Update news 24

Update news 24 We are friends with fun

 #বাংলাদেশ সেনাবাহিনী ১/উচ্চতা=৫.৬" (মিনিমাম)। হাইট যত বেশী হবে তত প্লাস পয়েন্ট।২/বুক=৩০(মিনিমাম) এবং প্রসারিত অবস্থায়৩২...
17/07/2023

#বাংলাদেশ সেনাবাহিনী

১/উচ্চতা=৫.৬" (মিনিমাম)। হাইট যত বেশী হবে তত প্লাস পয়েন্ট।

২/বুক=৩০(মিনিমাম) এবং প্রসারিত অবস্থায়৩২"|

# #৩০এর বেশী হলে সমস্যা নেই কিন্তু কম হলে বাদ পড়বেন।

৩/চোখ=৬/৬.

৪/শরীরে ১" এর বেশি দাগ থাকলে বাদ পড়তে পারেন এবংকি সেটা জন্মদাগ থাকলেও।

৫/নখ এর কুনি পচা বা নখ নষ্ট থাকলে বাদ পড়বেন।

৬/মুখে বেশী ব্রণ থাকলে বাদ পড়বেন।

৭/নাকে পলিপাস থাকলে বাদ পড়বেন।

৮/পাইলস,গেজ এর সমস্যা থাকলেও বাদ পড়বেন।

৯/হাত বাকা থাকলে বাদ পড়বেন। হাত পা ঘামলেও বাদ পড়তে পারেন।

১০/দুই হাটু লেগে গেলে বাদ পড়বেন।

১১/কথা স্পষ্ট বা তুতলাটে হলেও বাদ পড়বেন।

১২/মাথার চুল পাকা বা পাতলা থাকলেও বাদ পড়বেন।

১৩/কাধ উঁচু নিচু অর্থাৎ অসমান হলেও বাদ পড়বেন। দাত আকাবাকা বা পোকা খেয়ে ফেললে বা দুই বা তিনটি দাত না থাকলে। তবে ক্যাপ পড়ানো থাকলে সমস্যা হবে না আশা করি।

১৪/ব্রেস্ট বেশী বড় হলেও বাদ পড়বেন

১৫/পেনিস ভেরিকেলস থাকলেও বাদ পড়বেন। অঅন্ডকোষ একটা থাকলেও বাদ পড়বেন।

১৬/পায়ের ভেরিকেলস থাকলেও বাদ পড়বেন।

১৭/ # #সাতার জানা আবশ্যক।

শারীরিক সক্ষমতা,,

১৮/পুশ আপ বিরতিহীনভাবে কমপক্ষে ১০ টা দিতে হবে।

১৯/৫০০মিটার দৌড় দিতে হবে।১.৩০ মিনিট এর মধ্যে শেষ করতে হবে।

২০/সিটআপ ২০-৩০টা। লক্ষনীয় বিষয় পায়ের গোড়ালি উঠা যাবে না।

২১/বয়স ১৭ থেকে ২১ ভিতরে থাকতে হবে

# #আপনি মেডিকেল এ ফিট থাকলে আপনার ৯০% চাকরি কনফার্ম। লিখিত আহামরি কিছু আসে না সো লিখিত নিয়ে চিন্তা করার কিছু নেই। একটু ভাল করতে পারলেই হলো। # #

# #উপরের কথা মতে সবকিছু ঠিক থাকলে আপনিও হতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য।

★★কোন দালাল ধরে প্রতারিত হবেন না। কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে টাকা দিয়ে কোনপ্রকার চাকরি হয় না★★

ধন্যবাদ।

REAL POKITI🥰
08/07/2023

REAL POKITI🥰

--১৭ বছর পরে আজ মাকে খুজে পেলাম। ভিক্ষা দিতে গিয়ে!-- রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ  দেখি একটা মহিলা  রাস্তার  খাবার কুড়িয়ে ...
03/07/2023

--১৭ বছর পরে আজ মাকে খুজে পেলাম। ভিক্ষা দিতে গিয়ে!

-- রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি একটা মহিলা রাস্তার খাবার কুড়িয়ে খাচ্ছে। তাই একটু কাছে গেলাম।

--কাছে যেতেই চিনে ফেলি এটা আর কেউ না। আমার নিজের মা সেলিনা বেগম।

--মা বলে ডাকার সাথে সাথেই আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে।

--আমাকে চিনতে পারছো মা। আমি তোমার সন্তান হাসিব।

--আমার সন্তান ?

হাসিব : হুমমম আমি তোমার সন্তান হাসিব। ওই ছোট কালে আমাকে রেখে চলে এসেছিলে?

--আমার সন্তান এতো বড় হয়েছে।

--বলেই হাসিব কে জরিয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে।

--আমাকে মাপ করে দিস বাবা

হাসিব : মা কেনো ছেরে এসেছিলে আমাকে ।

মা : তোর বাবার সাথে আমার ঝগড়া লেগেছিলো। পরে তোর বাব আমাকে বলেছে তোই ওই মুখ আমি দেখতে চাইনা। যদি কখনো দেখি তো সাথে সাথেই যেনো আমার মৃত্যু হয়। এই কথাটি শুনে আমি অনেক কষ্ট পেয়েছি তাই অভিমান করে তোকে রেখেই আমার বাবার বাসায় আসতে ছিলাম রাতে। কিন্তু মাঝ রাস্তায় এসেই আমাকে এক দল সন্ত্রাসী ধরে ফেলে। আর আমাকে সবাই এক এক করে ধ-র্ষ-ন করে। এই মুখ আর কাকে দেখাবো তাই তোদের ছেরে আমি শহরে গিয়েছিলাম আর এমন রাস্তায় রাস্তায় ঘুরেছি।

--মায়ের মুখে এমন কথা শুনে হাসিব সাথে সাথেই কান্না করে দেয়।

হাসিব : জানো মা বাবা তোমাকে অনেক খুজেছে। কিন্তু কোথাও খুজে পায়নাই।

মা : কিন্তু বাবা কিছু দিন হলো এখানে এসেছি। সবাই আমাকে পাগলি বলে। কতো খারাপ কতা বলে।

হাসিব : চলো বাসায় চলো।

মা : না আমি জাবো না।

হাসিব : জানো মা বাবা এখনো তোমার অপেক্ষা করে তুমি ফিরে আসবে বলে।

মা : কি বলিশ।

হাসিব : হুম মা চলো।

--এর পরে হাসিব তার মাকে বাসায় নিয়ে আসে ? বাসায় এসেই দেখে যে হাসিবের বাবা আজাহার সাহেব খবরের কাগজ পরতেছে।

হাসিব : বাবা দেখো কাকে নিয়ে এসেছি।

বাবা : কাকে নিয়ে এসেছো বাবা।

হাসিব : মা কে নিয়ে এসেছি।

--কথাটি শুনেই খবরের কাগজটি ফেলে দিয়ে দৌরে এসে। সেলিনা বেগম কে জরিয়ে ধরে কান্না করতে থাকে আর সেই দিনের জন্যে মাপ চাইতে থাকে।

বাবা : আমাকে মাপ করে দাও সেলিনা আমার এই ভাবে বলাটা ঠিক হয়নি।

মা : আমার ভুল ছিলো আপনার ভূল হয়নি। আমাকে মাপ করে দিয়েন আপনি ।

বাবা : আর কখনো এমন করে ছেরে যেও না আমাকে । যদি যাও তো মরেই যাবো।

মা : এই না এই সব বলিয়েন না। আমি কখনো আর ছেরে যাবো না।

-তখনি হাসিব বলে উঠে?

