05/04/2025
এই ঈদে অনেকগুলো ইউটিউব কন্টেন্ট দেখলাম একটাও ভালো লাগে নাই বোরিং লাগছে। অনেক আশা নিয়ে তৌসিফের মন দিওয়ানা নাটকটি দেখলাম কিন্তু পূর্বের কাজগুলোর মতোই হতাশ হলাম।
অবশেষে সব হতাশা দূর করে দিলো জাকারিয়া সৌখিন পরিচালিত নাটক মেঘবালিকা।নাটটিতে অভিনয় করেছেন সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি অপূর্ব এবং নিহা।দুজনের কেমিস্ট্রি দারুণ ছিল। নাটকটি দেখার সময় এক মিনিট জন্যও বোরিং ফিল হয় নাই।অপূর্ব অভিনয় দুর্দান্ত ছিল সাথে নিহার অভিনয় ও ভালো ছিল।এক কথায় বলতে গেলে নাটকটিতে সবার অভিনয় ভালো লেগেছে।জাকারিয়া দিনদিন নিজেকে অন্য মাত্র নিয়ে যাচ্ছে।
মেঘবালিকা একটি বন্ধুত্বের গল্প,মেঘবালিকা একটি পরিবারের গল্প,মেঘবালিকা একটি বিষন্ন ভালোবাসা গল্প।টক ঝাল মিস্টি সব ধরণের ফ্লেভার আছে নাটকটিতে।
যারা এখনো দেখেনি দেখে নিতে পারবেন আশাকরি ভালো লাগবে।
পার্সোনাল রেটিং ৯/১০✌️✌️