Mr.Mieazy

Mr.Mieazy I Wish

কোন একদিন সেজদাহ অবস্থায় যেন
আমার মৃত্যু হয়

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসুলুল্লাহ সঃ সীমার মাঝে আসীম তুমি........আমার মাঝে সসীম
(1)

29/06/2025

সত্যি বন্ধু যাবো আমি লইয়া যাও গো যদি
#শাকিবখান #অপুবিশ্বাস

25/06/2025

23/06/2025

#মেঘেরনৌকাতুমি তোমায় ভাসাবো আকাশে

18/06/2025

আপনি যতই ভালো মানুষ হননা কেন আপনার ভাগ্য ঠিক ততই খারাপ হবে

15/06/2025

তুই কি আমার হবি রে🫶❤️🌹

01/07/2024

সমুদ্রের ঝড়স্নাত সৌন্দর্য !!!!!

14/06/2024

❝ হে আমার নফস, জেনে রেখো, ধৈর্যের দিনগুলো কিছু এলোমেলো স্বপ্নের দিন।

সুতরাং হে আমার নফস, দ্রুত যাত্রার প্রস্তুতি নিয়ে নাও, দুনিয়ার পাঠ চুকিয়ে নাও, আরামের দিন তো সামনে। ❞— ইমাম শাফেয়ী (رحمه الله)
[ বই: হৃদয়ের দিনলিপি, পৃ: ৫৫৮ ]

14/06/2024

"জীবন একটা লড়াই। কিন্তু এটা অনেক সহজ হয়ে যায় যখন আপনি বুঝতে পারেন যে আল্লাহ আপনার সাথে আছেন।"

14/06/2024

• রিযিকের সর্বনিম্ন স্তর হচ্ছে: টাকা, পয়সা,অর্থ এবং সম্পদ।
• রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছে: শারীরিক এবং মানসিক সুস্থতা।
• রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছে: পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
• রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছে: মহান আল্লাহর সন্তুষ্টি।

🔘 রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না। ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন। কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর,নাথিং লেস!

আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি,সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে।এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে,পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না।এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'আলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে।

আলহামদুলিল্লাহ! কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা আল্লাহ তা'আলা বলেন,

দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে। (সুরা হুদ : আয়াত ৬)

আল্লাহ তা'আলা অন্যত্র বলেন,

যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না। (সুরা ত্বালাক : আয়াত ২-৩)

🍀 মহান আল্লাহ্‌ তা'আলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিযিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিযিক থেকে হিফাযত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন এবং হিফাযত করুন,আমীন।

14/06/2024

পড়ুয়া দ্বীনদার নারীকে বিয়ে করার উপকারিতা..।

১) খুব ভালো শ্রোতা

বই পড়া নারীরা বরাবরই ভালো শ্রোতা হয়ে থাকেন। তাই আপনার কথা শোনার মতো ধৈর্য আর মানসিকতা তাঁর অবশ্যই থাকবে। এছাড়া আপনার যেকোনো সমস্যায় তিনি আপনাকে ভালো সমাধান দিতে পারবেন।

২) ধৈর্যশীল

বই পড়া নারীরা অবশ্যই ধৈর্যশীল হয়ে থাকে। কারণ ধৈর্য না থাকলে বই পড়ার মত কঠিন কাজটি কখনোই সম্ভব নয়। তাই এ ধাচের নারীদের সাথে যে কোনো বিষয় নিয়ে আপনি খুব একটা ঝামেলায় পড়বেন না। এছাড়া এমনও হবে তিনি ধৈর্য ধরে অনেক কঠিন কাজটিও করে দেবে, যা আপনি পারবেন না।

৩) বিরক্ত করবে না

যেসব নারী বেশি বই পড়েন, প্রয়োজন ব্যতীত তাঁরা কথা বলেন না। তাই আপনার যখন নীরবতার প্রয়োজন হবে তা সহজেই পাবেন।

