Joypurhat City News

Joypurhat City News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Joypurhat City News, Patgram.
(1)

এই পেজ থেকে যা আয় হবে ৫০% গরিব-দুঃখীদের বিলিয়ে দেওয়া হবে সকলের সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন যেন খুব তাড়াতাড়ি বেশি বেশি আয় করা যায় এবং গরীব দুঃখীদের পাশে দাঁড়ানো যায় ধন্যবাদ

রাজশাহী টু নজিপুর পদ্মা গাড়ির মর্মান্তিক দূর্ঘটনা।অনেকে মা*রা গেছে।নজিপুর থেকে ৩.২০ এ বাসটি ছেরেছে।দূর্ঘটনার স্থান রাজশা...
27/09/2025

রাজশাহী টু নজিপুর পদ্মা গাড়ির মর্মান্তিক দূর্ঘটনা।অনেকে মা*রা গেছে।নজিপুর থেকে ৩.২০ এ বাসটি ছেরেছে।দূর্ঘটনার স্থান রাজশাহী নওহাটা।নজিপুরের অনেকে আছে এই বাসে ধারনা করা হচ্ছে।অনেক লা*শ বাসের ভিতর রয়েছে এখনো।বের করা যাচ্ছে না।রাস্তায় বিশাল জ্যাম।

27/09/2025

ফিলিস্তিনে খুধার জ্বালায় বাচ্চার😭

***পাঁচবিবিতে জনতার হাতে ট্রান্সফর্মার চোর চক্রের ২জন আটকজয়পুরহাটের পাঁচবিবিতে  অগভীর  নলকুপে স্থাপনকৃত পল্লী বিদ্যুৎ  ট...
27/09/2025

***পাঁচবিবিতে জনতার হাতে ট্রান্সফর্মার চোর চক্রের ২জন আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে অগভীর নলকুপে স্থাপনকৃত পল্লী বিদ্যুৎ ট্রান্সফরমার চোর চক্রের ২ জন চোরকে স্থানীয় জনতা আটক করে পুলিশর দিয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী বাজারের এঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামার গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল আওয়াল (৪০) ও একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র ছানোয়ার হোসেন (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট আওলাইয়ের বয়রা গ্রামের মৃত শাজাহান মন্ডলের অগভীর নূলকূপের একটি ট্রান্সফরমার চুরি হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করা কালে আব্দুল আওয়াল চুরি হওয়া ট্রান্সফরমার ২০ হাজার টাকার বিনিময়ে ফেরত দিতে চান। কিন্তুু তাকে টাকা দেওয়ার পর ট্রান্সফরমার ফেরত দিতে টালবাহনা করলে শাজাহান তাকে চাপ দিতে থাকে। এ পর্যায়ে গত ৮ তারিখে ট্রান্সফরমারের ভিতরে থাকা তামার কয়েল বের করে নিয়ে শুধু মাত্র ট্রান্সফরমারের ঢোলটি স্থানীয় একটি নদীতে ফেলে রেখে যায়। পরবর্তীতে শুধু ট্রান্সফরমারের ঢোল পেয়ে আবারও অগভীর নলকূপের মালিক শাজাহান মন্ডল আওয়ালকে চাপ দিলে আজ শনিবার ছাতিনালি বাজারে নেওয়া টাকা ফেরত দিতে আসলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেন। বিকেলে ঘটনাস্থলে পুলিশ আসলে আটক ব্যক্তিদ্বয়কে তাদের নিকট সোর্পদ করেন।

সম্প্রতি এলাকায় আবারও ট্রান্সফার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে । গত রাতে ইউনিয়নের দুগরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে নুরুন্নবীর অগভীর নলকুপের ৩ টি ট্রান্সফর্মার চুরি হয়েছে ।

- সজল কুমার দাস

গার্লফ্রেন্ড রেখে বিয়া করতে যাওয়ার সময় গার্লফ্রেন্ড এর আক্রমণ । রাস্তা অবরোধ 🤣
27/09/2025

গার্লফ্রেন্ড রেখে বিয়া করতে যাওয়ার সময় গার্লফ্রেন্ড এর আক্রমণ । রাস্তা অবরোধ 🤣

তরুণ দের হাত ধরেই দেশ এগিয়ে যাবে❤️একগুচ্ছ তরুনের প্রচেষ্টায় সন্ন্যাসতলি ব্রিজ থেকে আছরাঙ্গা দিঘির তুলসীগঙ্গা নদীর বাঁধে...
26/09/2025

তরুণ দের হাত ধরেই দেশ এগিয়ে যাবে❤️
একগুচ্ছ তরুনের প্রচেষ্টায় সন্ন্যাসতলি ব্রিজ থেকে আছরাঙ্গা দিঘির তুলসীগঙ্গা নদীর বাঁধে এক কিলোমিটার অংশে কৃষ্ণচূড়া গাছ রোপন।

