Trivubon Travel - ত্রিভুবন ট্রাভেল

Trivubon Travel - ত্রিভুবন ট্রাভেল You need peace? Don't Worry! Come on and Join With Us ❤️

কেমন আছেন সবাই??? বর্ষাকালে ঝর্ণা ট্যুর হবে নাকি???
29/06/2025

কেমন আছেন সবাই???

বর্ষাকালে ঝর্ণা ট্যুর হবে নাকি???

11/02/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Ship-breaking yard, Chittagong 🇧🇩
11/02/2025

Ship-breaking yard, Chittagong 🇧🇩

11/02/2025

Angelo was so happy, when he got the Fire Paan!!🌿🌿
🇪🇦🇧🇩

কাপ্তাই ক্যাম্পিং 🏕️শীতকাল মানেই ক্যাম্পিং এর অন্যরকম এক আনন্দ 😊। শুরু হয়ে গিয়েছে আমাদের ক্যাম্পিং ট্যুরের বুকিং। ২৮ নভে...
22/11/2024

কাপ্তাই ক্যাম্পিং 🏕️

শীতকাল মানেই ক্যাম্পিং এর অন্যরকম এক আনন্দ 😊। শুরু হয়ে গিয়েছে আমাদের ক্যাম্পিং ট্যুরের বুকিং। ২৮ নভেম্বর যাচ্ছি সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং করতে। আমাদের আর মাত্র কিছু আসন খালি আছে। আবার ৫ ডিসেম্বর যাবো মিরিঞ্জা ভ্যালিতে ক্যাম্পিং করতে।

আমাদের সাথে যারা যেতে চান তাড়াতাড়ি বুকিং করে ফেলুন
যোগাযোগ : 01617385003

আপনাদের জন্য একটা সুখবর 😊TRIVUBON TRAVEL এর সাথে কাজ করতে আগ্রহী কেউ থাকলে, ইনবক্স করুন। ছেলে মেয়ে উভয় কাজ করতে পারবেন আ...
19/11/2024

আপনাদের জন্য একটা সুখবর 😊

TRIVUBON TRAVEL এর সাথে কাজ করতে আগ্রহী কেউ থাকলে, ইনবক্স করুন। ছেলে মেয়ে উভয় কাজ করতে পারবেন আমাদের সাথে।

যোগাযোগ: +8801601206439

মিরিঞ্জা ভ্যালি... 😊এখন থেকে আমাদের রেগুলার ইভেন্ট থাকবে মিরিঞ্জা ভ্যালিতে। এই মাসের শেষে আমরা যাচ্ছি, সোনাদিয়া দ্বীপে ক...
17/11/2024

মিরিঞ্জা ভ্যালি... 😊

এখন থেকে আমাদের রেগুলার ইভেন্ট থাকবে মিরিঞ্জা ভ্যালিতে।

এই মাসের শেষে আমরা যাচ্ছি, সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং করতে 🏕️

😍এটি ত্রিভুবন ট্রাভেলের অফিসিয়াল ট্যুর 😍🌿সোনাদিয়া দ্বীপ পর্যটন জেলা কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের একটি ...
16/11/2024

😍এটি ত্রিভুবন ট্রাভেলের অফিসিয়াল ট্যুর 😍

🌿সোনাদিয়া দ্বীপ পর্যটন জেলা কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের একটি ওয়ার্ড । কক্সবাজার শহর থেকে এই দ্বীপের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। যারা নিরিবিলি সমুদ্র সৈকত/দ্বীপ পছন্দ করেন তাদের জন্য আদর্শ স্থান হচ্ছে সোনাদিয়া দ্বীপ। বাংলাদেশের অন্য সব দ্বীপের তুলনায় এই দ্বীপ একেবারেই শান্ত। নেই সেন্ট মার্টিন, কুতুবদিয়া, সন্দ্বীপ, মহেশখালী দ্বীপের মতো মানুষের ভীড়।

প্রথম দিন সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং এবং দ্বিতীয় দিনে সোনাদিয়া দ্বীপ থেকে মহেশখালী দ্বীপ ঘুরে সন্ধ্যা বেলা কাটিয়ে বিকালের বাসে চট্টগ্রামে উদ্দেশ্য রওনা।

বিস্তারিতঃ
★ ইনশাআল্লাহ ২৮ নভেম্বর রাতে ঢাকা থেকে রওনা এবং চট্টগ্রাম থেকে রওনা হওয়ার তারিখ ২৯ নভেম্বর রাত ১ টা।
ফিরবো ০১ ডিসেম্বর সকালে ঢাকা এবং ৩০ নভেম্বর রাতে চট্টগ্রাম
★মোট এক রাত ২ দিনের ট্যুর।
★ এক রাত সোনাদিয়া দ্বীপে থাকা হবে ক্যাম্পিং।

