকবেই। দাম্পত্যসাথীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে, তার যোগ্যতাকে তুমি দেখতে পাবে না .কোনোদিনই।

তোমার এই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়.।

০২.
প্রত্যেক মানুষেরই অতীত-গল্প আছে.। ভালোমন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস। দাম্পত্যসাথীর অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করলে, দাম্পত্যের. বর্তমানকে হারিয়ে ফেলবে তুমি.।

তোমার এই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়.।

০৩.
প্রত্যেক দাম্পত্যই বিভিন্ন সমস্যার মুখোমুখি হবে রোজই। দাম্পত্য ফুলবাগানও নয়, .যুদ্ধক্ষেত্রও নয়। ল্যভ-ম্যারেজ বা সেটল্ড, যে-প্রক্রিয়াতেই সংসারটি তৈরি হোক না কেন, নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই। প্রক্রিয়ার দোষ নয় এটি, দাম্পত্যজীবনই এরকম.। এই সমস্যাগুলোকে দু'জনে মিলে সমাধানে এগিয়ে যাওয়াটাই দাম্পত্যপ্রেম। দাম্পত্য-সমস্যায় পরস্পরকে দোষারোপ দাম্পত্যের অপমান.।

দাম্পত্য-সমস্যায় সংসারসাথীকে দোষারোপ করার বদভ্যাস থাকলে, সংসার তোমার জন্য নয়.।

০৪.
প্রত্যেক দাম্পত্যই আলাদা.। নিজের সংসারের সাথে অন্য সংসারের তুলনা কোরো না.। কোনো সংসারই ব্যর্থ নয়, প্রত্যেক সংসারই নিজের যোগ্যতার নিরিখে সফল। অন্যের সংসারের জৌলুসকে সুখ ভেবে নিয়ে, নিজের সংসারকে অসুখের আখড়ায় পরিণত কোরো না.।

পরিশ্রমহীন এই পরশ্রীকাতরতার বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়.।

০৫.
সংসার করার সিদ্ধান্ত নেওয়ার অর্থ হলো.─ তুমি তোমার জীবন থেকে সংসার-বিরুদ্ধ ভাবনা ও অভ্যাসগুলি চিরতরে বর্জন করার. সিদ্ধান্ত নিচ্ছ। উল্লিখিত সংসার-বিরুদ্ধ অভ্যাসগুলি─.
ক. মূর্খতা,.
খ. উচ্ছৃঙ্খলতা,.
গ. শৃঙ্খলাহীনতা,.
ঘ. পরচর্চা,.
ঙ. পরশ্রীকাতরতা,.
চ. তৃতীয় পক্ষের কথায় বিশ্বাস,.
ছ. আলস্য,.
জ. অশ্রদ্ধা,.
ঝ. প্রেমহীনতা,.
ঞ. ভাষার বাজে ব্যবহার,.
ট. বিশ্বাসের সাথে প্রতারণা,.
ঠ. পারস্পরিক আলাপে অনীহা।.

উল্লিখিত বদভ্যাসগুলো পরিত্যাগ করতে না-পারলে, সংসার তোমার জন্য নয়.।

০৬.
নিখুঁত দাম্পত্যজীবন বলে কিছু নেই.। রেডিমেড সংসার বলে কিছু নেই। শর্টকাট দাম্পত্যসুখ বলে কিছু নেই.। সংসার অর্থ─ দু'টি মানুষের একইমাত্রার পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, প্রেম, এবং উভয়ের সর্বোচ্চ শ্রমের সমষ্টি। দাম্পত্যজীবন হলো সেই .চারাটি, যাকে নিয়মিত পরিচর্যা করলে একটি মহীরুহে পরিণত হবে একসময়; পরিচর্যা না-করলে, ধুঁকতে-ধুঁকতে, .দ্রুতই মরে যাবে।

তুমি যদি পরিচর্যার মানসিকতাহীন একজন খামখেয়ালি ব্যক্তি হয়ে থাকো,. সংসার তোমার জন্য নয়।

