13/01/2025
তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব”।’
(সুরা মুমিন,৬০)
আমি তার (মানুষের) গ্রীবাস্থিত ধমনি অপেক্ষাও নিকটতর।’
(সুরা : কাফ, আয়াত : ১৬)
তোমরা হতাশ হয়ো না এবং দুঃখ কোরো না, যদি তোমরা মুমিন হও, তবে তোমরা জয়ী হবেই।
(সুরা আলে ইমরান, আয়াত: ১৩৯)
তিনি অসহায়ের আহ্বানে সাড়া দেন, যখন সে তাঁকে ডাকে এবং তিনি বিপদ-আপদ দূর করে দেন।
(সুরা নামল, আয়াত: ৬২)।
ধৈর্যের সঙ্গে, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। অবশ্য তা কঠিন; শুধু বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।’
(সুরা বাকারা, আয়াত: ৪৫)।