Maswi Diary

Maswi Diary ভ্রমণের পাশাপাশি জীবন-জীবিকাসহ চারপাশের সবকিছু তুলে আনার চেষ্টা করি মাত্র।

পড়ন্ত বিকেল বেলায় কিছুক্ষণ প্রিয় মানুষের সাথে বিহারে যাওয়া মুহূর্ত গুলো.
22/05/2025

পড়ন্ত বিকেল বেলায় কিছুক্ষণ প্রিয় মানুষের সাথে বিহারে যাওয়া মুহূর্ত গুলো.

11/05/2025

আজ রবিবার শুভ বৌদ্ধ পূর্ণিমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধ ধর্মমতে, আজ থেকে দুই হাজার ৫৬৮ বছর আগে বৈশাখী পূর্ণিমার দিনে মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ (বুদ্ধত্ব লাভ) ও মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল। দিনটির তাৎপর্যেই এর নাম 'বৈশাখী পূর্ণিমা'।

আমন্ত্রণ বা অনুমতি না পেলে কোনো প্রোগ্রামের সংবাদ সংগ্রহ করতে যাওয়া উচিত না।বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক নিউজ কাভারেনামের...
18/04/2025

আমন্ত্রণ বা অনুমতি না পেলে কোনো প্রোগ্রামের সংবাদ সংগ্রহ করতে যাওয়া উচিত না।

বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক নিউজ কাভারে
নামের মেয়েদের শরীর দেখতে যায়।

পাহাড়ের এতকিছুই ঘটে গেলো অথচ বাংলা সাংবাদিক ভাইরা নিউজ কাভার করতে যায়নি।
পাহাড়ের কিছুই কন্টেন্ট ক্রিয়েটরা পাহাড়ের ঘটে যাওয়া
ঘটনার গুলো তুলে ধরতে গিয়ে অনেকে অসংখ্য পেইজ পর্যন্ত হ্যাকিং
শিকার হয়েছে।তখন নিউজ রিপোর্টারা কোথায় ছিলো।
পাহাড়ের আদিবাসী করুন সময় এরা নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকে

আর উৎসব আসলেই মেয়ে দেখতে আসে।

এসব সাংবাদিক পাহাড়ের উৎসব তুলে ধরা প্রয়োজন নাই

শুভ সকাল সবাইকে।
18/11/2024

শুভ সকাল সবাইকে।

11/11/2024

সুখ কখনও সম্পত্তি বা অর্থের ওপর,নির্ভর করে না।
সুখের বাস আত্মার গহীনে।

09/11/2024

.

জীবনকে
সহজভাবে নিতে জানলে,
জীবন কখনো দুঃসহ হয়ে ওঠে না।

#প্রাকৃতিক #পাহাড়

07/11/2024

Good Morning Cox'sbazar.

04/11/2024
03/11/2024

শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসেনা ।

✓কাজী নজরুল ইসলাম!

একবার একটা লঞ্চ দূর্ঘটনায় পড়লো। লঞ্চের এক দম্পত্তি একটা লাইফবোট পেল। কিন্তু স্বামীটা বুঝে ফেললো সেখানে একজনের বেশি উঠতে ...
01/11/2024

একবার একটা লঞ্চ দূর্ঘটনায় পড়লো। লঞ্চের এক দম্পত্তি একটা লাইফবোট পেল। কিন্তু স্বামীটা বুঝে ফেললো সেখানে একজনের বেশি উঠতে পারবে না। লোকটা তার স্ত্রীকে পিছনে ঠেলে দিয়ে নিজে লাফিয়ে উঠে পড়লো। ডুবন্ত লঞ্চে দাঁড়িয়ে থেকে মহিলা স্বামীর উদ্দেশ্যে একটাই মাত্র বাক্য চিৎকার করে বলেছিলো।
শিক্ষক এটুকু বলে থামলেন, ……..
চারদিকে তাকিয়ে ছাত্রদের প্রতিক্রিয়া বুঝতে চাইলেন, “তোমাদের কি মনে হয়? কি বলেছিলো মহিলা!”
-“তুমি একটা ইতর, আমি কি অন্ধই না ছিলাম!” অধিকাংশ ছাত্রই এ ধরনের জবাব দিলো।
_শিক্ষক খেয়াল করলেন একটা ছেলে পুরোটা সময় ধরেই চুপ, তার মতামত জানতে চাইলে সে বললো, “স্যার, আমার বিশ্বাস, মহিলাটি বলেছিল, আমাদের বাচ্চাটার যত্ন নিও, ওকে দেখে রেখ।”
বিস্মিত হয়ে শিক্ষক জিজ্ঞাসা করলেন, “তুমি এই গল্প আগে শুনেছ, তাই না!”
ছেলেটি মাথা নেড়ে জবাব দিলো, “ আমার মাও অসুখে মারা যাওয়ার পূর্বমূহূর্তে বাবাকে একথাই বলেছিলো।”
শিক্ষক একমত হলেন, তুমিই ঠিক।
শিক্ষক আবার বলা শুরু করলেন……..লঞ্চটা ডুবে গেলো এবং বাড়ি ফিরে লোকটা একাকী মেয়েকে যত্ন করে বড় করলো।
লোকটি মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে তাদের কন্যা বাবার একটি ডায়েরী পেল।
সেখানে সে আবিষ্কার করলো, লঞ্চযাত্রায় যাওয়ার আগেই মায়ের দুরারোগ্য অসুখ ধরা পড়েছিলো, চরম মূহূর্তে তার বাবা তাই বাঁচার একমাত্র উপায়ের সদ্ব্যবহার করেছে।
ডায়েরীতে তার বাবা লিখেছে, “আমারও তোমার সাথে সাগরের তলে ডুবে যেতে ইচ্ছে হচ্ছিলো, কিন্তু শুধু মেয়ের কথা ভেবে তোমাকে একাই সাগর তলে চিরদিনের জন্য ছেড়ে আসতে হলো।”
গল্প শেষ হলো, ক্লাস একদম চুপ।
শিক্ষক বুঝলেন, ছাত্রেরা গল্পের শিক্ষাটা ধরতে পেরেছে। ভালো এবং মন্দ, পৃথিবীর সব কিছুর পেছনেই অনেক জটিলতা আছে যা সব সময় বোঝা যায় না।

সারমর্ম ঃ ---
আমাদের কখনোই শুধুমাত্র উপরের তল দেখেই যাচাই করা উচিত নয়, অন্যকে না বুঝেই বিচার করে ফেলাটা বেশ বোকামি।

#সংগৃহীত,

কারো সম্পর্কে যত কম জানা যায়, ততই ভালো,কারণ মানুষ কল্পনায় অথবা সুন্দর দূর থেকেই, কাছে এলেই আকর্ষণ কমে যায়।-হুমায়ূন আহমে...
31/10/2024

কারো সম্পর্কে যত কম জানা যায়, ততই ভালো,
কারণ মানুষ কল্পনায় অথবা সুন্দর দূর থেকেই, কাছে এলেই আকর্ষণ কমে যায়।

-হুমায়ূন আহমেদ

Address

Patenga

Telephone

+18789295440

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maswi Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maswi Diary:

Share