আয়োজনেঃ আক্কেলপুর তুলসীগঙ্গা মুক্ত স্কাউট
সার্বিক এবং আর্থিক সহায়তায়ঃ সুরাইয়া মুন্নী

কালাই এ শিক্ষককে মারধরের ঘটনায়  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ জয়পুরহাটের কালাই সদরে আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের খতি...
26/09/2025

কালাই এ শিক্ষককে মারধরের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জয়পুরহাটের কালাই সদরে আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও হাতিয়র কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ সেলিম রেজাকে অতর্কিত হামলার প্রতিবাদে আজকে বাদ জুম্মা তৌহিদী জনতা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

এ সময় মসজিদ মার্কেটের দাতা সদস্য মাহফুজুল হক জনি তালুকদার এর সঞ্চালনায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের খতীব গোলাম মোস্তফা এর সভাপতিত্বে বক্তব্য দেন কালাই উপজেলা জামাআতের নায়েবে আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, শিরট্রি কলেজের অধ্যক্ষ শাজাহান আলী, কালাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আলিম সরকার, আহম্মেদাবাদ ইউপি বিএনপির আহ্বায়ক তাজ উদ্দিন, কালাই প্রেসক্লাবের সেক্রেটারী এ্যাড. নাফিউৎজ্জামান তালুকদার ডলার, জামাআত নেতা মোজাফফর হোসেন, চান্দাইর মাদ্রাসার সুপার হাফিজার রহমান, ইসলামি ছাত্রসমাজের কেন্দ্রীয় নেতা মো. শামিমসহ বিভিন্ন মসজিদের ইমাম রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন আলেম-ওলামাদের গায়ে কোন হাত তোলার চেষ্টা করলে আমরা মুসল্লীরা তা প্রতিহত করবো। ভবিষ্যতে কালাইয়ে এ ধরনের ধৃষ্টতা যারা দেখাবে তাদের কে কঠোর হস্তে দমন করা হবে। এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, মুসল্লী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গতকাল সন্ধ্যায় আব্দুল্লাহ আল মাহমুদ ও নূরনবী দুই সহোদর ভাই মাওলানা সেলিম রেজার ওপরে অতর্কিতভাবে হামলা চালালে মার্কেটের দোকান মালিক, মসজিদের মুসল্লী ও স্থানীয়দের মধ্যে উত্তপ্ত বিরাজ করলে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান ও কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইমামের ওপরে অতর্কিত হামলার কারনে তাদের উভয়কে ১৫ দিনের কারাদণ্ড দেন কালাই উপজেলা প্রশাসন।

-আব্দুন নুর নাহিদ

26/09/2025

বাংলাদেশ দলকে ধুয়ে দিলো যুবক

26/09/2025

এখন পরিবেশেন হচ্ছে তেলওয়াত সরাসরি সম্প্রচার

বাংলাদেশের একমাত্র রহস্যময়ী সাপ। যাকে ঘামচাটা সাপ ও বলা হয়।বাংলাদেশে সবচাইতে বেশী মানুষ মা*রা যায় এই কালাচ সাপের কামড়ে৷ ...
25/09/2025

বাংলাদেশের একমাত্র রহস্যময়ী সাপ। যাকে ঘামচাটা সাপ ও বলা হয়।
বাংলাদেশে সবচাইতে বেশী মানুষ মা*রা যায় এই কালাচ সাপের কামড়ে৷ এরা দিনের বেলায় লুকিয়ে থাকে, রাতের বেলায় বের হয়।

এরা মানুষের ঘরের মধ্যে ঢুকে যায়, বেশীরভাগ বিছানায় উঠে কাথার মধ্যে চুপ করে বসে থাকে, বা অন্য কোন চিপায় চাপায় লুকিয়ে থাকে।

যখন মানুষ ঘুমের মধ্যে তার গায়ের সাথে লেগে যায়, তখন আপনাকে কামড় দিয়ে সুন্দর করে চলে যাবে, কিন্তু আপনি টেরই পাবেন না সে কামড় দিয়েছে যে, মশা কামড়ালেও বুঝা যায়, কিন্তু এই কালাচ সাপে কামড় দিলে কিছুই বুঝা যায়না, ব্যথা ও করেনা, কোন যন্ত্রণাও করেনা। এই কারণে মানুষ কিছু বুঝে উঠার আগেই ঘুমের মধ্যে মা*রা যায়।
এই সাপের কারনেই বলা হয়ে থাকে রাতের বেলা অবশ্যই মশারী টাংিয়ে ঘুমানো উচিত।
সাবধান থাকুন, অন্যকে সাবধান করুন।

25/09/2025

বাংলাদেশ বনাম পাকিস্তান,এশিয়া কাপে সুপার ফোরে ম্যাচ লাইভ

25/09/2025

পা/কি/স্তা/নে/র বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Address

Patgram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joypurhat City News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share