হাসিব : যাই হোক অবশেষে আমাদের পরিবারে শুখ শান্তি ফিরে এলো।

বাবা : এখন তোমার বিয়ে কারার পালা।

--কথাটি শুনে সবাই হাসতে থাকে।

একটি কথাই বলবো কখনো কিছু করার আগে অবশ্যই ১ বারের জায়গাই ১০০ বার ভেবে কাজ করবেন ধন্যবাদ ।

#অনুগল্প : ভুল?

কাহিনী লেখা: মি. হাসিব

সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের গ্রুপে জয়েন্ট করুন : 💗 রোমান্টিক প্রেমের গল্প 💗

ঈদের ছুটিতে কক্সবাজার যাবেন,একটু জেনে নিন,,,আপনি যদি কক্সবাজার ঘুরতে যেতে চান তাহলে শ্যামলী পরিবহনকে পরিহার করার চেস্টা ...
03/07/2023

ঈদের ছুটিতে কক্সবাজার যাবেন,একটু জেনে নিন,,,

আপনি যদি কক্সবাজার ঘুরতে যেতে চান তাহলে শ্যামলী পরিবহনকে পরিহার করার চেস্টা করুন,,,আর একান্ত যদি উপায় না থাকে তাহলে একটু যেনে নিয়েন পথে কোন রেস্টুরেন্ট এ থামাবে,,,,যদি তা হয় সৌদিয়া রেস্টুরেন্ট তবে সাবধান,,,,

বিস্তারিত:
ভাই কক্সবাজার যাবার জন্য কোন টিকেট না পেয়ে বাধ্য হয়ে গেলাম শ্যামলী পরিবহনের কাউন্টারের সামনে আর প্রত্যেকবারের মত জানতে চাইলাম যে গাড়ির কি অবস্থা,,,আমারে পারে না তো গাড়ি যে সর্নে মুড়ানো এটাই বুঝাতে চায়,,, যাই হোক প্রতিবারের মত আবারও ধজভঙ্গ গাড়ি,,,,
গেলো গাড়ির ব্যাপার,,,
সৌদিয়া রেস্টুরেন্টে গিয়ে যদি দাম না করেছেন তো পকেট থেকে তারা তাদের মন মত টাকা রেখে দিবে,,,যা খুবই দুঃখ্যজনক,,,আর প্রতিবাদ করতে গেলে স্টাফরা অপমান করে কানে ধরে আপনাকে শ্যামলী বাসে উঠায় দিবে,,,,
আর যদি আগে দাম করে নেন তাহলে আপনার সামনে যে পরিমানের খাবার আসবে দেখেই আপনে বুঝবেন যে আমি কি বলতে চাচ্ছি,,,,,
আর চট্রগ্রামের ভেতর ঢুকতেই এই বাসে শুরু হয়ে যায় লোকাল সার্ভিস,,,, একটু পর পর গাড়ি থামাবে লোকাল মানুষগুলো তুলবে,,, মাল নামাবে উঠাবে,,,বাসের পরিবেশ হবে কাওরানবাজারের আরদ,,,সাথে ২ ঘন্টারও বেশি সময় বেড়ে যাবে আপনার সুন্দর যাত্রার সময়টি,,,

আমার মতো যেন কেও এই রকম বিপদে না পরেন তার জন্য লিখলাম,,,যদি কারও পক্ষে সম্ভব হয় তাহলে শ্যামলী পরিবহন কে জানান,,,পেসেন্জাররা অনেক ক্ষতি গ্রস্ত হয়,,,

----------------------------------(((রায়হান রাজিব)))------>>>

আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে? সে কি জ্যাক? যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল?একদম...
03/07/2023

আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে?
সে কি জ্যাক?
যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল?

একদম না! তবে কি রোজ? যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিলো? এবারও না!

