
11/02/2025
মজলুমের চোখের পানি কি করতে পারে তা আমরা সকলেই জানি।সঠিক জায়গায় কঠোরতা দেখান আর যারা সত্যিই নিপিড়ীত তাদের নায্য অধিকার প্রদান করেন।
জালিম সরকারের পতনের পর থেকে আশেপাশের মানুষের থেকে যতটুকু বুঝেছি এই সরকারের ওপর অধিকাংশ মানুষ আশা নিয়ে আছে।শুরুতেই উচিত ছিল এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাতে করে সকলে তাদের সমস্যার কথাগুলো আপনাদের জানাতে পারে।তাহলে তাদের রাস্তায় নামার মতো পরিস্থিতি তৈরি হতো না।
সময় থাকতে সঠিক ব্যবস্থা গ্রহণ করেন নাহলে ব্যর্থ সরকার হিসেবে পরিচিতি পেতে সময় লাগবে না।
আবারও উল্লেখ্য করার মতো বিষয় একটাই দুর্বলের ওপর শক্তি কাঠানোর মতো মূর্খতা করার হুকুম-টা দিচ্ছে কে???