
06/07/2025
এবারের লক্ষ্য নতুন একটি সংবিধান এই
দেশের মানুষ কে উপহার দেয়া : নাহিদ
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের এবারের লক্ষ্য বাংলাদেশের পুন:গঠন, জাতীয় সংসদ ভবন জয় করা এবং নতুন একটি সংবিধান এই দেশের মানুষ কে উপহার দেয়া হবে। রবিবার সন্ধ্যায় রাজশাহীতে আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, যারা সংস্কারের যাত্রা ব্যাহত করার চেষ্টা করছে তাদের কোন দিন দেশের মানুষ ক্ষমা করবে না। পানির হিস্যা ও সীমান্ত রক্ষায় প্রয়োজনে আবারো রাজশাহী থেকে লংমার্চ শুরু করা হবে।
এর আগে নগরীর রেল গেট থেকে বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এ সময় এনসিপির সদস্য সচিব আকতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, সিনিয়ন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #