Baitush Sharaf News

Baitush Sharaf News বায়তুশ শরফ এর আদর্শ ও দর্শন সবার মাঝে পৌঁছে দেয়া আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য Baitush Sharaf News এর সাথে থাকুন, বায়তুশ শরফ এর সংবাদ জানুন।
(1)

বায়তুশ শরফ আনজুুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর সমাজকল্যাণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ  ইউসুফ চৌধুরী...
18/06/2025

বায়তুশ শরফ আনজুুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর সমাজকল্যাণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইউসুফ চৌধুরী আজ সকাল ১১ টা ৫৮ মিঃ এর সময় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর ইন্তেকালে বায়তুশ শরফ আনজুুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর সভাপতি ও রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী ( মা.জি.আ.) গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁহার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জানাযার নামাজ চট্টগ্রাম মেডিকল ডেন্টাল জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আজ বাদে আছর অনুষ্ঠিত হবে।

ঈদ মোবারক বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত সকাল ৭.৩০ এ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
06/06/2025

ঈদ মোবারক

বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত সকাল ৭.৩০ এ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

জিলহজ্জ মাসের প্রথম দশ দিনের ১০টি আমল
28/05/2025

জিলহজ্জ মাসের প্রথম দশ দিনের ১০টি আমল

বায়তুশ শরফ দরবারের একনিষ্ঠ খাদেম, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ফেনী জেলা শাখার জিকিরের ইমাম  মাওলানা রুহুল আমিন সাহেব আ...
11/05/2025

বায়তুশ শরফ দরবারের একনিষ্ঠ খাদেম, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ফেনী জেলা শাখার জিকিরের ইমাম মাওলানা রুহুল আমিন সাহেব আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

03/05/2025
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ) এর গভীর শোক জ্ঞাপ...
03/05/2025

আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ) এর গভীর শোক জ্ঞাপন।

আরবি সাহিত্যের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব, সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহির স্নেহধন্য ও বিশিষ্ট খলিফা, রাবেতায়ে আদবে আলমে ইসলামী বাংলাদেশের ব্যুরো প্রধান, চট্টগ্রামের জামেয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছেন রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ)।

বিবৃতিতে তিনি বলেন, আল্লামা সুলতান যওক নদভীর মতো দেশবরেণ্য ও সর্বজন শ্রদ্ধেয় প্রতিথযশা আলেমের ইন্তেকাল দেশ-জাতি ও মুসলিম মিল্লাতের জন্য অপূরনীয় ক্ষতি। তিনি ছিলেন আলেম সমাজের ঐক্যের প্রতীক। তাঁর ইন্তেকালে দেশের আলেম সমাজ একজন পরম সম্মানিত অভিভাবক হারালো। রাহবারে বায়তুশ শরফ বলেন, আল্লামা সুলতান যওক নদভী ছিলেন একজন মুহাক্কেক আলেম। সব বিষয়ে তাহকিক এবং তাকরিরের ক্ষেত্রে তিনি খুবই দক্ষ ছিলেন। তিনি একাধারে একজন বিদগ্ধ ইসলামী পণ্ডিত, শিক্ষাবিদ, লেখক, গবেষক। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন বিষয়ে আরবি, উর্দু ও বাংলা ভাষায় বেশ কিছু অমূল্য কিতাবাদিও রচনা করেছেন। যে কোন কঠিন বিষয় খুব সাবলীলভাবে উপস্থাপন করতে পারতেন। স্বভাবজাত বিনয়ী কথাবার্তায় তিনি সবাইকে খুব সহজেই মুগ্ধ করতে পারতেন। ইলমি জ্ঞান-জগতের নানা শাখা-প্রশাখায় তাঁর ছিল অবাধ বিচরণ।

রাহবারে বায়তুশ শরফ আল্লামা সুলতান যওক নদভীর সার্বিক সহযোগিতায় ১৯৮৬ সালে উপমহাদেশের বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম নদওয়াতুল ওলামা লক্ষ্মৌতে ভর্তির হওয়ার সুযোগ লাভের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, এই মনীষার সহযোগিতা ও বদান্যতায় অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশের স্বনামধন্য ইসলামি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ লাভ করেছেন। যার ফলশ্রুতিতে দেশ ও জাতি পেয়েছে অসংখ্য ইসলামিক স্কলার।

রাহবারে বায়তুশ শরফ মহান রাব্বুল আলামীনের দরবারে আল্লামা সুলতান যওক নদভীর জন্য জান্নাতের আ'লা মাকাম কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, আল্লামা সুলতান যওক নদভী শুক্রবার (২ মে) দিবাগত রাতে ইন্তেকাল করেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

11/04/2025

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ও আনজুমনে নওজোয়ান বাংলাদেশ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনজুমনে নওজোয়ান বাংলাদেশ - আখতরাবাদ বড়হাতিয়া শাখার ই*জ*রা*য়ে*লি সকল পণ্য বর্জন ও ফি*লি*স্তি*নে*র স্বাধীনতার দাবিতে প্রতিবাদ মানববন্ধন

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ), পীর সাহেব বায়তুশ শরফ

১১ এপ্রিল ২০২৫, জুমাবার
আখতরাবাদ বায়তুশ শরফ কমপ্লেক্স
লোহাগাড়া, চট্টগ্রাম।

ভিডিও: আবু নাইম

কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্সে ই*জ*রা*য়ে*লি সকল পণ্য বর্জন ও ফি*লি*স্তি*নে*র স্বাধীনতার দাবিতে মানববন্ধন ও মিছিলআজ জ...
11/04/2025

কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্সে ই*জ*রা*য়ে*লি সকল পণ্য বর্জন ও ফি*লি*স্তি*নে*র স্বাধীনতার দাবিতে মানববন্ধন ও মিছিল

আজ জুমার নামাজের পর বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ও বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ান বাংলাদেশ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের আয়োজনে ইত্তেহাদ ও নওজোয়ান এর বিভিন্ন শাখার সদস্য ও ছাত্র-মুসল্লিদের অংশগ্রহণে বিশাল মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ও আনজুমনে নওজোয়ান বাংলাদেশ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হ...
11/04/2025

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ও আনজুমনে নওজোয়ান বাংলাদেশ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বায়তুশ শরফে ই*জ*রা*য়ে*লি সকল পণ্য বর্জন ও ফি*লি*স্তি*নে*র স্বাধীনতার দাবিতে মানববন্ধন ও মিছিল

আজ জুমার নামাজের পর বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ, ঢাকা শাখার আয়োজনে ছাত্র-মুসল্লিদের অংশগ্রহণে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।

Address

Patenga

Alerts

Be the first to know and let us send you an email when Baitush Sharaf News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Baitush Sharaf News:

Share

Our Story

বায়তুশ শরফ, শরিয়ত ও তরিকত এর আদব সমৃদ্ধ এবং শিরক বিদা'আত মুক্ত একটি দরবার। বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর অধীনে পরিচালিত হয় অসংখ্য মসজিদ, মাদরাসা, এতিমখানা ও হেফজখানাসহ আরো অনেক প্রতিষ্ঠান। এছাড়াও প্রতি বছর অসংখ্য ওয়াজ মাহফিল এবং অনেক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বায়তুশ শরফের সকল সংবাদ সবার মাঝে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচারে নিয়মিত কাজ করে যাচ্ছে Baitush Sharaf News পরিবার।