Joypurhat City News

Joypurhat City News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Joypurhat City News, Media/News Company, Patgram.

রানের হিসাবে বাংলাদেশের আন্তর্জাতিক টি-২০ দ্বিতীয় সর্বাধিক রানের জয় এইটা।
13/07/2025

রানের হিসাবে বাংলাদেশের আন্তর্জাতিক টি-২০ দ্বিতীয় সর্বাধিক রানের জয় এইটা।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদীঘি উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল করেছে। ওই শিক...
12/07/2025

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদীঘি উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল করেছে। ওই শিক্ষার্থীর নাম জিৎ চন্দ্র মহন্ত। সে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফার্ম মেশিনারি ট্রেডে এসএসসি পরীক্ষার্থী।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১৪টি বিষয়ে পরীক্ষা দিয়ে কেবল গণিতে অকৃতকার্য হয় সে। পরবর্তী বছর, অর্থাৎ ২০২৫ সালে শুধু গণিত বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেয়।🙂

11/07/2025
27/06/2025

✅👉 জয়পুরহাট টিটিসিতে (Joypurhat TTC) ASSET প্রকল্পের আওতায় সম্পূর্ণ সরকারি ব্যয়ে ৩ (তিন) দিনব্যাপী RPL অ্যাসেসমেন্টে অংশগ্রহণের জন্য ৩য় ব্যাচে আবেদন গ্রহণ চলছে।

✅✅অকুপেশন সমূহঃ

👉1. Solar Electrical System Level-1

👉2. Motor Cycle Servicing Level-1

🔁এসেসমেন্ট ডেটঃ ১২ জুলাই ২০২৫ খ্রিঃ

✅শর্ত/সুযোগ সুবিধাসমূহঃ

🔹 সংশ্লিষ্ট পেশায় কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।
🔹 ন্যূনতম এসএসসি পাস প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
🔹 বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর।
🔹 প্রশিক্ষণ সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
🎁 কম্পিটেন্ট হলে ৩ দিনের জন্য ২৪০০ টাকা প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে।
🔹 অগ্রাধিকার পাবেন হতদরিদ্র, মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বেকার প্রার্থীগণ।
⏭️ ইলেকট্রিশিয়ান ABC licence থাকলে, EIM level 1-3 কম্পিটেন্ট থাকলে অগ্রাধিকার পাবে
🏠 দূরের প্রশিক্ষণার্থীদের থাকা ও খাওয়ার সুবিধা আছে।

✅প্রয়োজনীয় কাগজপত্রঃ

🔸 NID কার্ড বা অনলাইন জন্মসনদের সত্যায়িত অনুলিপি
🔸 শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র
🔸 সংশ্লিষ্ট পেশায় ১ বছরের বাস্তব অভিজ্ঞতার সত্যায়িত .সনদপত্র (বাধ্যতামূলক)
,🔜⏭️যারা ইলেকট্রিশিয়ান,NSDA/ BTEB কর্তৃক ইএমআই লেভেল ২-৩ কম্পিটেন্ট।

✅যোগাযোগ করুন : 01339404463 (Solar Electrical system)
01703-179658 ( Motor)
©joypurhat ttc page

আসসালামু আলাইকুম, জানা-অজানা কিছু গল্পের মধ্যে জয়পুরহাটের পার্শ্ববর্তী এলাকা মঙ্গলবারির “ভী‌‌মের পা‌ন্টির”অজানা কিছু গল...
14/06/2025

