News Online Rangunia

News Online Rangunia দেশ ও জনগনের স্বার্থে
News Online Rangunia

ধামাইরহাট উত্তর রাঙ্গুনিয়া কলেজ সংলগ্ন আশরাফিয়া জামে মসজিদ কমপ্লেক্সে চুরি করতে আসার সন্দেহে এক যুবককে আটক করেছে স্থানীয়...
04/12/2025

ধামাইরহাট উত্তর রাঙ্গুনিয়া কলেজ সংলগ্ন আশরাফিয়া জামে মসজিদ কমপ্লেক্সে চুরি করতে আসার সন্দেহে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। এসময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম পেয়েছে বলে জানান তারা।

26/11/2025

অবশেষে বিএনপির দুই নেতা হুমাম কাদের চৌধুরী ও কুতুব উদ্দীন বাহার ধানের শীষের পক্ষে এক মঞ্চে

রাঙ্গুনিয়া রাজারহাট বাজারে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালাম’কে গ্রেফতার করেছে র‍্যাব-০৭, চট...
12/11/2025

রাঙ্গুনিয়া রাজারহাট বাজারে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালাম’কে গ্রেফতার করেছে র‍্যাব-০৭, চট্টগ্রাম এবং র‍্যাব-০৯,সিলেট।

05/11/2025

রাউজান উপজেলায় গু*লি*বিদ্ধ ৪ জন।

রাঙ্গুনিয়া উপজেলার লালানগরে রাজমিস্ত্রী খোরশেদ আলম হ/ত্যার প্রধান আ/সা/মি গ্রেফতার
27/09/2025

রাঙ্গুনিয়া উপজেলার লালানগরে রাজমিস্ত্রী খোরশেদ আলম হ/ত্যার প্রধান আ/সা/মি গ্রেফতার

গতকাল সরফভাটার দিনমজুর রহমত উল্লাহ খুনের প্রধান আসামি আশরাফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
24/09/2025

গতকাল সরফভাটার দিনমজুর রহমত উল্লাহ খুনের প্রধান আসামি আশরাফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

 #রাঙ্গুনিয়ায় অ/বৈধ বালু উত্তোলন বন্ধে ও সড়ক রক্ষায় মানববন্ধন-------------------------------------------------------- #...
18/09/2025

#রাঙ্গুনিয়ায় অ/বৈধ বালু উত্তোলন বন্ধে ও সড়ক রক্ষায় মানববন্ধন
--------------------------------------------------------
#চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের দক্ষিণ খন্ডলিয়া পাড়ায় অ/বৈ/ধ বালু উত্তোলন বন্ধ ও সড়ক রক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

#বুধবার (১৭ সেপ্টেম্বর) ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

#মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ৭-৮ বছর ধরে স্থানীয় প্রভাবশালী একটি মহল ইছামতি নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর পাড় ভেঙে যাচ্ছে, ঘরবাড়ি ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি গ্রামীণ সড়ক ভেঙে পড়ায় যাতায়াত মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে নারী ও বিদ্যালয়গামী শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কৃষকরাও তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে হিমশিম খাচ্ছেন।

#মানববন্ধনে বক্তারা সরেজমিন তদন্তের মাধ্যমে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান। এসময় বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য রুবি আক্তার, মুরুব্বি ওয়াকিল আহমদ, লোকমান সওদাগর, সৈয়দুর রহমান, ডা. কাজল, ফরহাদ, মুহাম্মদ মোজাম্মেল, সাজ্জাদ, জামাল, জসিম, জামশেদ, জমির, নয়ন, রাসেল নাথ, রাজু, ইমরানসহ অনেকে।

#বক্তারা বলেন, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নিলে সাধারণ মানুষ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে এবং এলাকার সড়ক ও বসতবাড়ি টিকে থাকবে। ইতোমধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সড়ক রক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

#এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাছান বলেন, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রাঙ্গুনিয়ায় নিখোঁজ হওয়া যুবকের লা/শ ধানক্ষেত থেকে উদ্ধার
16/09/2025

রাঙ্গুনিয়ায় নিখোঁজ হওয়া যুবকের লা/শ ধানক্ষেত থেকে উদ্ধার

26/07/2025

#চাঁ/দা/বা/জি, বালি ব্যবসা ও মা*দক ব্যবসা-কে ধরে পুলিশের হাতে তুলে দিবে জনগণ - হুম্মাম কাদের চৌধুরী

#রাঙ্গুনিয়া তিনটি স*মস্যা চাঁ/দা/বা/জি, বালি ব্যবসা ও মা*দক ব্যবসা । আমি পুলিশের উপর ভরসা করিনা, আমি জনগনের উপর ভরসা করি। তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন - হুম্মাম কাদের চৌধুরী।

দেশনায়ক তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে জুলাই-আগষ্ট এর শহীদদের স্মরণে বিশাল জনসভা হতে সরাসরি

প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল,বিএনপি'র নির্বাহী কমিটির অন্যতম সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

উত্তর রাঙ্গুনিয়া,৫ নং পারুয়া ইউনিয়ন ১নাম্বার ওয়ার্ডের সেনপাড়া সুজন সেন এর ভিটা বাড়ি ইছামতি নদীতে ভেঙ্গে পড়েছে,সুজন...
26/07/2025

উত্তর রাঙ্গুনিয়া,৫ নং পারুয়া ইউনিয়ন ১নাম্বার ওয়ার্ডের সেনপাড়া সুজন সেন এর ভিটা বাড়ি ইছামতি নদীতে ভেঙ্গে পড়েছে,সুজন সেন সেই একজন হত দরিদ্র টাকার মত কোন জায়গা জমি নেই,যদি ইছামতি ব্রিজ থেকে ব্লক না বসাই তাহলে আরো অনেক ভিটাবাড়ি নদীতে ভেঙে চলে যাবে।।

23/06/2025

#রাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি জাহেদ আহমেদ সিকদার

#রাঙ্গু‌নিয়া fans

Address

Rangunia
Patenga
4360

Alerts

Be the first to know and let us send you an email when News Online Rangunia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Online Rangunia:

Share