৪) জ্ঞান বিতরণ

কথায় আছে বই জ্ঞানের ভাণ্ডার। বই পড়লে মানুষের জ্ঞান বাড়বে এটাই স্বাভাবিক।
তাই আপনার কোনো তথ্যের দরকার হলে কিংবা কোনো সমস্যায় সর্বাত্মক সহযোগিতা পাবেন তাঁর থেকে।

৫) আলোচনা হবে অর্থপূর্ণ

যারা বই পড়েন তারা বরাবরই কম কথা বলেন। তাই অকারণে কথা বলে তিনি সময় নষ্ট করবেন না। তাঁর প্রতিটি আলোচনাই হবে অর্থপূর্ণ।

৬) জ্ঞানের সঙ্গীর সঙ্গ

অন্য নারীদের তুলনায় বই পড়া নারীরা সঙ্গীর পছন্দ, অপছন্দ বুঝতে পারেন। তাই জ্ঞানী সঙ্গীর সঙ্গ ভালোই উপভোগ করতে পারবেন।

৭) গোছানো জীবন

যেসব নারী বেশি বই পড়েন তাঁরা জানেন, কীভাবে জীবনকে গোছাতে হয়। আপনার জীবন যদি অগোছালো হয়, আপনার সঙ্গী তা গুছিয়ে দেবেন নিশ্চয়।

৮) নিজের মতো থাকতে পারে

জ্ঞানী নারী কখনোই অতিরঞ্জিত বায়না ধরে না। আপনার অনুপস্থিতিতে কীভাবে নিজেকে তিনি সামলাবেন, তিনি তা ভালো করেই জানেন।

10/06/2024

“দুর্বল চিত্তের কিছু লোক আছে, যারা মর্যাদার অধিকারী হতে চায়, কিন্তু সে জন্যে ত্যাগ স্বীকার করতে চায় না। সম্মান কখনো বিনা কষ্টে অর্জিত হয় না, কিন্তু এ কষ্ট তাদের কাছে বোঝার মত ঠেকে। আর তাই তারা মাথা উঁচু করে না দাঁড়িয়ে, বেছে নেয় বশ্যতা স্বীকারের পথ।

মূল্য মানুষকে দিতেই হবে, তা সে কেউ মাথা উঁচু করে দাঁড়াক, কিংবা হার মেনে মাথা নীচু করে। বরং, হার মানার যে খেসারত, তা মুক্তির খেসারতের চাইতে বহুগুণে বেশি। যে মুক্তির পথে হাঁটে, যে মাথা উঁচু করে চলে, তাকে খেসারত দিতে হয় একবার, কিন্তু যে জালিমের কাছে মাথা নত করেছে, তাকে খেসারত দিতে হয় বারবার, কড়ায়-গণ্ডায়। তারা ভাবে, তারা নিরাপদে জীবন পার করছে, কিন্তু বস্তুত, তাদের এই “নিরাপদ” জীবন অর্জিত হয়েছে, নিজেদের আত্মাকে স্বল্প মূল্যে বিকিয়ে দিয়ে, আত্মমর্যাদা বিসর্জন দিয়ে, হাঁটু গেড়ে, প্রভুর জুতোয় মুখ ঘষে। এ জীবন “নিরাপদ” হতে পারে, কিন্তু এ জীবন কাপুরুষের জীবন।

তারা হতে পারতো মুক্ত-স্বাধীন, কিন্তু তারা বেছে নিয়েছে দাসত্বের পথ। তারা হতে পারতো দৃঢ়চেতা, কিন্তু তারা হয়েছে দুর্বল। তারা হতে পারতো শ্রদ্ধার পাত্র, কিন্তু তারা হয়েছে কাপুরুষ। তারা ভয় পেয়েছে, আর তাই সম্মান ও মর্যাদার পথ ছেড়ে দিয়েছে, কেননা, আত্মত্যাগ, রক্ত আর শ্রমের বিনিময়েই অর্জিত হয় গৌরব, আর এই কষ্টটুকু তারা স্বীকার করতে রাজি হয় নি বিধায়, বশ্যতার খেসারত তারা দিয়ে চলেছে বারবার। অথচ জান-মালের সামান্য মায়া ত্যাগ করলে আজ তারাই হত বিজয়ী। ভয় পেয়ে যে পিছু হটে, তাদেরকে চড়া মূল্য দিতে হয়, একবার নয়, বারবার। কিন্তু মুক্তির মূল্য কেবল একবারই দিতে হয়। অতীতে, ইহুদীরা তাদের নবীকে বলেছিল,