আমরা যা যা ঘুরবো...
✴ কক্সবাজার
✴সোনাদিয়া দ্বীপ৷

# ইভেন্টে_যা_যা_অন্তর্ভুক্তঃ
★চট্টগ্রাম টু কক্সবাজার ও সোনাদিয়া দ্বীপ আসা যাওয়ার সকল লোকাল পরিবহন খরচ৷
★ খাবার খরচ।

#ইভেন্ট_ফীঃ
চট্টগ্রাম থেকে ২৯৯৯ টাকা।
ঢাকা থেকে ৪৫০০ টাকা।

মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আসন কনফার্ম করার জন্য আপনাকে 💰২০০০+৪০(বিকাশ চার্জ) =২০৪০/- টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে (অফেরতযোগ্য)।
টাকা পাঠানোর বিকাশ নম্বর:
নজরুল ইসলাম মুরাদঃ+8801832206439
ফয়সালঃ 01617385003
(বিকাশে টাকা পাঠানোর পর কল দিয়ে কনফার্ম করবেন।)

প্রাকৃতিক পরিবেশ অথবা কোনো পরিস্থিতিতে বাধাগ্রস্ত হলে তখন ট্যুর হোস্ট যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে। তা অবশ্যই সকলের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

⚠️কনফার্ম করার শেষ সময়ঃ ২৪ নভেম্বর

***পরিশিষ্টঃ দেশটা আমার, আপনার, সবার!এই দেশের সৌন্দর্য রক্ষা করার দায়িত্বও আমাদের। অনুগ্রহ করে পানির বোতল, বিস্কুট, কেক এর প্যাকেট এবং অন্যান্য আবর্জনা দিয়ে পরিবেশ নষ্ট করবেন না ।

😍 ত্রিভুবন ট্রাভেলের অফিসিয়াল ইভেন্ট 😍❤️ কির্সতং তং হচ্ছে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া। যার উচ্চতা প্রায় ২৯০০+- ফিট। এট...
18/09/2024

😍 ত্রিভুবন ট্রাভেলের অফিসিয়াল ইভেন্ট 😍

❤️ কির্সতং তং হচ্ছে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া। যার উচ্চতা প্রায় ২৯০০+- ফিট। এটিকে আমাদের দেশের মোস্ট প্রমিনেন্স পিক ও বলা হয় এর গঠন এর কারনে। এই পাহাড়ের নামকরন হয়েছে কিরসা নামক এক ধরনের ছোট পাখি থেকে। এই পাহাড়ে এখনো রয়েছে শতবর্ষী বিশাল বিশাল গাছ এবং রয়েছে ঘন জঙ্গল যেখানে সূর্যের আলো পৌছাতে ও বেগ পেতে হয়।
❤️রুংরাং এর নামকরন হয়েছে ধনেশ পাখি থেকে। একসময় এইখানে অনেক ধনেশ পাখি দেখা গেলে ও কালের পরিক্রমায় তা এখন বিলুপ্ত প্রায়। এই পাখির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বড় বড় ঠোট। রুংরাং তং এর উচ্চতা প্রায় ২৭০০+- ফিট
❤️ দ্যা ওয়াইল্ড সাইংপ্রা... এই ঝর্নায় যাওয়ার রাস্তা খুবই এডভেঞ্চারাস। যারা থ্রিলিং ট্রেইল পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন।

⭕প্রয়োজনীয় তথ্যঃ
ট্যুর ব্যাপ্তিঃ ৪ দিন ৩ রাত
ভ্রমণ শুরুঃ ২৬ সেপ্টেম্বর বৃ্‌হস্পতিবার রাত ৯ টা সায়দাবাদ, ঢাকা থেকে।
চট্টগ্রাম থেকে ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৫ টাই।
ভ্রমণ শেষঃ ২৩ আগস্ট সকাল ৬ টা সায়দাবাদ,ঢাকা।
১২ আগস্ট রাত ১১টা চট্টগ্রাম।

🔴যা যা দেখবঃ
========
❤️কির্সতং
❤️ রুংরাং
❤️ সাইংপ্রা - ১,২,৩
❤️ শামুক ঝিরি।ঝর্না
❤️ হ্যামক ঝিরি/ঝর্না