০৭.
সংসার ও আর্থিক সক্ষমতা পরস্পরের .পরিপূরক। সংসার রক্ষা করার জন্য, সংসার শুরু করার আগেই তোমাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে। উপার্জন ছাড়া সংসার করার ভাবনাটিই তামাশা।. এ অপরাধ। আর, উপার্জনের ব্যবস্থা নিশ্চিত থাকলে, তবে, সংসার শুরু করার আগে, কখনোই উদ্বিগ্ন হয়ো না─ .এই উপার্জনে সংসার আমি রক্ষা করতে পারবো কিনা! নিজের যোগ্যতার চেয়ে বেশি যোগ্য, নিজের .অবস্থানের চেয়ে বেশি উচ্চ অবস্থানের, কারও সাথে দাম্পত্য করতে যেয়ো না; কাছাকাছি সামাজিক অবস্থানের ও মানসিকতার দু'জন মানুষের দাম্পত্যে .আর্থিক চাহিদা সমস্যা ঘটায় না। সংসার মানেই আর্থিক বিবেচনা, এবং সংসার মানেই ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ.।

এই ঝুঁকি নেওয়ার সাহস না-থাকলে, .সংসার তোমার জন্য নয়।

০৮.
প্রেমভালোবাসাহীন সংসার একটি. অভ্যাসমাত্র। এই অভ্যাস একসময় পরিণত হয় দাসত্ব. ও মালিকানায়। এই পরিস্থিতির নামই─ চুক্তি। এই চুক্তির, বাজারে পরিণত হতে বেশি সময় লাগে না। বাজারেই থাকে গণিকালয়। অর্থাৎ, প্রেমভালোবাসাহীন. সংসার চুক্তিভিত্তিক গণিকাবৃত্তি মাত্র। এসব সংসারে, ডিভোর্স না-হওয়া মানে এই নয় যে─ এরা সুখী; .কারণ─ ডিভোর্স সবসময় কাগজেকলমে হয় না, ডিভোর্স মূলত আরম্ভ হয় মনে, এবং চিরকাল মনের ভিতরেই এই ডিভোর্স ঘৃণার সাথে রয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রেই.।

তুমি যদি প্রেমহীন হয়ে থাকো, .সংসার তোমার জন্য নয়।

০৯.
সংসার আরম্ভ করার আগেই,. অতীতের তৃতীয় কারও প্রেমকে, বান্ধবকে, হারানো প্রেমস্মৃতিকে, চিরতরে অতীতেই ফেলে আসতে হবে। বর্তমান দাম্পত্যসাথীর সাথে প্রতারণার আরেক নাম─ .প্রাক্তন প্রেমসাথীকে মনের ভিতরে জিইয়ে রাখা।

এ বদভ্যাস পরিত্যাগ করতে না-.পারলে, সংসার তোমার জন্য নয়।

১০.
সংসার করো। সংসারই পরিপূর্ণতা.। কিন্তু, সংসার তখনই কোরো, যখন তুমি সংসার করার যোগ্য হয়ে উঠবে। অন্যথায়, আরেকটি .মানুষের সুন্দর জীবনটিকে নষ্ট করে দিয়ো না।
মানুষকে ভালোবাসো, সংসার না-.করে হলে ওল.

সংসার।

04/04/2024

কোন কথা যদি কোনো নারীকে বোঝাতে ২ মিনিট লাগে তাহলে বুঝবেন তিনি আপনার মা।

কথাটা কোন নারীকে ১০ মিনিট ধরর বোঝাতে হলে বুঝবেন তিনি আপনার বোন।

কথা বোঝাতে যদি ১ ঘন্টা সময় লাগে তাহলে তিনি আপনার কন্যা।

আর সেই কথাটা ঘণ্টার পর ঘণ্টার ধরে বোঝানোর পরও তিনি না বুঝলে বুঝবেন সেই মহিলা বয়রা। কানেই শোনেন না।

নাহ আপনারা কেনো বউকে সবখানে টেনে নামিয়ে আনেন? বউ মানেই সব বোঝে। বলার আগেই বুঝে ফেলে।

রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলার রাখার প্রজ্ঞাপন স্থগিত করেছে হাইকোর্ট । ইনশাআল্লাহ এই রায়ের মাধ্যমে বন্ধ থাকব...
10/03/2024

রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলার রাখার প্রজ্ঞাপন স্থগিত করেছে হাইকোর্ট ।
ইনশাআল্লাহ এই রায়ের মাধ্যমে বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল গুলো।

