The Cow Lover’s Of Chattogram

The Cow Lover’s Of Chattogram Cattle Videography 📸🎥🐮 https://www.youtube.com/ Follow,Like,Comments,And Share All This Videos ❤️✨

মহান আল্লাহ আপনাকে জান্নাত বাসী করুক , আমিন 🤲
08/10/2025

মহান আল্লাহ আপনাকে জান্নাত বাসী করুক , আমিন 🤲

😢
08/10/2025

😢

29/09/2025

দরবেশের কিছু অনুসারী আছে এখনো, আছে তাদের দালাল এগুলোকে সিস্টেমে না পযর্ন্ত গরু জগতে শান্তি আসবে না।
তাদের বিরুদ্ধে যুদ্ধ নামার সময় হয়ে এসেছে!
Copy By : Season of Qurban

আমাদের Bangladeshi V8 🇧🇩Say Mash Allah‼️🤍Royal Ranch
28/09/2025

আমাদের Bangladeshi V8 🇧🇩
Say Mash Allah‼️🤍
Royal Ranch

২০১৬ সালে ইমরান চোরা এই Brahma গরু টা ১৬ লাখ টাকায় বিক্রি করছিল। ২০১৬ সাল থেকে Brahma গরু বাংলাদেশে আছে, দালালের দল কোথ...
26/09/2025

২০১৬ সালে ইমরান চোরা এই Brahma গরু টা ১৬ লাখ টাকায় বিক্রি করছিল। ২০১৬ সাল থেকে Brahma গরু বাংলাদেশে আছে, দালালের দল কোথায় ছিল তোর জাত প্রজনন ? কোথায় ছিল তোদের মানভোতা? ২০১৬ সাল থেকেই গরুর মাংসের দাম বাড়া শুরু করে। এখন একটা Brahma ক্রস গরুর বাছুরের দাম নাকি ৫/৭ লাখ টাকা। আর চোদনার দল খলিল ১১৫০ টাকায় গোস্ত বিক্রি করাতে তোদের এত মায়া কান্না, তখন কই ছিলি যখন ইমরান চোর ৬০০ কেজির লাল গরু ১৫০০ টাকা কেজি কোরবানিতে বিক্রি করছে, কই ছিলি ও যখন vutti গরু ২/৩ হাজার টাকা বিক্রি করছে ? ১৫ লাখ টাকায় যখন খাশি বিক্রি করছিল , তখন কই ছিলি ?

পারলে তোরা এক কাজ কর ইমরান বাইন** রে v8 এর এক কেজি মাংস রান্না কইরা কাশিমপুর কারাগারে দিয়া আস 😂

v8 নিয়ে কা*ন্নাকা*টি অফ করেন। প্রথমত এই গরু অনেক আগেই কু*রবানী হয়ে যেত যদি পীর বাবা ধরা না খেত। তখন কেন জাত উন্নয়নের ...
26/09/2025

v8 নিয়ে কা*ন্নাকা*টি অফ করেন। প্রথমত এই গরু অনেক আগেই কু*রবানী হয়ে যেত যদি পীর বাবা ধরা না খেত। তখন কেন জাত উন্নয়নের কথা মাথায় আসেনি আপনাদের?এখন শুরু হয়েছে জাত উন্নয়ন, we don't deserve you এই টাইপ কথাবার্তা। v8 গরু কি আদৌ কু*রবানীর জন্য উপযোগী?এই সিরিজ কি আদৌ কু*রবানী বা মাং*সের জন্য বানানো হয়েছিল? তাহলে কেন তখন আপনারা চুপ ছিলেন?

