Bangladesh Cattle Association

Bangladesh Cattle Association Exposing Cattle Syndicate.

কালো টা ২৫ লাখ আর লাল টা ২৭ লাখ দাম চাওয়া হয়েছে, দাম চেয়েছে এই বছর গাবতলী হাটের ভাইরাল বেপারী শরীফ । 😂বাংলাদেশের one ...
13/07/2025

কালো টা ২৫ লাখ আর লাল টা ২৭ লাখ দাম চাওয়া হয়েছে, দাম চেয়েছে এই বছর গাবতলী হাটের ভাইরাল বেপারী শরীফ । 😂
বাংলাদেশের one piece গরু এগুলা তাই দাম বেশি এক্সক্লুসিভ আর প্রিমিয়াম 😉

 েক_বছরের_একটা_বাস্তবতা_বলি, মিলায় নিয়েন।।।। কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জের বড় বড় প্রান্তিকরা কুরবানির বাজারে অন্যান্য গরু...
13/07/2025

েক_বছরের_একটা_বাস্তবতা_বলি,
মিলায় নিয়েন।।।।

কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জের বড় বড় প্রান্তিকরা কুরবানির বাজারে অন্যান্য গরু বিক্রি করলেও কোয়ালিটিফুল+ সুন্দর রেডি গরুগুলা বিক্রি করে না এখন.. বাসায় রাইখা দেয় ঈদের সময়েও ।।
বছরজুড়ে কাস্টমার থাকায় এখন গরু ধরে রাখার এই ক্ষমতা তাদের হয়ে গেছে। তাদের কোয়ালিটির গরু নাকি কুরবানির বাজারে ন্যায্য দাম পাবে না!!

তাহলে ন্যায্য দাম পাবে কই? আর এই ন্যায্য দাম নির্ধারণ করে কারা? গরুর এই কোয়ালিটি আবিষ্কার করলো কারা? গরুর কোয়ালিটি দিয়ে কাস্টমারের ফায়দা কি?

-ন্যায্য দাম পাবে হইলো প্রিমিয়াম এক্সক্লুসিভ ট্যাগ লাগায়ে, জাত মান নিয়ে গবেষণা করে, রেডি দেশি গরু বিদেশি দামে হাতবদল করে বিক্রি করা, কোয়ালিটির আবিষ্কারক,কিছু খামারীদের কাছে।।
কারণ তারা জানে যে কোন না কোন বিশিষ্ট নিত্যনতুন খামারী ঈদের পর এসে তার ঘরের গরু ৮-১০ লাখে কালেক্ট করে নিয়ে যাবে নিজের খামার আর নিজেকে হাইলাইট / ভাইরাল করতে.....
আর তারপর খামারে নিয়ে ক্রেতাকে টুপি পরাইতে সেই একি গান শুনাবে- গো খাদ্যের দাম বেশি, গরু কেনা বেশি, আমার গরু এক্সক্লুসিভ,জাতে মানে টেক্সাস ব্রাহমার সমান,আমার ঘরের বাচ্চা, জবাই দিলে মাংসের জায়গায় হিরা মুক্তা বের হয়, এই সেই...
যাদের অঢেল / দুই নাম্বার টাকা তারাও এইসব গান শুনে কোয়ালিটির মালা গলায় পরে নিবে।
যদিও এইসব কোয়ালিটি দিয়ে কাস্টমারের আদৌ কোন ফায়দা আজ পর্যন্ত আবিষ্কার হয়নাই।

এখন এইজন্য কুরবানির হাটে হাটে আগেকার মত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল গরুগুলো কম দেখতে পাওয়া যায়।

Courtysy : Bull Club Bangladesh Bdgh

11/07/2025

ঘায়েস,
সাদিক এগ্রোর গরু ইন গুলশান

Fantastic Red shahiwal 2025Korbani bull of Sheikh Sazid mashallah  😍😇
11/07/2025

Fantastic Red shahiwal 2025
Korbani bull of Sheikh Sazid mashallah 😍😇

বুক ভরা ভালোবাসা সব খামারি এবং আপুর জন্য । আপনাদের হাত ধরেই আমাদের ক্যাটল সেক্টর এগিয়ে গেছে। সবশেষে একটা কথা মনে রাখতে ...
10/07/2025

