
19/01/2025
অংশগ্রহণের জন্য এই লিংকে ক্লিক করুন: https://forms.gle/ncRdd69SL6ZG9GBaA
বিশ্বের ইতিহাসে এমন কোনো জাতি নেই যারা মুখের ভাষা, মায়ের ভাষা রক্ষার জন্য জীবন দিয়েছে। এত ত্যাগে পাওয়া মাতৃভাষা বাংলাকে ছড়িয়ে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে। জেনে আশ্চর্য হবেন, ভাষার চর্চা না থাকায় প্রতি দুই সপ্তাহে বিশ্বের বুক থেকে একটি করে ভাষা হারিয়ে যাচ্ছে! তাই এই ভাষার মাস থেকে বাংলা ভাষার চর্চা হোক সবখানে।
আসুন যোগ দেই “বাংলার রঙে বাংলা নামে” উদ্যোগে। যেখানে আপনার দেয়া নামে আপনার বিভাগের খাবার, সংস্কৃতি ও প্রকৃতির অজানা রঙগুলো ফিরে পাবে বাংলা নাম! আসুন একসাথে রঙকে রাঙাই বাংলা নামে।
অংশগ্রহণের নিয়মাবলী-
১। সবাই অংশগ্রহণ করতে পারবে।
২। ফর্মে আপনার সঠিক তথ্যগুলো প্রদান করুন।
৩। অবশ্যই রঙ গুলোর বাংলা নামকরণ করতে হবে।
৪। একজন অংশগ্রহণকারী একাধিক রঙের নাম দিতে পারবে।
৫। সম্মানিত বিচারকদের যাচাই-বাছাই প্রক্রিয়ার পর ১০ দশ বিজয়ী পাবে আকর্ষণীয় পুরস্কার।
৬। এই উদ্যোগের নিয়মাবলি পরিবর্তন, পরিমার্জন এবং পরিবর্ধন করার সর্বস্বত্ব বার্জার পেইন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
অংশগ্রহণের শেষ সময়: ১৫ই ফেব্রুয়ারী রাত ১১:৫৯ pm