Hasim Faiji

Hasim Faiji মা একটি মূল্যবান সম্পদ যা হারিয়ে গেলে আর কোনদিন ফিরে পাওয়া যায় না।

24/09/2025

🌙
"রাত নেমেছে ধীরে ধীরে, নিঃশব্দে…
স্বপ্নগুলো আজ একটু শান্ত হোক,
ভালোবাসা থাকুক মনের আঙিনায়।
শুভ রাত্রি। 🌌✨

🌸 সুবহানাল্লাহ! নতুন একটি সকাল 🌸আলহামদুলিল্লাহ, আবারো একটি সুন্দর সকাল উপহার দিয়েছেন আল্লাহ তায়ালা।চলুন, দিনের শুরু হোক ...
24/09/2025

🌸 সুবহানাল্লাহ! নতুন একটি সকাল 🌸
আলহামদুলিল্লাহ, আবারো একটি সুন্দর সকাল উপহার দিয়েছেন আল্লাহ তায়ালা।
চলুন, দিনের শুরু হোক কুরআন তিলাওয়াত ও দোয়ায়।
"রব্বি যিদনী ইল্মা" — হে আমার প্রভু, আমাকে জ্ঞান বৃদ্ধি দাও। (সূরা ত্বাহা: ১১৪)

☀️

#ইসলামিকসকাল #সুবহসকাল #দুয়া #আলহামদুলিল্লাহ

23/09/2025

🌙
"আরাম ও প্রশান্তির জন্যই আল্লাহ রাত্রিকে সৃষ্টি করেছেন।
নীরব রাত আমাদের ব্যস্ত জীবনের জন্য এক অপার রহমত।
আসুন, রাত্রিকে ইবাদত আর আত্মশুদ্ধির সময় হিসেবে ব্যবহার করি।"
– [সূরা আন-নাবা, আয়াত ৯]
🕊️✨
#রাত্রি #আল্লাহর_রহমত #ইসলামিক_স্ট্যাটাস

🌸 "যে আল্লাহকে ভরসা করে, আল্লাহ তাকে যথেষ্ট।" (সূরা তলা’ক: ৩)আসুন, প্রতিটি বিষয়ে আল্লাহর ওপর ভরসা রাখি। 🤲
23/09/2025

🌸 "যে আল্লাহকে ভরসা করে, আল্লাহ তাকে যথেষ্ট।" (সূরা তলা’ক: ৩)
আসুন, প্রতিটি বিষয়ে আল্লাহর ওপর ভরসা রাখি। 🤲

জীবন ক্ষণিক, জান্নাত চিরস্থায়ী,আল্লাহর পথে চলো—হবে না হতাশা কোনোদিনই।নামাজ কায়েম করো, করো তওবা নিরবে,রহমতের দরজা খোলা ...
23/09/2025

জীবন ক্ষণিক, জান্নাত চিরস্থায়ী,
আল্লাহর পথে চলো—হবে না হতাশা কোনোদিনই।
নামাজ কায়েম করো, করো তওবা নিরবে,
রহমতের দরজা খোলা আছে সব সময় তোমার জন্যে।

23/09/2025

🌅 সকালের গুরুত্বপূর্ণ কথা 🌿
"যে সকাল আল্লাহর নাম নিয়ে শুরু হয়, সে দিন কখনো বৃথা যায় না।"
আলহামদুলিল্লাহ, নতুন দিনের নতুন সুযোগ… আল্লাহর দিকে ফিরে যাওয়ার।

#সকাল #না #কথা

22/09/2025

> قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: كُلُّ بَنِي آدَمَ خَطَّاءٌ، وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ

উচ্চারণ: Kullu Bani Adama Khattā', wa Khayrul-Khattā'īn At-Tawwābūn

অর্থ (বাংলা অনুবাদ):
"প্রত্যেক আদমসন্তানই ভুল করে, আর যারা ভুল করে তাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে সে, যে তওবা করে (আল্লাহর কাছে ফিরে আসে)।"

