13/06/2025
Root of Life - জীবনের মূল এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশ করতে যাচ্ছে অনন্যধর্মী 'গৌড় থেকে চাঁপাইনবাবগঞ্জ' শীর্ষক ম্যাগাজিন। যেখানে স্থান পাবে আমাদের প্রাণের চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরব।
আপনার লিখার কৃতিত্ব ও মেধাকে ম্যাগাজিনে তুলে ধরার জন্যে পাঠিয়ে দিন আমাদের কাছে।
লেখার বিষয়: ✅
চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস,
ঐতিহ্য, সংস্কৃতি,
দর্শনীয় স্থান,
গুণীজন,
মৌসুমি ফল,
সাহিত্যচর্চা, স্মৃতিচারণ ও আর্থ-সামাজিক যেকোনো বিষয়।
পুরস্কার: 🎁
নির্বাচিত ১০ জন লেখকের লেখা ছাপা হবে Root of Life স্মরণিকায়
থাকছে সনদপত্র ও সম্মাননা উপহার
শেষ সময়:⏲️ ১০ জুলাই ২০২৫
শব্দসীমা: সর্বোচ্চ ১৫০০ শব্দ
ফরম্যাট: pdf
ভাষা: বাংলা অথবা ইংরেজি
পাঠানোর ঠিকানা: ✉️ [email protected]
চাইলে ছবিসহ স্মৃতিচারণাও যুক্ত করতে পারেন।
চলো আমরা মিলেই তুলে ধরি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য এবং সৌন্দর্য, আমাদের লেখনীর মাধ্যমে।
আয়োজনে:
Root of Life – জীবনের মূল
#লেখাআহ্বান #লিখুনচাঁপাইনবাবগঞ্জ #স্মরণিকা২০২৫