প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে রোজা রাখার অনুশীলন তৈরি হোক ও অন্যান্য সকল শিক্ষার্থীদেরকে মহান আল্লাহ, সুন্দর ও সাবলীলভাবে রোজার রাখার তৌফিক দান করুন।

আমিন।

03/01/2024

আস্তে আস্তে পড়তে থাকেন

১.সুবাহানআল্লাহ
২.আলহামদুলিল্লাহ
৩.লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
৪.আল্লাহু আকবর
৫.আস্তাগফিরুল্লাহ
৬. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
৭. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
৮. আল্লাহুমাগফিরলি
৯. আল্লাহুম্মা আজিরনি মিনান্নার
১০. ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আসতাগিস
১১.জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু
১২. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া
১৩. আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম
১৪.লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন
১৫. ইয়া হালালাল মুশকিলাত
১৬.আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল
১৭.ইয়া আরহামার রাহিমীন
১৮.ইয়্যা কানাহ'বুদু ওয়া ইয়্যা কানাসতাঈন
১৯. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ তিমাহ
২০. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক
২১. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযু বিকা মিনান্নার
২২.আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াস সাদাত আস সাবুর
২৩. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ
২৪. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির
২৫. ওয়াল্লাজিনা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আই নিউ ওয়াজ আলনা লিল মুত্তাকীনা ইমামা
২৬.ইয়া ওয়াদুদু
২৭. রাব্বি হাবলি মিনাস সলিহিন
২৮.ইন্নামা আশকু বাছহি অ হুজনি ইলাল্লাহ
২৯. ইন্নাল্লাহা মাআ সবেরীন
৩০.হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল
৩১. ইয়া রাব্বিগ ফিরলি
৩২.আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম

পড়া শেষে সবাই আলহামদুলিল্লাহ লিখবেন।

31/12/2023
রামপুরা থেকে উত্তরা পথটা বেশ লম্বা না হলেও ট্রাফিক জ্যামের দূরভোগে বেশ লম্বা একটা সময় বাসে বসে কাটাতে হয়… বলে রাখা ভাল...
09/12/2023

রামপুরা থেকে উত্তরা পথটা বেশ লম্বা না হলেও ট্রাফিক জ্যামের দূরভোগে বেশ লম্বা একটা সময় বাসে বসে কাটাতে হয়… বলে রাখা ভালো আমার অফিস উত্তরায়,তাই প্রতিদিনকার যাতায়াতে জ্যামটা অভ্যাস হয়ে গেছে…. কতোশত মানুষ দেখা হয় প্রতিদিন, আবার ভুলে যাই..... কিন্তু কিছু মানুষ অজান্তে জায়গা করে নেয় মনে..... এই মহিলাটি তাদেরই একজন…. জন্মান্ধ….. অথচ ষষ্ঠ ইন্দ্রি়য় এতো বেশী প্রখর যে কোন সুস্থ বা পরিপূর্ণ মানুষ হার মেনে যাবে... বাসে ঠিক পাশের সিটে বসে ছিলেন…. যেচেই কথা বললাম.. জানলাম অন্ধ হলেও শুধুমাত্র রুটি বানানো ছাড়া আার সব কাজই সে করতে পারে আর দশটা সাধারণ মানুষের মতো... সন্তানদের শিক্ষিত করার অদম্য ইচ্ছে বুকে ধারণ করে একটা দীর্ঘশাস বেরিয়ে আসে... জীবনে অন্তত একটিবার দৃষ্টি শক্তি পাওয়ার আশায়..প্রিয় সন্তানের মুখটা একটিবার দেখবে বলে...
আপ্লুত হয়ে জিজ্ঞেস করছিলো ``আপা আপনি তো দেখতে পান,বলেন না আমার মেয়ে টা কেমন দেখতে?``
ধরে আসা গলা টা বহু কষ্টে সামলে নিয়ে বললাম ``আপনার মেয়ে টা ঠিক পরীর মতো দে......``` কথাটা শেষ করতে পারিনি..বাকী শব্দ গুলো ততোক্ষনে বাষ্প হয়ে চোখ ভিজিয়ে দিয়ে গেলো....

By Farhana Fara

Address

Patenga

Website

Alerts

Be the first to know and let us send you an email when অহর্নিশ ভালোলাগা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category