
15/08/2025
এই বিশাল নীল সমুদ্রে দাঁড়িয়ে আজ মনে পড়ছে—
একটা সময় ছিল, যখন হাসিটা ছিল প্রাণভরা, দুশ্চিন্তামুক্ত।
তখন জীবন ছিল সহজ, দায়িত্বের বোঝা ছিল হালকা।
কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে অনেক কিছু…
দায়িত্ব, সংগ্রাম আর জীবনের চাপ আমার কাঁধে এসে বসেছে।
হাসিটা হয়তো ছোট হয়ে গেছে,
তবুও আমি চাই—যতদিন আল্লাহ আমাকে এই দুনিয়ায় রেখেছেন,
ততদিন আমি হাসতে শিখি, হাসিয়ে যাই,
কারণ প্রতিটি শ্বাসই তাঁর দেওয়া এক অনন্য উপহার। 💙