Md.Shohel Rana Bijoy

Md.Shohel Rana Bijoy একমাত্র আল্লাহ সকল ক্ষমতার অধিকারী।

04/08/2025

জনতার কাছে নুরুল হক নুরের সাক্ষাৎ কার....

03/08/2025
03/08/2025

একেই বলে জনতার নূর!
এভাবে দৃঢ়তার সঙ্গে কথা বলতে হলে প্রয়োজন হয় মস্তিষ্ক, যোগ্যতা, এবং সৎ সাহসের যা দুর্ভাগ্যবশত অনেক রাজনৈতিক নেতা ও ব্যক্তিত্বের মধ্যে অনুপস্থিত।
বাংলাদেশের প্রেক্ষাপটে নুরুল হক নূর যেন এক ব্যতিক্রমী আলো। তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং একজন প্রতিবাদী কণ্ঠস্বর, যিনি জনতার অধিকার ও ন্যায়ের পক্ষে অবিচল।
হয়তো এমন একজন নূর শত বছরেও একবার জন্মায় না, আল্লাহ বিশেষ উদ্দেশ্যে পাঠান তাঁকে।

ছেলেটিকে আমি চিনি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে তার ভাল ভূমিকা আছে। তার আন্দোলন নিয়ে প্রথম আলোতে ভিডিও প্রকাশিত হয়ে...
02/08/2025

ছেলেটিকে আমি চিনি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে তার ভাল ভূমিকা আছে। তার আন্দোলন নিয়ে প্রথম আলোতে ভিডিও প্রকাশিত হয়েছে। গণঅভ্যুত্থানের পরে ছাত্র অধিকার পরিষদের রাজনীতি ছেড়ে সে নতুন বন্দোবস্তের রাজনীতি করার জন্য গিয়েছিলো। কিন্তু ক্ষমতা ও সিস্টেম তাকে চাঁদাবাজ বানিয়ে দিলো। সে ছাত্র অধিকার পরিষদে থাকতে কখনো চাঁদাবাজ ছিলো না। বরং হাসিনার বিরুদ্ধে লড়াই করার দীক্ষা আমরা তাকে দিয়েছিলাম। কিন্তু যখন দেখলো, তার সমসাময়িক বন্ধুরা গণঅভ্যুত্থানের পর দামি বাইক, আইফোন ব্যবহার করে, অনেকের পকেট ভর্তি টাকা। ডিসি, এসপি, সচিবরা সমন্বয়ক বা বৈষম্য বিরোধীর পরিচয় পেলে প্রতিমন্ত্রীর মত সম্মান করে, তখন সে সংগ্রামী জীবন ছেড়ে চাঁদাবাজিতে লিপ্ত হলো। একটা ভাল ছেলেকে নতুন বন্দোবস্ত পুরোদস্তু চাঁদাবাজে রুপান্তরিত করলো! জানে আলম অপুর জন্য আমার খুবই দুঃখ লাগছে। চোখের সামনে একটা ভাল ছেলে চাঁদাবাজ হয়ে যাবে, কল্পনা করতে পারছিনা। এভাবেই বুঝি ফুলগুলো ঝরে যায়? Copy to Rashed Khan #জানেআলম #অপু

02/08/2025

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ৫ আগস্ট, ২০২৫
বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।

অস্তিত্বের প্রশ্নে কোন ছাড় নয় 💪
02/08/2025

অস্তিত্বের প্রশ্নে কোন ছাড় নয় 💪

উনি যখন বলেছেন ঠিকই কইছেন।
02/08/2025

উনি যখন বলেছেন ঠিকই কইছেন।

লেগুনা চালাতে চাওয়া ব্যাক্তিটি সমগ্র দেশটাই চালাতে চায়!
02/08/2025

লেগুনা চালাতে চাওয়া ব্যাক্তিটি
সমগ্র দেশটাই চালাতে চায়!

তোমরা যখন আন্দোলন বন্ধের ঘোষণা দিয়ে হারুনের ভাতের হোটেলে বসে শেরাটনের নামিদামি খাবার খাচ্ছিলে, ভিপি নূর তখন ১০ দিনের রি...
01/08/2025

তোমরা যখন আন্দোলন বন্ধের ঘোষণা দিয়ে হারুনের ভাতের হোটেলে বসে শেরাটনের নামিদামি খাবার খাচ্ছিলে, ভিপি নূর তখন ১০ দিনের রি'মান্ড শেষে পুলিশের ঘাড়ে এভাবে ভর দিয়ে ঝুলতে ঝুলতে আদালতে এসে বলেছিলো:

"৯০% প'ত'ন হয়ে গেছে আর ১০% ধাক্কা দেন"

আর এখন এসে পুরো জুলাই আন্দোলনের ক্রেডিট তোমরা একা নিতে চাও? জুলাই কারও বাপের না!!!
( সংগৃহীত)

Address

Patgram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Shohel Rana Bijoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category