18/09/2024
😍 ত্রিভুবন ট্রাভেলের অফিসিয়াল ইভেন্ট 😍
❤️ কির্সতং তং হচ্ছে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া। যার উচ্চতা প্রায় ২৯০০+- ফিট। এটিকে আমাদের দেশের মোস্ট প্রমিনেন্স পিক ও বলা হয় এর গঠন এর কারনে। এই পাহাড়ের নামকরন হয়েছে কিরসা নামক এক ধরনের ছোট পাখি থেকে। এই পাহাড়ে এখনো রয়েছে শতবর্ষী বিশাল বিশাল গাছ এবং রয়েছে ঘন জঙ্গল যেখানে সূর্যের আলো পৌছাতে ও বেগ পেতে হয়।
❤️রুংরাং এর নামকরন হয়েছে ধনেশ পাখি থেকে। একসময় এইখানে অনেক ধনেশ পাখি দেখা গেলে ও কালের পরিক্রমায় তা এখন বিলুপ্ত প্রায়। এই পাখির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বড় বড় ঠোট। রুংরাং তং এর উচ্চতা প্রায় ২৭০০+- ফিট
❤️ দ্যা ওয়াইল্ড সাইংপ্রা... এই ঝর্নায় যাওয়ার রাস্তা খুবই এডভেঞ্চারাস। যারা থ্রিলিং ট্রেইল পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন।
⭕প্রয়োজনীয় তথ্যঃ
ট্যুর ব্যাপ্তিঃ ৪ দিন ৩ রাত
ভ্রমণ শুরুঃ ২৬ সেপ্টেম্বর বৃ্হস্পতিবার রাত ৯ টা সায়দাবাদ, ঢাকা থেকে।
চট্টগ্রাম থেকে ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৫ টাই।
ভ্রমণ শেষঃ ২৩ আগস্ট সকাল ৬ টা সায়দাবাদ,ঢাকা।
১২ আগস্ট রাত ১১টা চট্টগ্রাম।
🔴যা যা দেখবঃ
========
❤️কির্সতং
❤️ রুংরাং
❤️ সাইংপ্রা - ১,২,৩
❤️ শামুক ঝিরি।ঝর্না
❤️ হ্যামক ঝিরি/ঝর্না
💥 কনফার্মেশন ডেড লাইনঃ ২৫ সেপ্টেম্বর ।
🌿সম্ভাব্য ট্রেইল + ট্যুরপ্ল্যানঃ
⭕০০ম দিনঃ ঢাকা চট্টগ্রাম থেকে রাতের বাসে আলিকদম রওয়ানা
⭕০১ দিনঃ আলিকদম নেমে নাস্তা করে বোটে বা বাইকে করে (দুসরি অথবা ২১ কিলো) থেকে ট্রেকিং করে থানকোয়াইন ঝর্ণা দেখে মেনিয়াং পাড়ায় যাবো । রাতে রান্না বান্না করে খেয়েদেয়ে ঘুম।
⭕ ০২ দিনঃ সকালে উঠে নাস্তা করে রুংরাং তংয়ের চূড়ায় উঠে কিছু সময় কাটিয়ে চলে যাবো কির্সতং এর উদ্দেশ্য। কির্সতং চূড়ায় কিছু সময় কাটিয়ে পাড়ায় ফিরে রাতে খেয়ে দেয়ে রাত্রিযাপন করবো।
⭕ ০৩ দিনঃ সকাল বেলা ঘুম থেকে উঠে আমরা ওয়াইল্ড সাইংপ্রার দেখার উদ্দেশ্যে বের হব। একে একে সাইংপ্রার সব কটা ধাপ দেখব। তারপর ফিরে আমরা আমাদের সুবিধামত একটি পাড়ায় রাত কাটাব।
⭕ ০৪ দিনঃ সকালে নাস্তা করে আমরা আরো কিছু ঝর্না-ঝিরি দেখার উদ্দেশ্যে বের হব। তারপর আলিকদমের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। ফেরার পথে সময় থাকলে মারমা লেকে একটু সময় কাটাবো। আলিকদম এসে খাওয়া দাওয়া শেষ করে চট্টগ্রাম এবং ঢাকার বাসে উঠবো।
০৫ দিন সকাল ৬ টার মধ্যেই ঢাকা থাকবো ইনশাআল্লাহ।
⭐ইভেন্ট ফী- ঢাকা থেকে ৪৫০০ টাকা, চট্টগ্রাম থেকে ৪০০০ টাকা।
টিম সাইজ ১০ জন।
♦কনফার্মেশন এর জন্যঃ ২০৪০ টাকা বিকাশ অথবা পার্সোনালি ও দিতে পারেন।(ফেরতযোগ্য-যদি কেন্সেল করা হয়,ট্যুর শুরু হওয়ার ৫দিন আগে )
যোগাযোগ
তারেকঃ বিকাশ 01859020463 (পারসোনাল)
মুরাদ- 01601206439
🎟ইভেন্ট ফী তে যা যা পাচ্ছেনঃ
⭕সকল যাতায়াত (ঢাকা চট্টগ্রাম -আলিকদম-ঢাকা চট্টগ্রাম ) (১ সিটে ১ জন)
⭕গাইড সার্ভিস
⭕সকল ধরণের লোকাল ট্রান্সপোর্ট খরচ
⭕থাকার সব খরচ
⭕খাবারের সব খরচ, খাবার যেখানে যা পাব তাই খাব।ট্রেকিংয়ে খাবার নিয়ে যারা বাছবিচার করেন তারা এই ট্যুর থেকে দূরে থাকবেন।
⭕প্রত্যেক রাতে পাহাড় বিষয়ে জ্ঞানমূলক আড্ডা।
⭕ মেইনলি খাবারগুলা আমরা আলীকদম থেকেই নিয়ে যাব যা সবাইকে বহন করতে হবে।
🎁এছাড়া যেকোনো ধরণের খরচ নিজেদেরকে বহন করতে হবে এবং অনাখাঙ্খিত কোনো ঘটনার জন্য কোনো বাড়তি খরচ হলে তা সবাইকে মিলেই বহন করতে হবে।
প্রাকৃতিক পরিবেশ অথবা কোনো পরিস্থিতিতে বাধাগ্রস্ত হলে তখন ট্যুর হোস্ট যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে। তা অবশ্যই সকলের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
***পরিশিষ্টঃ দেশটা আমার, আপনার, সবার!এই দেশের সৌন্দর্য রক্ষা করার দায়িত্বও আমাদের। অনুগ্রহ করে পানির বোতল, বিস্কুট, কেক এর প্যাকেট এবং অন্যান্য আবর্জনা দিয়ে পরিবেশ নষ্ট করবেন না ।