💥 কনফার্মেশন ডেড লাইনঃ ২৫ সেপ্টেম্বর ।

🌿সম্ভাব্য ট্রেইল + ট্যুরপ্ল্যানঃ
⭕০০ম দিনঃ ঢাকা চট্টগ্রাম থেকে রাতের বাসে আলিকদম রওয়ানা
⭕০১ দিনঃ আলিকদম নেমে নাস্তা করে বোটে বা বাইকে করে (দুসরি অথবা ২১ কিলো) থেকে ট্রেকিং করে থানকোয়াইন ঝর্ণা দেখে মেনিয়াং পাড়ায় যাবো । রাতে রান্না বান্না করে খেয়েদেয়ে ঘুম।
⭕ ০২ দিনঃ সকালে উঠে নাস্তা করে রুংরাং তংয়ের চূড়ায় উঠে কিছু সময় কাটিয়ে চলে যাবো কির্সতং এর উদ্দেশ্য। কির্সতং চূড়ায় কিছু সময় কাটিয়ে পাড়ায় ফিরে রাতে খেয়ে দেয়ে রাত্রিযাপন করবো।
⭕ ০৩ দিনঃ সকাল বেলা ঘুম থেকে উঠে আমরা ওয়াইল্ড সাইংপ্রার দেখার উদ্দেশ্যে বের হব। একে একে সাইংপ্রার সব কটা ধাপ দেখব। তারপর ফিরে আমরা আমাদের সুবিধামত একটি পাড়ায় রাত কাটাব।
⭕ ০৪ দিনঃ সকালে নাস্তা করে আমরা আরো কিছু ঝর্না-ঝিরি দেখার উদ্দেশ্যে বের হব। তারপর আলিকদমের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। ফেরার পথে সময় থাকলে মারমা লেকে একটু সময় কাটাবো। আলিকদম এসে খাওয়া দাওয়া শেষ করে চট্টগ্রাম এবং ঢাকার বাসে উঠবো।
০৫ দিন সকাল ৬ টার মধ্যেই ঢাকা থাকবো ইনশাআল্লাহ।

⭐ইভেন্ট ফী- ঢাকা থেকে ৪৫০০ টাকা, চট্টগ্রাম থেকে ৪০০০ টাকা।

টিম সাইজ ১০ জন।

♦কনফার্মেশন এর জন্যঃ ২০৪০ টাকা বিকাশ অথবা পার্সোনালি ও দিতে পারেন।(ফেরতযোগ্য-যদি কেন্সেল করা হয়,ট্যুর শুরু হওয়ার ৫দিন আগে )
যোগাযোগ
তারেকঃ বিকাশ 01859020463 (পারসোনাল)
মুরাদ- 01601206439

🎟ইভেন্ট ফী তে যা যা পাচ্ছেনঃ
⭕সকল যাতায়াত (ঢাকা চট্টগ্রাম -আলিকদম-ঢাকা চট্টগ্রাম ) (১ সিটে ১ জন)
⭕গাইড সার্ভিস
⭕সকল ধরণের লোকাল ট্রান্সপোর্ট খরচ
⭕থাকার সব খরচ
⭕খাবারের সব খরচ, খাবার যেখানে যা পাব তাই খাব।ট্রেকিংয়ে খাবার নিয়ে যারা বাছবিচার করেন তারা এই ট্যুর থেকে দূরে থাকবেন।
⭕প্রত্যেক রাতে পাহাড় বিষয়ে জ্ঞানমূলক আড্ডা।
⭕ মেইনলি খাবারগুলা আমরা আলীকদম থেকেই নিয়ে যাব যা সবাইকে বহন করতে হবে।

🎁এছাড়া যেকোনো ধরণের খরচ নিজেদেরকে বহন করতে হবে এবং অনাখাঙ্খিত কোনো ঘটনার জন্য কোনো বাড়তি খরচ হলে তা সবাইকে মিলেই বহন করতে হবে।
প্রাকৃতিক পরিবেশ অথবা কোনো পরিস্থিতিতে বাধাগ্রস্ত হলে তখন ট্যুর হোস্ট যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে। তা অবশ্যই সকলের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

***পরিশিষ্টঃ দেশটা আমার, আপনার, সবার!এই দেশের সৌন্দর্য রক্ষা করার দায়িত্বও আমাদের। অনুগ্রহ করে পানির বোতল, বিস্কুট, কেক এর প্যাকেট এবং অন্যান্য আবর্জনা দিয়ে পরিবেশ নষ্ট করবেন না ।

হ্যালো ভ্রমণ প্রিয় মানুষরা!!!  হবে নাকি আবার ট্যুর??? রেডি আছেন তো??
27/07/2024

হ্যালো ভ্রমণ প্রিয় মানুষরা!!!
হবে নাকি আবার ট্যুর??? রেডি আছেন তো??

Address

Patenga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trivubon Travel - ত্রিভুবন ট্রাভেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trivubon Travel - ত্রিভুবন ট্রাভেল:

Share