27/06/2025
স্কুল,কলেজে একটু লেট হলে আমাদের ঢুকতে দিতো না,বিভিন্ন শৃঙ্খলা ভঙ্গের জন্য পানিশমেন্ট দিতো এগুলোর পারপাস ছিলো আমাদের কারেকশন করা,বড় কোনো ক্ষতি করা না!
কিন্তু এই যে ইন্টার পরীক্ষায় আজকে একটা মেয়ে একটু লেইট করে যাওয়ায় তাকে আর এক্সামই দিতে দেয়া হলো না এই পানিশমেন্টগুলোর উপকারিতা কি? মেয়েটার ব্যাপারে নিউজ মিডিয়াতে পেয়েছি তার আম্মা হুট করে সকালে অসুস্থ হয়ে পড়েছে এবং বাসায় কোনো পুরুষ মানুষ ছিলো না এজন্য হাসপাতালে রেখে তারপর পরীক্ষার হলে যেতে যেতে লেইট হয়েছে।
আচ্ছা, ধরেন এরকম সিরিয়াস কোনো ইস্যু না, আরেকটু ছোটোখাটো বিষয় যেমন জ্যামে আটকে লেইট হইছে তাতেও কি এক্সাম দেয়ার সুযোগ বাতিল করা উচিত? এগুলো কেমন সিস্টেম ভাই? খুবই বিনাইন একটা ইস্যুতে একটা স্টুডেন্ট এর এক বছর নাই করে দেয়া হচ্ছে।অথচ সে কিন্তু পরে ঢুকেছে বলে এক্সট্রা সময়ও চাচ্ছে না তাইলে এক্সাম দিতে কি সমস্যা? সে পরে গেছে তার তো এমনিতেই টাইম লস হইছে।
বোর্ড পরীক্ষা,ভর্তি পরীক্ষা,চাকুরির পরীক্ষা এ দেশের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য জীবন-মরনের প্রশ্ন।কেউ অনেক বড় বিপদে না পড়লে এরকম পরীক্ষায় উপস্থিত হওয়া নিয়ে ঝামেলা করে না।
এমনিতেই পরীক্ষা খারাপ হইলে তো সাফারিংস আছেই কিন্তু এত চাপ, এত কষ্ট কইরা ফালতু নিয়মের কারনে পরীক্ষা দিতে না দেয়ার সাফারিংস এর সাথে তো কিছুর তুলনা হয় না।
যে স্টুডেন্টটা লেইট হওয়ায় ভেঙে পড়ে তারে আর কি পানিশমেন্ট দেয়া উচিত? তাকে পরীক্ষা না দিতে দিয়ে একটা বছর তিলে তিলে কষ্ট দেয়া কি কোনোভাবে ইনসাফ হয়?
আজকের মেয়েটা যদি আসলেই তার আম্মাকে হাসপাতালে ভর্তি করে এক্সামের জন্য ছুটে যায় তাহলে তো তাকে আরও এপ্রিশিয়েট করা উচিত ছিলো, গেটের বাইরে দাড়ানো শিক্ষকের উচিত ছিলো নিজে রুম পর্যন্ত দিয়ে আসা আর শান্তনা দেয়া যে তোমার আম্মুর কিচ্ছু হবে না,,তুমি ভালোভাবে এক্সাম দাও।
অথচ.........সামনে দাঁড়ানো হল সুপার মেয়েটার জীবন থেকে একটা বছর জাস্ট নাই করে দিলো।এন ইরেভারসিবল ড্যামেজ ফর নাথিং!
এভাবেই পদে পদে অসংখ্য ফালতু নিয়মের কারনেই আমাদের চিন্তার জগতে ভেসে বেড়ায়,
"Our biggest dream to leave this country "
এই স্টুডেন্টটাও হয়তো সেরকম ভাববে।আহামরি কোনো দোষ ছাড়া যে দেশ তার এক বছর নষ্ট করলো কোন চেতনার নামেই বা সেখানে থাকবে?