Oishi Blog

Oishi Blog Happiness depends upon ourselves

13/01/2025

তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব”।’
(সুরা মুমিন,৬০)

আমি তার (মানুষের) গ্রীবাস্থিত ধমনি অপেক্ষাও নিকটতর।’
(সুরা : কাফ, আয়াত : ১৬)

তোমরা হতাশ হয়ো না এবং দুঃখ কোরো না, যদি তোমরা মুমিন হও, তবে তোমরা জয়ী হবেই।
(সুরা আলে ইমরান, আয়াত: ১৩৯)

তিনি অসহায়ের আহ্বানে সাড়া দেন, যখন সে তাঁকে ডাকে এবং তিনি বিপদ-আপদ দূর করে দেন।
(সুরা নামল, আয়াত: ৬২)।

ধৈর্যের সঙ্গে, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। অবশ্য তা কঠিন; শুধু বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।’
(সুরা বাকারা, আয়াত: ৪৫)।

মাত্র তিনটা গ্যাস্ট্রিকের ঔষধের বার্ষিক বিক্রি প্রায় দুই হাজার কোটি টাকা। সার্জেল, ম্যাক্সপ্রো এবং প্যান্টোনিক্স। আরও তো...
30/12/2024

মাত্র তিনটা গ্যাস্ট্রিকের ঔষধের বার্ষিক বিক্রি প্রায় দুই হাজার কোটি টাকা। সার্জেল, ম্যাক্সপ্রো এবং প্যান্টোনিক্স। আরও তো অনেক কোম্পানির অনেক ব্র‍্যান্ড আছে। এরপর আছে সব কোম্পানির এন্টাসিড।

তাহলে বাংলাদেশে এন্টি এসিড ট্যাবলেট/ক্যাপসুল/ সিরাপ আর এন্টাসিড মিলে বার্ষিক বিক্রি বিশ হাজার কোটি টাকা ধরা যায়। একটি জাতির জন্য এটি একটি ভয়াবহ বার্তা।
আমরা চাল, আলু, সব ধরনের শাকসবজির সাথে প্রতিদিন প্রতিবেলা কীটনাশক আর হেভিমেটাল খাই। মাছ, মুরগী আর ডিমের সাথে নানা রকম ঔষধ এমনকি এন্টিবায়োটিক ও হেভিমেটাল খাই । তেল আর ভাজা পোড়া ও সকল প্রকার প্যাকেটজাত প্রসেসড ফুড এর সাথে ট্র‍্যান্সফ্যাট নামক বিষ খাই। যার ফলে বেশির ভাগ ঔষধ আমাদের শরীরে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে ।
আমরা যারা প্রতিদিন গ্যাস্ট্রিকের ঔষধ খাই চেষ্টা করবো ১ থেকে দের মাস পর কিছু দিন ঔষধ বন্ধ রাখার আর তার থেকে বড় কথা খাদ্য অভ্যাস পরিবর্তন করার ।
যারা সেল্ফ মেডিসিন গ্রহণ করি তারা চেষ্টা করবো এই কাজ থেকে বিরত থাকার ।

আসুন আমরা সবাই মেডিসিন ওভার ডোজ ও মিস ইউজ থেকে বিরত থাকি ।নিজে ভালো থাকি দেশকে ভালো রাখি।

সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটা কান...
03/11/2024

সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না।
অথচ দাফন,কাফন,গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে জমি কেনার জন্য দরকার ১৫০ টাকা, সে সময়ের ১৫০ টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবে। বিভিন্ন লাইব্রেরীতে লোক পাঠানো হল। না টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডি. এম লাইব্রেরি দিয়েছিল ৩৫ টাকা। আরো অনেক টাকা বাকি। টাকা আবশ্যক।
ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল- এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে। তারপর টাকা💔💔💔

কবি মনের নীরব কান্না, যাতনা লিখে দিলেন কবিতায়.....
ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে
আমার গানের বুলবুলি।
করুণ চোখে চেয়ে আছে
সাঝের ঝরা ফুলগুলি।।

ফুল ফুটিয়ে ভোর বেলা কে গান গেয়ে,
নীরব হ’ল কোন নিষাদের বান খেয়ে,
বনের কোলে বিলাপ করে সন্ধ্যারাণী চুল খুলি।।