বুক ভরা ভালোবাসা সব খামারি এবং আপুর জন্য । আপনাদের হাত ধরেই আমাদের ক্যাটল সেক্টর এগিয়ে গেছে। সবশেষে একটা কথা মনে রাখতে হবে ' Say No To হাট ' ❤️❤️

Save Bangladesh Cattle Sector

‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’
07/07/2025

‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’

গরু চোরা ইমরান এর অবৈধ সন্তান ড্যান্ডি সোহেল । বাপ এখন জেইলের ভেতর ডিম থেরাপি খায় আর ড্যান্ডি সোহেল শুধু বুক ভরা কষ্ট ন...
07/07/2025

গরু চোরা ইমরান এর অবৈধ সন্তান ড্যান্ডি সোহেল । বাপ এখন জেইলের ভেতর ডিম থেরাপি খায় আর ড্যান্ডি সোহেল শুধু বুক ভরা কষ্ট নিয়ে রাতের আঁধারে কান্না করে 😓

P.C Save Bangladesh Cattle Sector

ওর নাম ড্যান্ডি সোহেল। বস্তির চিপায় সারাদিন ড্যান্ডি খাইত একসময় , তারপর ওর অবৈধ বাবা  ইমরান এর দেখা পায় তারপর থেকে ড্...
07/07/2025

ওর নাম ড্যান্ডি সোহেল। বস্তির চিপায় সারাদিন ড্যান্ডি খাইত একসময় , তারপর ওর অবৈধ বাবা ইমরান এর দেখা পায় তারপর থেকে ড্যান্ডি খাওয়া বাদ দিয়ে দিছিল এখন আবার নতুন করে ড্যান্ডি খাওয়া শুরু করেছে ড্যান্ডি সোহেল আর নতুন বাপের সন্ধানে আছে

গরুর জাত ভালো হলেই দাম ২০ লাখ এমন চাওয়াটা  কারো না কারো  থেকে শিখেছে,যাদের থেকে শিখেছে তারা এক কালে নাকি ক‍্যাটেল জগতের...
06/07/2025

গরুর জাত ভালো হলেই দাম ২০ লাখ
এমন চাওয়াটা কারো না কারো থেকে শিখেছে,যাদের থেকে শিখেছে তারা এক কালে নাকি ক‍্যাটেল জগতের রাজা ছিলো, ক‍্যাটেল জগতে এতো অবদান যে মানুষ গরুর মাংস কিনা ছেড়ে দিয়েছিল ,তাদের অবদান এতো বেশি যে মানুষ কোরবানি করা বন্ধ করে দিয়েছিল, বেপারী কোরবানির বাজারে গরু বিক্রি না করে বাড়ি ফেরত নিয়ে গিয়েছিল আজ তারা নেই, তাদের পরিনতি কতটা ভয়ঙ্কর হয়েছে তা সবাই দেখেছে,সবাই যে এসব বিষয় থেকে শিক্ষা নিয়েছে তা না,অনেকের ওই বিবেক কাজ করে না, আর যারা শিক্ষা নেইনি তাদের উপর ভন্ডামির প্রভাব পড়েছে……

আর ভন্ডামির পরিনতি কি হতে পারে তা আশা করি জানা আছে!

P.c season of qurban

06/07/2025

কিছু মাঙ্গের পোলা আছে গরুর পেইজ চালায় দিন চলে, কোনো এক প্রান্তিক খামারি গরুর দাম ২০ লাখ টাকা চাইছে দেখে পোস্ট দিয়ে মজা নিতাছে কিন্তু ওগো ইমরান আব্বু ১ কোটি চাওয়ার পরে মুখে কলা দিয়া রাখছিল 😂

Address

Patenga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Cattle Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category