05/05/2025
অভিনব কায়দায় বাসে খালি বস্তার ভাজে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন কালে ১৪ কেজি ৪৯০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী‘কে র্যাব-৫ এর রাজশাহী কাশিয়াডাঙ্গা চেকপোস্টে গ্রেফতার।
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
১। এরই ধারাবাহিকতায় ইং ০৫ মে ২০২৫ তারিখ ভোর-০৪.৫০ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ নূহ আলী (২৭), পিতা মৃত তরিকুল ইসলাম, মাতা-মোছাঃ নাছিমা বেগম, ২। মোঃ তাজেল আলী (৩৪), পিতা মৃত সহবুল আলী, মাতা-মোছাঃ পারুল বেওয়া উভয় সাং-রাণী নগর, পোঃ-মনাকষা থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ‘কে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত গাঁজা-১৪ কেজি ৪৯০ গ্রাম, প্লাস্টিকের বস্তা-৪০ টি, মোবাইল-০২টি, সীম-০২টি, বাস টিকিট-০১টি উদ্ধার করে।
২। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ময়মনসিংহ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘‘শামীম এন্টারপ্রাইজ (প্রাঃ) লিঃ’’ নামক চেয়ার কোচ পরিবহনে যাত্রীবেশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ব্যবসার উদ্দেশ্যে বহন করে চাপাইনবাবগঞ্জ যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা মোড়স্থ রাজশাহী- চাঁপাই মহাসড়কের উপর র্যাবের টহল দল চেকপোষ্ট পরিচালনা করে।
৩। চেকপোস্ট পরিচালনা কালে রাজশাহী মহানগরীর আমচত্ত্বর হতে চাঁপাইনবাবগঞ্জ গামী উক্ত চেয়ার কোচ বাস আসলে উক্ত বাস হতে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং উক্ত বাসটি তল্লাশী করে বাসের লকারের ভিতরে অভিনব কায়দায় বস্তার ভাজে লুকায়িত অবস্থায় ১৪ কেজি ৪৯০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।
৪। ধৃত আসামীদ্বয় ময়মনসিংহ জেলায় দীর্ঘদিন ধরে রাজ মিস্ত্রির কাজ করে আসছিল। তারা ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে গাঁজা সংগ্রহ করতঃ অভিনব কায়দায় সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে লুকায়িত অবস্থায় পণ্য পরিবহণের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করছিল। উক্ত আসামীদ্বয় সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে বাস ও ট্রেনে পণ্য পরিবহণের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজশাহী মহানগরী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল।
৫। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।