
17/07/2023
#বাংলাদেশ সেনাবাহিনী
১/উচ্চতা=৫.৬" (মিনিমাম)। হাইট যত বেশী হবে তত প্লাস পয়েন্ট।
২/বুক=৩০(মিনিমাম) এবং প্রসারিত অবস্থায়৩২"|
# #৩০এর বেশী হলে সমস্যা নেই কিন্তু কম হলে বাদ পড়বেন।
৩/চোখ=৬/৬.
৪/শরীরে ১" এর বেশি দাগ থাকলে বাদ পড়তে পারেন এবংকি সেটা জন্মদাগ থাকলেও।
৫/নখ এর কুনি পচা বা নখ নষ্ট থাকলে বাদ পড়বেন।
৬/মুখে বেশী ব্রণ থাকলে বাদ পড়বেন।
৭/নাকে পলিপাস থাকলে বাদ পড়বেন।
৮/পাইলস,গেজ এর সমস্যা থাকলেও বাদ পড়বেন।
৯/হাত বাকা থাকলে বাদ পড়বেন। হাত পা ঘামলেও বাদ পড়তে পারেন।
১০/দুই হাটু লেগে গেলে বাদ পড়বেন।
১১/কথা স্পষ্ট বা তুতলাটে হলেও বাদ পড়বেন।
১২/মাথার চুল পাকা বা পাতলা থাকলেও বাদ পড়বেন।
১৩/কাধ উঁচু নিচু অর্থাৎ অসমান হলেও বাদ পড়বেন। দাত আকাবাকা বা পোকা খেয়ে ফেললে বা দুই বা তিনটি দাত না থাকলে। তবে ক্যাপ পড়ানো থাকলে সমস্যা হবে না আশা করি।
১৪/ব্রেস্ট বেশী বড় হলেও বাদ পড়বেন
১৫/পেনিস ভেরিকেলস থাকলেও বাদ পড়বেন। অঅন্ডকোষ একটা থাকলেও বাদ পড়বেন।
১৬/পায়ের ভেরিকেলস থাকলেও বাদ পড়বেন।
১৭/ # #সাতার জানা আবশ্যক।
শারীরিক সক্ষমতা,,
১৮/পুশ আপ বিরতিহীনভাবে কমপক্ষে ১০ টা দিতে হবে।
১৯/৫০০মিটার দৌড় দিতে হবে।১.৩০ মিনিট এর মধ্যে শেষ করতে হবে।
২০/সিটআপ ২০-৩০টা। লক্ষনীয় বিষয় পায়ের গোড়ালি উঠা যাবে না।
২১/বয়স ১৭ থেকে ২১ ভিতরে থাকতে হবে
# #আপনি মেডিকেল এ ফিট থাকলে আপনার ৯০% চাকরি কনফার্ম। লিখিত আহামরি কিছু আসে না সো লিখিত নিয়ে চিন্তা করার কিছু নেই। একটু ভাল করতে পারলেই হলো। # #
# #উপরের কথা মতে সবকিছু ঠিক থাকলে আপনিও হতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য।
★★কোন দালাল ধরে প্রতারিত হবেন না। কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে টাকা দিয়ে কোনপ্রকার চাকরি হয় না★★
ধন্যবাদ।