“...হে মূসা, সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে। আমরা কখনও সেখানে যাব না, যে পর্যন্ত না তারা সেখান থেকে বের হয়ে যায়। তারা যদি সেখান থেকে বের হয়ে যায় তবে নিশ্চিতই আমরা প্রবেশ করব...”
(সূরা মায়িদা: ২২)

কাজেই তারা শাস্তিস্বরুপ মরুভূমিতে উদভ্রান্তের ন্যায় ঘুরে বেড়িয়েছিল চল্লিশ বছর ধরে, মরুভূমির বালি তাদের কুড়ে কুড়ে খেয়েছে, নির্বাসনের অবমাননা তাদের ভোগ করতে হয়েছে, ভয় তাদেরকে তাড়া করে বেরিয়েছে- এর সব কিছুই কেবল একটি কারণে, তারা মুক্তি আর মর্যাদার ত্যাগ স্বীকার করতে সাহস করে নি, আর তার বিপরীতে চল্লিশ বছর ধরে তারা লজ্জা আর অবমাননার জীবন ভোগ করেছে, নিঃসন্দেহে, ভীরুতার মূল্য অনেক চড়া।

কাজেই, মূল্য সকলকে পরিশোধ করতেই হবে, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক দল এবং প্রত্যেক জাতি, হতে পারে সে মূল্য গৌরব অর্জনের মূল্য, অথবা শোষণ এবং দাসত্বের শেকলে আবদ্ধ হবার মূল্য। ইতিহাস থেকে শিক্ষা নাও, এবং বাস্তবতা থেকেও। তোমাদের সামনে তাজা উদাহারণ রয়েছে -- যারা সাক্ষ্য দেয়, বশ্যতার খেসারত, মর্যাদার খেসারত থেকে বহুগুণ ভারি, আর মুক্তির মূল্য পরিশোধে তোমাকে সামান্যই মূল্য দিতে হবে, যতটা আজ তুমি দাসত্বের জালে আটকা পড়ে দিচ্ছ। যারা মৃত্যুর জন্য প্রস্তুত তারা প্রকৃত জীবনের স্বাদ পায়, আর যারা দারিদ্রের পরোয়া করে না, দুনিয়া তাদের পায়ে এসে নত হয়। যারা ক্ষমতাসীন আর সরকারকে ভয় করে না, তাদের ভয়ে ক্ষমতাসীন ব্যক্তি আর সরকার তটস্থ থাকে! শত শত উদাহারণ আছে সেইসব আজ্ঞানুবাহী বশীভূত লোকের, যারা তাদের বিবেক বিকিয়ে দিয়েছিল, তাদের উপর অর্পিত বিশ্বাস ভঙ্গ করেছিল, সত্যকে পরিত্যাগ করেছিল, কাদার মাঝে গড়াগড়ি খেয়েছিল এবং একসময় তারা বিলীন হয়ে গেছে, কেউ তাদের মনে রাখে নি ... তাদের অভিশাপ দিয়ে গেছেন আল্লাহ, তাদের অভিশাপ দিয়ে গেছে মানুষ।

অপরদিকে, আমাদের হাতে এমন দৃষ্টান্ত আছে, যদিও তারা সংখ্যায় অপ্রতুল, তবুও তারা বশ্যতা স্বীকার করতে প্রত্যাখ্যান করেছে, তারা বিশ্বাসঘাতকতা করতে অস্বীকৃতি জানিয়েছে, এবং নিজের পুরষত্বকে তারা বিসর্জন দেয় নি। তাদের যারা বেঁচে আছে তারা মাথা উঁচু করে বেঁচে আছে, আর যারা মরে গেছে তারা মরে গেছে মাথা উঁচু রেখেই ... ”

Address

Patenga

Alerts

Be the first to know and let us send you an email when Mr.Mieazy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr.Mieazy:

Share