09/04/2025
*দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা” শীর্ষক কর্মশালার আয়োজন*
আজ ৯ এপ্রিল ২০২৫ তারিখে আনসার ভিডিপি সদর দপ্তর অডিটরিয়ামে ‘দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় উপস্থিত সদস্যাদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং বাহিনীর সাম্প্রতিক উল্লেখযোগ্য কর্মকান্ড ও ভবিষ্যত কর্মপন্থার বিষয়ে আলোকপাত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়সহ বাহিনীর অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ। উক্ত সেমিনারে আত্মকর্মসংস্থানে আনসার-ভিডিপির চলমান কার্যক্রম সম্পর্কে নিবন্ধ উপস্থাপন করেন উপমহপরিচালক (প্রশিক্ষণ) মোঃ রফিকুল ইসলাম। তরুণ উদ্যোক্তা গড়ে তুলতে আনসার ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে “প্রান্তিক শক্তি”নামক এন্টারপ্রাইজ গঠনসহ একাধিক সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ গঠন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে তরুণদের সফল উদ্যোক্তা ও পেশাজীবীদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করা হয়েছে । বাহিনীর মানবসম্পদ ও উদ্যোক্তা ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যে বিভিন্ন সফটওয়্যার তৈরীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অধিকন্তু, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় সহজ অর্থায়নের মাধ্যমে তরুণরা নিজেদের ব্যবসা শুরু করতে কিংবা সম্প্রসারণ করতে পারছে, যা আত্মকর্মসংস্থানের একটি কার্যকর ভিত্তি নির্মাণ করছে।
প্রশিক্ষণ ও কর্মসংস্থানে আরও অধিকতর সফলতা অর্জনে বাহিনী বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে। এই অংশীদারিত্বের ফলে সম্পদের যৌথ ব্যবহার সম্ভব হচ্ছে এবং লক্ষ্যমাত্রা অর্জন আরও সহজতর হচ্ছে। উল্লেখযোগ্য কিছু সহযোগিতার মধ্যে রয়েছে বিটাকের সঙ্গে কারিগরি প্রশিক্ষণ, শোভলের মাধ্যমে হসপিটালিটি ও আইটি প্রশিক্ষণ, ইকো সাউন্ডের মাধ্যমে ৬জি ওয়েল্ডিং, শ্রেডারের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি, টেকনোগ্রাম লিমিটেডের সঙ্গে আউটসোর্সিং ও আইটি এবং এমিনেন্স ওভারসীজের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় ভাষা শিক্ষা। এছাড়া, জিআইজেড-এর সহায়তায় বৈদেশিক কর্মসংস্থানের নতুন পথও উন্মোচিত হচ্ছে। আরও বহু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের কার্যক্রম চলমান রয়েছে, যা ভবিষ্যতের কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।
ইতোমধ্যে ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মেয়াদে ১১১ জন ভিডিপি সদস্যা ৩ মাসব্যাপী ৯টি ট্রেডে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এই প্রশিক্ষণ কোর্সগুলোর মধ্যে ছিল মেশিন সপ, মোবাইল সার্ভিসিং, অটোক্যাড, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। প্রশিক্ষণ শেষে এদের অনেকে দেশের খ্যাতনামা কোম্পানিতে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন, যেমন এসিআই ইলেকট্রনিক্সে ৫ জন, ম্যাটাডোর গ্রুপে ১৯ জন, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে ৫ জন এবং প্রাণ-আরএফএলে ৫৯ জন সদস্যা। এই উদ্যোগটি বাহিনীর সদস্যদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে দৃশ্যমান গৌরবজ্বল দৃষ্টান্ত ও ব্যাপক অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর সঙ্গে আনসার-ভিডিপির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কার্যক্রম চলমান রয়েছে, যার আওতায় বাহিনীর প্রায় ৮৫,০০০ সদস্য ও সদস্যা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ লাভ করবেন।
#সাধারণআনসার