10/10/2025
রাজশাহীতে রাবি শিক্ষকের মর্মান্তিক মৃত্যু
শুক্রবার (১০ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের নওহাটা এলাকার মনসুর জুট মিলের সামনে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।
দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশাহ। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
পবা থানার ওসি মনিরুল ইসলাম জানান, দুই শিক্ষক সকালে মাছ ধরার সরঞ্জাম নিয়ে স্কুটিতে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুটির পিছনের চাকা ব্লাস্ট হওয়ায় তারা নিয়ন্ত্রণ হারান।
ঘটনাস্থলে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় এবং সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা যায়নি।
অধ্যাপক শিব শংকর রায়ের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে এবং তার আত্মার শান্তি কামনা করেছে।