Wahid Reza Raj

Wahid Reza Raj """"একজনকে সাহায্য করলে হয়তো পৃথিবী বদলে যাবে না,,, তবে ঐ একজনের পৃথিবী হয়তো বদলে যেতে পারে """

23/04/2025
20/04/2025

জান্নাতে যাওয়ার সহজ মাধ্যমগুলো জেনে নিনঃ

১- প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করুন (আশ্‌হাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্‌দাহু লা- শারী কা লাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রাসূলুহূ)

এতে জান্নাতের ৮টি দরজার যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। (১)
__

২- প্রত্যেক ফরজ সলাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুণ এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। (২)
__

৩- প্রত্যেক ফরজ সলাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ্‌, ৩৩ বার আল্লাহু আকবার এবং ১ বার (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর) পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। (৩)

সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে ৩৬০ বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে ৫ ওয়াক্তে ৫০০ বার পড়া হচ্ছে। (৪)
__

৪- প্রতিরাতে সূরা মুলক পাঠ করুণ এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। (৫)
__

৫- রাসুল (সাঃ)-এর উপর সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দরুদ পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুল (সাঃ)-এর সুপারিশ পাবেন। (৬)
__

৬- সকালে ১০০ বার ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পরলে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশী মর্যাদা দেওয়া হবে। (৭)
__

৭- সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশী সওয়াব আর কারো হবে না। (৮)
__

৮- সকালে ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ্‌, ১০০ বার আল্লাহু আকবার এবং ১০০ বার লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর পাঠ করলে অগণিত সওয়াব হবে। (৯)
__

৯- বাজারে প্রবেশ করে- (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু য়্যুহয়ী ওয়া য়্যুমীতু ওয়া হুয়া হাইয়ুল লা য়্যামূত, বিয়াদিহিল খাইরু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর)পাঠ করুণ এতে ১০ লক্ষ পুণ্য হবে, ১০ লক্ষ পাপ মোচন হবে, ১০ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য ১ টি গৃহ নির্মাণ করা হবে। (১০)
__

১০- বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুণ এতে আল্লাহ তা’লা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। (১১)
__

১১- জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে ৪০ দিন সলাত আদায় করুন

10/04/2025

ক্ষমা ও তার উপকারিতা.🥰🌹🤲

ক্ষমা করা মানব জীবনের পরম আদর্শ ও মহাগুণ। মহান আল্লাহ ক্ষমাশীল। তিনি বান্দাদের ক্ষমা করতে পছন্দ করেন। তাই তিনি তাঁর প্রিয়নবী মুহাম্মদ সা:কে এই গুণ অর্জনে নির্দেশ দিয়ে বলেন, ‘আপনি ক্ষমাশীলতা অবলম্বন করুন এবং মানুষকে ভালো বিষয়ের আদেশ করুন। আর মূর্খদের উপেক্ষা করুন (সূরা আরাফ, আয়াত-১৯৯)
যিনি উদার প্রকৃতির, তিনিই ক্ষমাশীল। যাদের এ ধরনের গুণাগুণ রয়েছে, তারা আল্লাহ তায়ালার বিশেষ নিয়ামতপ্রাপ্ত। ক্ষমাকারী ব্যক্তি ধৈর্যবান ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। আল্লাহ তায়ালা এই গুণ অর্জনে মানুষকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। আল্লাহ পাক বলেন, ‘আর যে সবর করে ও ক্ষমা করে। নিশ্চয়ই তা অতি আবশ্যকীয় বিষয়’ (সূরা শুরা, আয়াত-৪৩)।
রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘যে ব্যক্তি নম্র-বিনয়ী হয়, আল্লাহ তাকে উচ্চাসনে আসীন করেন আর যে অহঙ্কারী হয়, আল্লাহ তাকে অপদস্থ করেন’ (মিশকাত)। উল্লেখ্য, যার মধ্যে ক্ষমার আদর্শ রয়েছে তিনি বিনয়ী হন। আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- আরেকটি রেওয়ায়েতে রাসূলুল্লাহ সা: সহিষ্ণুতার মর্যাদা তুলে ধরে বলেন, ‘হজরত মূসা আ: আল্লাহ তায়ালাকে জিজ্ঞেস করেন, হে রব! তোমার কাছে কোন বান্দা বেশি মহিমান্বিত? জবাবে আল্লাহ বলেন, যে ব্যক্তি প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়’ (মিশকাত-২/৪৩৪)।

হে রাষ্ট্র!কবে থেকে প্রতিটি নাগরিক তামিম ইকবালের মতো স্বাস্থ্যসেবা পাবে?
25/03/2025

হে রাষ্ট্র!
কবে থেকে প্রতিটি নাগরিক তামিম ইকবালের মতো স্বাস্থ্যসেবা পাবে?

23/05/2024

চাষাবাদের জন্য বাংলার কৃষকের সেরা পছন্দের তালিকার শীর্ষে রয়েছে TT55 New Holland ট্রাক্টর । তেল সাশ্রয়ী এবং শক্তিশালী ইভাকো ইঞ্জিনের কারনে চাষাবাদে যুক্ত হয়েছে নতুন মাত্রা ।

বিশ্বসেরা ইভাকো ইঞ্জিনের New Holland TT55 ট্রাক্টর চাষাবাদের জন্য কৃষকের ভরসার স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে । চাষ ও পরিবহনে সমান দক্ষ এই ট্রাক্টর মাটি নরম হোক কিংবা শক্ত সকল জমিতে কৃষিকাজ চালিয়ে নেয় নিরন্তরভাবে । জ্বালানী সাশ্রয়ী ও শক্তিশালী ইঞ্জিন-এর এই ট্রাক্টরগুলো অল্প সময়ে অন্য যেকোন ট্রাক্টরের চেয়ে বেশি চাষ করতে সক্ষম। সাথে থাকছে সহজ কিস্তি সুবিধা ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা।

তাই দেরি না করে আজ ই নিয়ে ফেলুন New Holland TT55/3230 Model ট্রাক্টর !!

বিস্তারিত জানতে যোগাযোগ করুন-Office- Naugaon
South,.... Area -( Nozipur-Potnitola, Damurhat, Sapahar, Porsa, Niamotpur )

☎️Hotline: +8801329721934

#কৃষি #ট্রাক্টর #চাষ #চাষাবাদ #কিস্তি #ছাড় #আধুনিককৃষিযন্ত্র

Alhamdulellha for everything
29/11/2023

Alhamdulellha for everything

09/07/2023

হাসবুনআল্লাহু ওয়া নিমাল ওয়াকিল; নিমল মওলা ওয়ানি'মান নাসির' —

Old memory in Sylet 😔
07/07/2023

Old memory in Sylet 😔

05/05/2023

Right Way

04/01/2023

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জীবনী - Biography of Tevaga Movement leader Ila Mitra Part -01. //Created by Wahid Reza

Address

Patgram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wahid Reza Raj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share