আসসালামু আলাইকুম,
জানা-অজানা কিছু গল্পের মধ্যে জয়পুরহাটের পার্শ্ববর্তী এলাকা মঙ্গলবারির “ভী‌‌মের পা‌ন্টির”অজানা কিছু গল্প।
[ #ভীমেরপান্টি #বাদালস্তম্ভ #গরুড়স্তম্ভ #মঙ্গলবাড়ীস্তম্ভ ]ছোট্টবেলা থেকে শুনেছি এই লেখাগুলো কেউ পড়তেই পারেনি। গত(০৯ জুন ২০২৫ খ্রিঃ) শেষ বার দেখে আসার সময়ও উপস্থিত দর্শনার্থীরা ঐ একই কথা বলেন, “এটা কেউ পড়তেই পারেনি!” কথাটি সত্য নয়। ১৭৮০ খ্রিঃ স্যার চার্লস উইলকিন্স এটি আবিষ্কার করেন (স্যার চার্লস উইলকিন্স ”বাদাল কঠির” (নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ঈসবপুর ইউনিয়নে বাদাল আশেকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্বদিকে কাচারীভিটা নামে একটি উচুঁ ডিবি আছে ও সেখানে কুঠিপুকুর নামে একটা পুকুরও বর্তমান।) অধ্যক্ষ ছিলেন। তিনি পাথরের এই স্তম্ভটি দেখতে পাওয়া পর এর লিখাগুলোর পাঠ উদ্ধারের চেষ্টা করেন। তার সম্পাদনায় ১৭৮৫ সালের ১৪ জুলাই এই স্তম্ভলিপির একটি ইংরেজী অনুবাদ Asiatic Researches কর্তৃক প্রকাশিত হয়। সেখানে লিপিটির মুল ভাষা (সংস্কত) সংযুক্ত করা হয় নাই। নানাবিধ কারনে তাঁর অনুবাদটি প্রশ্নবিদ্ধ হলেও তাঁর চেষ্টা প্রসংসার দাবি রাখে। স্যার চার্লস উইলকিন্স ‘র অনুবাদটি পুনঃবার ১৭৮৮ খ্রিষ্টাব্দে এসিয়াটিক সোসাইটির পত্রিকায় প্রকাশিত হয়েছিল (?)। এর প্রায় একশ বছর পর দিনাপুরের ডিস্ট্রিক্ট #কালেক্টর (বের্তমানের জেলা প্রশাসক পদ মর্যাদা) মিঃ #ওয়েষ্টমেক্‌ট এর অনুপ্রেরনায় সংস্কৃত পন্ডিত মান্যবর হরচন্দ্র চক্রবর্ত্তি -র সম্পাদনায় এসিয়াটিক সোসাইটিতে প্রেরণ করলে তা ১৮৭৪ খ্রিঃ প্রকাশিত হয়। একই সাথে শ্রীযুক্ত #প্রতাপচন্দ্র ঘোষজ কতৃক লিপিটির ইংরেজী অনুবাদও প্রকাশিত হয়। এই অনুবাদেও বেশ কিছু শ্লোকের অনুবাদ ও আনুষাঙ্গিক বিয়য়ে পন্ডিতগনের মধ্যে সঠিক অনুবাদ হয়নি বলে মতানৈক্য তৈরী হয়। এরপর বিখ্যাত লিপি বিশারদ প্রফেসর #কিলহর্ণ উইলকিন্স, পন্ডিত #হরচন্দ্র চক্রবির্ত্তি পাঠটি সংষ্করণ করে ১৮৯৩ সালে (ইংরেজী ভাষায়) India পত্রিকায় পকাশিত হয়। প্রফেসর কিলহর্ণের এই পাঠটি অধিকাংশ পন্ডিতগন গ্রহনযোগ্য বলে মেনে নিয়ে ছিলেন। কিছু ভুলত্রুটি পরিলক্ষিত হয়, তা নিয়ে বিজ্ঞজনদের সংশয় দেখা দিলে ”বরেন্দ্র অনুসন্ধান সমিতি” #অক্ষকুমার মৈত্র মহাশয়কে এর একটি বিশুদ্ধ পাঠ সংকলনের গুরুদায়ীত্ব অর্পণ করেন। দায়ীত্ব প্রাপ্ত হয়ে মৈত্র মহাশয় “গরুড়স্তম্ভ-লিপি” নামে এই স্তম্ভের লিপিগুলোর একটি বাংলা পাঠ সংকলন ক

12/06/2025

জয়পুরহাটের সাবেক এমপি স্বপনের অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক বিস্তারিত বাংলাদেশ প্রতিদিনে।

এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান ২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে গুজরাটের রাজধানী আহমেদাবাদে। উড্ডয়নের পর পরই বিধ্বস...
12/06/2025

এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান ২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে গুজরাটের রাজধানী আহমেদাবাদে। উড্ডয়নের পর পরই বিধ্বস্ত হয় বিমানটি। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের মধ্যে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডা ও সাত জন পর্তুগালের নাগরিক ছিলেন।
ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা রক্সি গাড্ডেকার জানাচ্ছেন যে, তার চারদিকে প্রত্যেকটি মানুষ দৌড়োদৌড়ি করছেন – যাতে যত বেশি সম্ভব মানুষকে উদ্ধার করা যায়।
তিনি বলছেন, “যে জায়গাটায় উদ্ধার তৎপরতা চলছে, সেটি বিমানবন্দরের খুব কাছে। চারদিকে শুধুই অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে।।
ফটোক্রেডিট - এপি, বিবিসি।।

দিন-দুপুরে বাড়ির সামনে ছাত্রদল নেতাকে ছুরি মেরে হত্যার ঘটনা ঘটনায় গ্রেপ্তার ৩জয়পুরহাটে  দিন-দুপুরে বাড়ির সামনে শহর ছাত্র...
30/05/2025

দিন-দুপুরে বাড়ির সামনে ছাত্রদল নেতাকে ছুরি মেরে হত্যার ঘটনা ঘটনায় গ্রেপ্তার ৩

জয়পুরহাটে দিন-দুপুরে বাড়ির সামনে শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিপ্লব আহম্মেদ পিয়ালের হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তা‌র করেছে পুলিশ। বুধবার দুপরে এ তথ্য জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আলম সিদ্দিক।

নিহত পিয়াল ইসলামনগরের মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে এবং জয়পুরহাট শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাট পৌর শহরের আদর্শ পাড়া ইসলাম নগর মহল্লার রুবেল হোসেনের স্ত্রী নাসরিন আক্তার, একই মহল্লার সোহেল রানার স্ত্রী শ্রাবণী আক্তার, সদর উপজেলার ভাদসা দক্ষিণ কোচকুড়ি গ্রামের গ্রামের সামছুদ্দিনের ছেলে রাসেল হোসেম।

জয়পুরহাট কুটির শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫         ড্রোন ভিউছবি- বিয়ের বাজার - Biyer Bazar
29/05/2025

জয়পুরহাট কুটির শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫

ড্রোন ভিউ

ছবি- বিয়ের বাজার - Biyer Bazar

Address

Patgram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joypurhat City News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share