Hello Rajshahi

Hello Rajshahi Hello Rajshah Is Online Information Page. Follow Our 2nd Page ➡️ Hello Rajshahi 2.0 Best Creative & Quality Daily Online Magazine Page

12/07/2025

রাজশাহী রেলগেট চত্বরে ছাত্রদের অবস্থা ।

🎯 ফ্রি ট্রেনিং + চাকরির সুযোগ!রাজশাহীর PEW TRAINING CENTER-এ ভর্তি চলছে!ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, মেন্টেনেন্স এবং ওয়েল্ডি...
12/07/2025

🎯 ফ্রি ট্রেনিং + চাকরির সুযোগ!
রাজশাহীর PEW TRAINING CENTER-এ ভর্তি চলছে!
ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, মেন্টেনেন্স এবং ওয়েল্ডিং – শিখুন হাতে কলমে।

✅ ভাতা সহ কোর্স
✅ মেয়েদের জন্য বাড়তি সুযোগ
✅ সরকার অনুমোদিত প্রশিক্ষণ
✅ বয়স ১৮-৪৫ বছর

📱 +8801342-846300 - বিস্তারিত জানতে কল করুন

🙂 বিস্তারিত পড়ুন ⤵️
10/07/2025

🙂 বিস্তারিত পড়ুন ⤵️

10/07/2025

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫ শতাংশ
🙂
বিস্তারিত কমেন্টে... ⤵️

হারানো ফোন উদ্ধার করলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ! 🔥আজ ৮৪ জন নিজের মোবাইল ফেরত পেয়েছে। পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়...
09/07/2025

হারানো ফোন উদ্ধার করলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ! 🔥
আজ ৮৪ জন নিজের মোবাইল ফেরত পেয়েছে।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নিজে বুঝিয়ে দিয়েছে।

#

"মাত্র ২ ঘণ্টায় হারানো মোটরসাইকেল উদ্ধার"রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় ফটো সাংবাদিক সজল মাহমুদের মোটরসাইকেল হারিয়ে ...
07/07/2025

"মাত্র ২ ঘণ্টায় হারানো মোটরসাইকেল উদ্ধার"

রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় ফটো সাংবাদিক সজল মাহমুদের মোটরসাইকেল হারিয়ে যাওয়ার দুই ঘণ্টার মধ্যেই সেটি উদ্ধার করে নজির স্থাপন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এই দ্রুত উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ।

জিটিভির ফটো সাংবাদিক সজল মাহমুদ বলেন, মোটরসাইকেল হারিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু রাজশাহী মহানগর পুলিশের আন্তরিক সহযোগিতা ও তৎপরতায় আমি অভিভূত। তিনি তাঁর হারানো মোটরসাইকেল উদ্ধারে সহায়তাকারী সহকর্মী ও বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

এ উদ্ধার অভিযানে সহযোগিতা করেন দৈনিক আমাদের রাজশাহীর মাসুদ রানা, বাংলাদেশ সমাচারের মুক্তার হোসেন, আমাদের কণ্ঠের রবিউল ইসলামসহ আরও অনেকে। তাঁদের আন্তরিক সহযোগিতার জন্য সজল মাহমুদ আন্তরিক ধন্যবাদ জানান।

ঘটনা সুত্র ও হারানো গাড়ি ফেরত বিষয়ে জানা যায়, একটি ছেলে তার এলাকার বড় ভাইয়ের কাছ থেকে কিছু সময়ের জন্য মোটরসাইকেল নিয়ে যায়। সে যেখানে মোটরসাইকেলটি রেখেছিল তার পাশেই আরেকটি মোটরসাইকেল ছিল। ফেরার সময় সে নিজের মোটরসাইকেলে না উঠে ভুল করে এই মোটরসাইকেলটাতে উঠে এবং চাবি দেওয়াতে মোটরসাইকেলটি চালুও হয়ে যায়। পরবর্তীতে সে নিজের গাড়িটি রেখে এই গাড়িটি নিয়ে চলে আসে এবং সে তার বড় ভাইকে গাড়ি ফিরিয়ে দেয়। তখন তার বড় ভাই তাকে বলে এটা তো আমার গাড়ি না। আমার গাড়ি কোথায়? এরপর মুহূর্তেই তারা ঘটনাস্থলে যায় এবং তারা তাদের গাড়িটা সেখানেই পাই আর বুঝতে পারে যে তারা অন্য একটি গাড়ি নিয়ে চলে এসেছে। তারপর তারা থানায় ফোন দিয়ে জানাই তারা ভুলবশত নিজের গাড়িটি রেখে অন্য একটি গাড়ি নিয়ে চলে গেছিল এবং সেটি অন্য চাবিতে স্টার্টও হয়ে গিয়েছিল। পুলিশ তাদেরকে থানায় ডাকে এবং গাড়ির প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেয় এবং বিষয়টা সমাধান হয়ে যায়।

এই ঘটনা প্রমাণ করে, সঠিক সমন্বয় ও সদিচ্ছা থাকলে খুব অল্প সময়েই যেকোনো সমস্যার সমাধান সম্ভব। রাজশাহী মহানগর পুলিশ যে জনসেবায় কতটা সক্রিয় ও দায়িত্বশীল—এটি তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

বৃষ্টি মানেই প্রকৃতির এক নতুন রূপ।📍 ভুগরোইল পাঁচ বিল্ডিং মোড়
06/07/2025

বৃষ্টি মানেই প্রকৃতির এক নতুন রূপ।

📍 ভুগরোইল পাঁচ বিল্ডিং মোড়

ফুলতলা পদ্মার পাড়, রাজশাহী।    #রাজশাহী
05/07/2025

ফুলতলা পদ্মার পাড়, রাজশাহী।

#রাজশাহী

সাঁথিয়ার বনগ্রাম পূর্ব পাড়ায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুইজনের প্রাণ গেলো, আর অনেকে জখম। পাবনা এক্সপ্রেস ট্রাক ও পাথর বাহী ...
04/07/2025

সাঁথিয়ার বনগ্রাম পূর্ব পাড়ায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুইজনের প্রাণ গেলো, আর অনেকে জখম। পাবনা এক্সপ্রেস ট্রাক ও পাথর বাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়ক যেন থমকে গেলো এক মুহূর্তের জন্য। আহতদের দ্রুত আরোগ্য কামনা। #শোকসংবাদ #রাজশাহী

রাজশাহীর ব্যস্ত শহরের এক সকালের দৃশ্য।
02/07/2025

রাজশাহীর ব্যস্ত শহরের এক সকালের দৃশ্য।

30/06/2025

সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি 🧐

বিস্তারিত কমেন্টে ⤵️

Address

Patgram

Alerts

Be the first to know and let us send you an email when Hello Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Rajshahi:

Share