— (তিরমিজি, হাদিস নম্বর: ২৪৯৯; ইবন মাজাহ, হাদিস: ৪২৫১)
এই হাদিসের শিক্ষা:
মানুষ হওয়ার কারণে আমাদের ভুল হতেই পারে।
ভুল করাটা সমস্যা নয় যতক্ষণ না আমরা তা স্বীকার করি।
সর্বোত্তম মানুষ সেই, যে ভুল বুঝতে পেরে তা সংশোধন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়।

#এই

21/09/2025

৩. সকালের সংক্ষিপ্ত দোয়া:

> اَللّهُمَّ اجْعَلْ هَذَا الصَّبَاحَ صَبَاحَ خَيْرٍ وَبَرَكَةٍ وَفَتْحٍ وَنَصْرٍ وَسَلاَمٍ
অর্থ:
“হে আল্লাহ! এই সকালটিকে করুন কল্যাণ, বরকত, বিজয়, সাহায্য এবং শান্তিময়।
আমিন।

#এই #এবং #বরকত

ভাইয়ের জমি দিয়ে ভাইয়ের লা/শ নিয়ে যেতে না দেওয়ায় দেখুন কিভাবে নিয়ে যেতে হচ্ছে।আল্লাহ রহমত করুন সম্পর্কের মধ্যে বরকত দেন, ...
21/09/2025

ভাইয়ের জমি দিয়ে ভাইয়ের লা/শ নিয়ে যেতে না দেওয়ায় দেখুন কিভাবে নিয়ে যেতে হচ্ছে।
আল্লাহ রহমত করুন সম্পর্কের মধ্যে বরকত দেন, আল্লাহ।

#না #লা #রহমত

20/09/2025

১. দয়া ও মমতা সম্পর্কিত হাদীস:

"যে দয়া করে না, তার প্রতি দয়া করা হবে না।"
(সহীহ বুখারী ও মুসলিম)

👉 আমাদের শেখায় — সবাইকে দয়া করতে হবে; ছোট-বড়, সবাইকে সম্মান করতে হবে।
২. ভালো ব্যবহার সম্পর্কে:

"ভালো কথা বলা সদকা।"
(সহীহ মুসলিম)

👉 অর্থাৎ, কারো সাথে সুন্দরভাবে কথা বলা মানে সাওয়াবের কাজ, এটি আল্লাহর কাছে পুরস্কারযোগ্য।
৩. ভ্রাতৃত্ববোধ সম্পর্কে:
"মুসলিম হলো সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।"
(সহীহ বুখারী)
👉 অর্থাৎ কাউকে কষ্ট না দিয়ে, শান্তিপূর্ণভাবে চলাই প্রকৃত মুসলিমের পরিচয়।
৪. অন্যদের সাহায্য করা সম্পর্কে:
"আল্লাহ সেই বান্দার সাহায্য করেন, যে তার ভাইয়ের সাহায্যে থাকে।"
(সহীহ মুসলিম)
👉 যারাই অন্যকে সাহায্য করে, আল্লাহ তাদের সাহায্য করেন।
৫. হাসিমুখে কথা বলা:
"তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করাও সদকা।"
(তিরমিযি)

#না #না #না

19/09/2025

📜 হাদীস:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"ক্ষমাশীল হও, তাহলে আল্লাহ তোমার প্রতি দয়া করবেন।"
— [মুসনাদে আহমদ, হাদীস: ৭০৬৭]

📝 বাংলা ব্যাখ্যা:

তুমি যদি মানুষের ভুল-ত্রুটি মাফ করো, আল্লাহও তোমার গুনাহগুলো ক্ষমা করবেন। আমাদের যেমন আল্লাহর দয়া দরকার, তেমনি আমাদেরও মানুষের প্রতি দয়ার মনোভাব রাখতে হবে।

#বাংলা #দয়া #দরকার

আজকের জুমার খুৎবা ছান্দা বাড়ি পুঠিয়া রাজশাহী
19/09/2025

আজকের জুমার খুৎবা ছান্দা বাড়ি পুঠিয়া রাজশাহী

Address

Patgram

Telephone

+8801749276507

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasim Faiji posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share