C E O

C E O Once A King,Always a King ♚

মজলুমের চোখের পানি কি করতে পারে তা আমরা সকলেই জানি।সঠিক জায়গায় কঠোরতা দেখান আর যারা সত্যিই নিপিড়ীত তাদের নায্য অধিকার প্...
11/02/2025

মজলুমের চোখের পানি কি করতে পারে তা আমরা সকলেই জানি।সঠিক জায়গায় কঠোরতা দেখান আর যারা সত্যিই নিপিড়ীত তাদের নায্য অধিকার প্রদান করেন।
জালিম সরকারের পতনের পর থেকে আশেপাশের মানুষের থেকে যতটুকু বুঝেছি এই সরকারের ওপর অধিকাংশ মানুষ আশা নিয়ে আছে।শুরুতেই উচিত ছিল এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাতে করে সকলে তাদের সমস্যার কথাগুলো আপনাদের জানাতে পারে।তাহলে তাদের রাস্তায় নামার মতো পরিস্থিতি তৈরি হতো না।

সময় থাকতে সঠিক ব্যবস্থা গ্রহণ করেন নাহলে ব্যর্থ সরকার হিসেবে পরিচিতি পেতে সময় লাগবে না।

আবারও উল্লেখ্য করার মতো বিষয় একটাই দুর্বলের ওপর শক্তি কাঠানোর মতো মূর্খতা করার হুকুম-টা দিচ্ছে কে???

💯
19/12/2024

💯

ধরেন,আপনার যে টুকু সম্পত্তি আছে সেটুকু কে কাজে লাগিয়ে আপনি ইচ্ছে করলেই হালালভাবে প্রতিমাসে  এক-দেড় লাখ টাকা ইনকাম করতে প...
04/12/2024

ধরেন,আপনার যে টুকু সম্পত্তি আছে সেটুকু কে কাজে লাগিয়ে আপনি ইচ্ছে করলেই হালালভাবে প্রতিমাসে এক-দেড় লাখ টাকা ইনকাম করতে পারতেন!

কিন্তু আপনি করলেন নাহ,কারণ আপনি দুনিয়া চান না।
আপনি চান দ্বীন।

আল্লাহ্ আমাদের দ্বীনের ওপর চলার তৌফিক দান করুন।

We Are not same bro😏I keep them under my as* from my early age🗿
03/12/2024

We Are not same bro😏
I keep them under my as* from my early age🗿

10/11/2024

বিচার হবে কি রে,
হচ্ছে সদাই!

20/09/2024

জন্তু-জানোয়ার গুলোর অত্যাচারে মানুষগুলো 'জীবন' নামক সফর কে সংক্ষিপ্ত করতে বাধ্য হচ্ছে।

17/07/2024

জাগো বাঙালি জাগো!

বাঙালি জাগবে কবে?
এখনো কি সময় হয় নি?
সব কিছু পরিস্কার।আন্দোলন যদি কোনো বিষয় কে ধামাচাপা দেওয়ার জন্যও তৈরি করা হয়ে থাকে তাও আন্দোলন চলমান রাখতে হবে।জালিম এর পতন ঘটলে যে বিষয় ধামাচাপা দেওয়ার জন্য আন্দোলন তৈরি করেছে সে বিষয়েরও সমাধান করা যাবে।
এখনি সময় জাগরণের।প্রশাসনের লোক দেখলে তাদের পায়ের নিচে খুচরা টাকা ছুড়ে মারেন আর মন মতো একটা মন্তব্য অবশ্যই করে আসবেন।যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানান।বিন্দু বিন্দু করে সিন্ধু হয়।আগামী কাল অফিস,আদালত,ট্রেন,বাস,ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন।অফিসে যায়ে আড্ডা মারেন। বস জালিমদের পক্ষে বেশি বক বক করলে কর্মচারীরা মিলে কয়ডা থাপ্পড় লাগান।এমনি এমনি ন্যায় অন্যায়ের পাথ্যর্ক বুঝে যাবে।মসজিদে চলমান পরিস্থিতি নিয়ে ঈমামদের আওয়াজ তুলতে বলেন।
মায়েরা দোয়া দেন বাপেরা তাদের বিরুদ্ধে লড়াইয়ে জন্য পরামর্শ দেন।আন্দোলন আর কোটা সংস্কার পর্যন্ত সীমাবদ্ধ নাই।সন্তানের বিরুদ্ধে নয় পাশে দাড়ান।আর অবশ্যই নিজের আত্মরক্ষার জন্য সব সময় প্রস্তত থাকেন।

Address

Patgram

Website

Alerts

Be the first to know and let us send you an email when C E O posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share