SORON

SORON Personal blogger, Digital creator
(78)

"সন্ধ্যা জানে—সব ক্লান্তির একটা নিরব গন্তব্য থাকে।""মনের ভিতরে আজ এক ধরনের নরম হাওয়া বইছে, ঠিক সন্ধ্যার মতো।"
04/07/2025

"সন্ধ্যা জানে—সব ক্লান্তির একটা নিরব গন্তব্য থাকে।"

"মনের ভিতরে আজ এক ধরনের নরম হাওয়া বইছে, ঠিক সন্ধ্যার মতো।"

মায়ের পরে মায়ের মত যদি কেউ ভালোবেসে থাকে সেটা হলো বড় বোন।
02/07/2025

মায়ের পরে মায়ের মত যদি কেউ ভালোবেসে থাকে সেটা হলো বড় বোন।

02/07/2025

মানুষের খুব কাছে পৌঁছে দেখলাম, আজকাল আন্তরিকতার বড়ো অভাব। অন্তর থেকে শতভাগ ভালোবাসা,মমতা, স্নেহ দিয়েও খুব কাছের মানুষ গুলোই আমাকে বোকা বানিয়ে দিল। যে মানুষ অন্তর থেকে বিশুদ্ধ ভালোবাসা সমর্পণ করতে পারে, নকল আন্তরিকতা ধরতে পারাটা তার কাছে কঠিন কিছু নয়। আক্ষেপ নেই কিছু। জীবনে যা পেয়েছি তা কম কোথায়? তবে দুঃখ লাগে নিজের জন্য, পরিচিত কাছের মানুষরা যখন নকল দরদ দিয়ে ভরায়, আর এই সত্যিটুকু বুঝতে পেরেও তাদের এই নকল আন্তরিকতাকে দেখে নিজেকেও যখন নকল হাসি হাসতে হয়।

02/07/2025

এই পৃথিবীতে মানুষ মানুষকে অসুন্দর বানায় সৃষ্টিকর্তা নয়। মানুষের প্রকৃত সৌন্দর্য কোথায়?

কন্যা সন্তান আল্লাহর রহমত।।
01/07/2025

কন্যা সন্তান আল্লাহর রহমত।।

15/06/2025

ধৈর্য মানুষের এমন একটি গুণ, যা তাকে সফলতার সিঁড়ি পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ ❤️❤️

মেয়ের মাঝে নিজের শৈশব ফিরে পাই....
03/06/2025

মেয়ের মাঝে নিজের শৈশব ফিরে পাই....

প্রতিটি মুহূর্ত তোমার সঙ্গে কাটানো একেকটা উপহার, আর তুমি আমার পাওয়া সবচেয়ে প্রিয় উপহার।
28/05/2025

প্রতিটি মুহূর্ত তোমার সঙ্গে কাটানো একেকটা উপহার, আর তুমি আমার পাওয়া সবচেয়ে প্রিয় উপহার।

সব না পেলেও যতটুকু পেয়েছি এতটুকুই বা কজনে পাই। আলহামদুলিল্লাহ।
16/02/2025

সব না পেলেও যতটুকু পেয়েছি এতটুকুই বা কজনে পাই। আলহামদুলিল্লাহ।

14/02/2025

বাচ্চাদের আদ আদ কন্ঠে গান

মানুষের জীবনে আসলে সুদিন বলতে কোন কিছু নেই। আজ আপনার সাথে যা ঘটছে  তা মানিয়ে নিতে পারলেই।আজকের দিনটি আপনার কাছে সুদিন হ...
11/02/2025

মানুষের জীবনে আসলে সুদিন বলতে কোন কিছু নেই। আজ আপনার সাথে যা ঘটছে তা মানিয়ে নিতে পারলেই।আজকের দিনটি আপনার কাছে সুদিন হয়ে যাবে।

11/02/2025

ছাড়দিন,
বাদ দিন,
মেনে নিন
চুপ থাকুন, চালিয়ে নিন। বলতে দিন। করতে দিন সুখ আসতে বেশি সময় লাগবে না

Address

Patgram

Telephone

+8801303751486

Website

Alerts

Be the first to know and let us send you an email when SORON posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share