জ্যাক বা রোজ কেউই না।

ভাগ্যবান লোকটি সেই অপরিচিতজন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিলো। যদি সে ওই জাহাজের টিকেট জিতে যেতো তাহলে হয়তো তাকে ঐ হিমশীতল পানিতে ডুবে মরতে হতো। মাঝেমধ্যে হেরে যাওয়া ভালো।

- আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন।

- আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন।

- আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পেরে থাকেন।

- আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন।

সবকিছুই কোন না কোন কারণে ঘটে থাকে। মাঝেমধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোন বিপদের হাত থেকে রক্ষা করলেন।

প্রতিটা নষ্ট ছেলের পিছনে,,⬆️🚭  একটা করে  ছলনাময়ি মেয়ের গল্প থাকে
02/07/2023

প্রতিটা নষ্ট ছেলের পিছনে,,⬆️🚭
একটা করে ছলনাময়ি মেয়ের গল্প থাকে

30/06/2023

সুবিধাবাদী চাচা🫠

ভাতিজা : চাচা, এইবার বাড়িতে লাউ গাছ লাগাইছিলাম।
চাচা : ভালো করছোস। বইসা না থাইকা কিছু করা ভালো।
ভাতিজা : তো গাছে একটা বড় লাউ ধরেছিল।
চাচা : বড় লাউ ধরবো না তো ছোট লাউ ধরবো? তুই আমার ভাতিজা না।
ভাতিজা : লাউডারে বিক্রির জন্য বাজারে নিয়া গেলাম।
চাচা : ভালো করছোস, অত বড় লাউ খাওয়া সম্ভব না।
ভাতিজা : বাজারে এক পুলিশ লাউ এর দাম জিজ্ঞেস করলো।
চাচা : পুলিশ হইলেও তো তার বাজার-সদাই করা লাগে, দাম জিজ্ঞেস করবো নাতো কি করবো।
ভাতিজা : আমি ৫০০ টাকা চাইলাম।
চাচা : বড় লাউ, ৫০০ টাকা চাইবি নাতো কি ৫০ টাকা চাইবি?
ভাতিজা : পুলিশ বললো ১০ টাকায় দিবেন।
চাচা : ঠিকইতো বলেছে একটা লাউ কি পুলিশে ৫০০ টাকায় নিবো?
ভাতিজা : আমি বললাম, বাপের জনমে লাউ খাইছেন?
চাচা : ভালো করছোস, তুই আমার ভাতিজা না। তুই কি পুলিশরে ভয় পাইয়া কথা বলবি? ৫০০ টাকার লাউরে সে ১০ টাকা কয়।
ভাতিজা : এরপরে পুলিশে আমার কান ধইরা মইলা দিছে।
চাচা : ভালো করছে, তুই পুলিশের সাথে বেয়াদবি করবি আর সে কি তোরে আদর করব?
ভাতিজা : পরে পুলিশ আমারে থানায় নিয়া গেল।
চাচা : পুলিশতো থানায়ই নিব, সে কি তরে তার শ্বশুর বাড়ী নিব?
ভাতিজা : তারপর বড় দারোগা এসে আমাকে ছেড়ে দিলো।
চাচা : বড় দারোগা তোরে ছাড়বো সেটাই স্বাভাবিক, দেখতে হইবোনা তুই কার ভাতিজা😇🫢।

30/06/2023

রহমতের বৃষ্টি থাকাই উত্তম
তাহলে দুইটা জানিস দেখতে হবে না।।।

1.মোটরসাইকেল এর বাহাদুরি।

2. বেপরদা মেয়েদের ছড়াছড়ি।

30/06/2023

দর্শক চাহিদার কারণে আগামীকাল "স্টার সিনেপ্লেক্স-বসুন্ধরা শপিং কমপ্লেক্স" এ 'সুরঙ্গ' সিনেমা ২টি শো, "এসকেএস টাওয়ার-ঢাকা" শাখায় ৩টি শো, "সনি স্কয়ার-মিরপুর" শাখায় ১টি শো, "সিমান্ত সম্ভার-ঢাকা" শাখায় ২টি শো বাড়ানো হয়েছে। সবমিলিয়ে স্টার সিনেপ্লেক্সের ৬টি ব্রাঞ্চে আগামীকাল ৯টির পরিবর্তে ১৭টি শো চলবে 'সুরঙ্গ' সিনেমার👏
মাত্র শুরু 🤟
আগুন লেগে যাবে 🔥🔥💯

এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। উপরোক্ত বগিতে বৃদ্ধ একাই ছিলো।হঠাৎ ১২ জন যুবক চলন্ত ট্রেনের ঐ বগিতে উঠেই চিৎকার করে গান গাচ্ছিলো।...
28/06/2023

এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। উপরোক্ত বগিতে
বৃদ্ধ একাই ছিলো।
হঠাৎ ১২ জন যুবক চলন্ত ট্রেনের
ঐ বগিতে উঠেই চিৎকার করে গান গাচ্ছিলো।
ছুরি দিয়ে আম কেটে কেটে খাচ্ছিলো ।
হঠাৎ একটি যুবক বলে উঠলোঃ
"চল আমরা ট্রেনের চেইনটা টেনে ট্রেনটাকে
থামিয়ে দেই।"
#২য় যুবকঃ "না দোস্ত, লেখা আছে পাঁচ
শত টাকা জরিমানা অনাথায় ছয় মাস জেল।"
#১ম যুবকঃ "আমরা একশো টাকা করে
চাঁদা তুলি। বারোশো টাকা হবে বাকী
সাত শো টাকা দিয়ে লাঞ্চ করবো।
Let's fun friends" (বারোশো টাকা
তুলে ১ম যুবকের পকেটে রাখলো)

#৩য় যুবকঃ "দোস্ত, আমরা চেইন টেনে
ঐ বুইড়াটাকে দেখিয়ে দিলে পাঁচ শো
টাকাও বাঁচলো Fun হলো। আমরা ১২
জনে সাক্ষী দিলে টিটি মেনে যাবে।"
বৃদ্ধ কাঁদতে কাঁদতে হাত জোড় করে
বললোঃ "বাবা, তোমরা আমার ছেলের
বয়সী। কেনো আমাকে বিপদের মধ্যে
ফেলবে?"

যুবকগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে
চেইনটা টান দিতেই। টিটি চলে এসে
জিজ্ঞাসা করলোঃ "কে চেইন টেনেছে?"
যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে বললোঃ
"ঐ চাচা মিয়া টেনেছে।"
টিটি বৃদ্ধকে বললোঃ "অকারনে চেইন
টানলে পাঁচ শত টাকা জরিমানা অথবা
ছয় মাস জেল।"যুবকগুলো চিৎকার
করে বললোঃ "স্যার, বুইড়া অকারনেই
টেনেছে। হো হো হো হো........."

বৃদ্ধ একটু দাঁড়িয়ে বললোঃ
"টিটি সাহেব আমি বিপদে পড়েই চেইন
টেনেছি।"
টিটি বললোঃ "কি বিপদ?"
বৃদ্ধ বললোঃ "ঐ যুবকগুলো আমার
গলায় ছুরি ধরে আমার বারো শো টাকা
ছিনতাই করেছে।"
টিটি বললোঃ "কি সর্বনাশ?"
বৃদ্ধ বললোঃ "দেখুন ঐ যুবকটির পকেটে
টাকা আর ঐ ব্যাগে ছুরি।"
টিটি পুলিশ কল করে ১২জন যুবককে
গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলো।
তখন বৃদ্ধ তার পাকা চুল/দাড়ি দেখিয়ে
যুবকগুলোকে বললোঃ
"এইগুলো বাতাসে পাকে নাই"

[collected]

ঠিক বুঝলাম না 🥺 কেউ বুঝতে পারলে জানাবেন 🙃
05/09/2022

ঠিক বুঝলাম না 🥺 কেউ বুঝতে পারলে জানাবেন 🙃

Address

Patgram

Telephone

+8801316833206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Update news 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Update news 24:

Share