এটা দিয়ে অবশ্যই জাত উন্নয়ন করা যেত কিন্তু তার সাথে এটাও মাথায় রাখতে হবে ব্রামা বাংলাদেশে অবৈ*ধ। আগে সেটার বৈধতাকে প্রতিষ্ঠিত করুন।
তার সাথে এটাও মাথায় রাখবেন বাংলাদেশে cow exhibition and competition হয় না। সুতরাং যদি এরকম সিরিজকে প্রতিষ্ঠিতই করতে যান তাহলে সেটা কেবলমাত্র সৌখিনভাবেই করতে হবে। সেটাকে বাজারজাতকরণ করা যাবে না।এক্সিবিশন এবং কো*রবানি /মাং*সের গরু দা*মে আকাশ পাতাল পার্থক্য থাকবে। যদি দুইটা ক্যাটাগরি আলাদা করতে পারেন কেবলমাত্র তখনই এই ব্যাপারে আগানো উচিত হবে। তা না হলে সাধারণ মানুষের জন্য ভো*গান্তি হবে এটা। উদাহরণস্বরূপ বলা যায় একটা গিরিবাজ কবুতরের বাচ্চার দা*ম দেড়শ থেকে ২০০ টা*কা অপরদিকে এমন অনেক উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন সৌখিন কবুতর আছে (যেগুলো এক্সিবিশন এবং রেসে অংশগ্রহণ করে) যেগুলোর বাচ্চার মূ*ল্যই ৩০ হাজার থেকে ১ লাখ টা*কা। এখন যদি সেই বাচ্চা সৌখিন ভাবে বিবেচনা না করে সাধারণ বাজারে বি*ক্রির জন্য আসে তাহলে সেই বাচ্চার দা*ম জনগণের জন্য দু*র্ভোগ তৈরি করবে।কিন্তু রেসিং এবং এক্সিবিশন কালচার থাকার কারণে সেটা সম্পূর্ণ একটা আলাদা ক্যাটাগরিতে পড়ে যায়। এবং সেটা সাধারণ জনগণের জন্য দু*র্ভোগের কারণ হয়ে ওঠে না। সৌখিনতা এবং প্রয়োজনীয়তা দুটোকে যদি আলাদা ক্যাটাগরিতে প্রতিষ্ঠিত করতে পারেন কেবলমাত্র তখনই এরকম V8 সিরিজ বাংলাদেশের জন্য হবে।

এটার সাথে আমিও একমত যে এরকম সিরিজ হয়তো অনেক বছরের সাধনার ফল। Mr. V8 এর জন্য আমারও খা*রাপ লাগছে। এরকম সিরিজ যারা পাবে তারা অবশ্যই ভাগ্যবান। কিন্তু বাস্তবতার প্রেক্ষাপট আমাদের মেনে নিতে হবে। এবং বাস্তবতার প্রেক্ষাপট এটাই বলে এই গরু বাংলাদেশে অ*বৈধভাবে আনা এবং আইনত নিষিদ্ধ একটি জাত। বাংলাদেশের প্রেক্ষাপটে গরুর এক্সিবিশন এখনো কোনো প্রতিষ্ঠিত কিছু না, এবং এই গরুটি সৌখিনতার গণ্ডি অনেক আগেই পেরিয়ে গিয়েছে। এটাকে ভাগ্যের নি*র্মম পরিহাস বলবো নাকি পীর বাবার পা*পের ফল আমার জানা নেই। কিন্তু দিনশেষ এটাই বলব V8 এর মত সিরিজ বাংলাদেশে আবার আসুক কিন্তু সৌখিনতা এবং প্রয়োজনীয়তার তফাৎ গড়ে তারপর আসুক। যেখানে এরকম সিরিজ শুধুমাত্রই সৌখিনতার কাতারে পড়বে এবং এক্সিবিশনে বিজয়ী হয়ে ফিরে আসবে। যা সাধারণ মানুষের প্লেট থেকে গরুর মাংস কেড়ে নিবে না।

At the end of the day we will miss you Mr. V8. But it's time to say goodbye.

16/09/2025

কুত্তা পাললে আপনি স্মার্ট,
আর গরু পাললে ক্ষ্যাত। যারা এমনটা মনে করে তারা গরুর দুধের চা বাদ দিয়ে কুত্তার দুধের চা খাইয়েন!!!
😅😅😅

Me with the people I love :😅
04/08/2025

Me with the people I love :😅

Address

Patenga

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Cow Lover’s Of Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share