কাল হতে আর ফুটবে না হায়, লতার বুকে মঞ্জরী
উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস মর্মরী।

গানের পাখি গেছে উড়ে শূণ্য নীড়,
কন্ঠে আমার নেই যে আগের কথার ভিড়,
আলেয়ার এই আলোতে আর আসবে না কেউ কুল ভুলি।

একজন সন্তানহারা পিতার কি নিদারুণ কষ্ট। যদিও এই মানুষটাই বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন....। দেশের জন্য অনেক কিছু করেছেন, জেল খেটেছেন স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে...। কিন্তু হঠাৎ করে সেই মানুষটার পিছন থেকে সবাই সরে যায়..., একেবারে ভুলে যায়.....যাদের জন্য তিনি সর্বস্ব উজাড় করে দিয়ে গেছেন....💔💔💔

তিনি আমাদের বিদ্রোহী কবি। বিনম্র শ্রদ্ধা।🙏🏼

সংগৃহীত।

25/10/2024

নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না, তাদের যারা দাম্ভিক, অহংকারী। (সুরা আন-নিসা, আয়াত : ৩৬)।

21/10/2024

পরিবার কিংবা মা বাবাকে নিয়ে অনেকের অনেক অভিযোগ থাকে। আমার তেমন নেই। হয়তো আমি লাকি, অথবা আন্ডারস্ট্যান্ডিং!

আমার হাতের মোবাইল খুব দামী না। তবে, আমি এটুকু বুঝি- এটাই সাধ্যের মধ্যে অনন্য। সম্ভব হলে হয়তো, পৃথিবীর সবচেয়ে দামী মোবাইলটাই আমার পরিবার আমার হাতে তুলে দিতো। আমার গায়ে থাকা কাপড় চোপড়ও বিশাল সব ব্র‍্যান্ডের না। তবে, সাধ্য অনুযায়ী কমও না।

এই লেখাটা পড়া একেকজনের মা বাবার সামর্থ্য একেক রকম। সামর্থ্য কম বেশি হয় আসলে, তাদের ভালোবাসা না। অন্তত আমার ক্ষেত্রে হয়নি। আমি কৃতজ্ঞ তারা আমাকে যা খাওয়াচ্ছে, পরাচ্ছে, যেভাবে রেখেছে। আমার গা গরম হলে, সবার আগে আমার মায়ের মাথাতেই চিন্তা চাপে। টাকার দরকার হলে, সবার আগে বাবাই নিজের পকেটের দিকে চোখ করে।

আমার যতটা স্বাধীনতা দরকার, সেটাও তারা দেয়। যেখানে লিমিট টানা জরুরি, সেখানেই টানে। আমি তাই ব্লেসড ভাবি নিজেকে। এটাও বুঝি-সাধ্যের বাইরে চাপিয়ে দিতে নেই, সব কিছুতে দোষ খুঁজতে নেই। আন্ডারস্ট্যান্ডিং প্যারেন্টস চাওয়ার পাশাপাশি, নিজেকেও আন্ডারস্ট্যান্ডিং চাইল্ড হওয়ার চেষ্টা রাখতে হয়। দিনশেষে, মা বাবার কাছেই শান্তি। সেখানেই সকল সুখ আলহামদুলিল্লাহ্

17/10/2024

মানুষের মধ্যে 'ফ্রিজিং পয়েন্ট' বলে একটা ব্যাপার থাকে। যে পয়েন্টে গেলে মানুষ খায়-দায়, ঘুমায়, টিভি দেখে, ফেসবুকিং করে, ক্লাস করতে যায়, আড্ডা দেয়। কিন্তু সে ভিতরে জমে আছে, বরফের মতো।

মন খারাপ?
-না।
হতাশ?
-না।
কিছু চাইছো?
-না।
খারাপ লাগছে?
-না।
ভালো লাগে?
-তাও না।

অথচ সে পরীক্ষায় ফেল করেনি। তাকে কেউ ভালোবাসায় তীক্ষ্ম প্রত্যাখান করেনি। সে ক্ষুধার্ত হয়ে রাস্তায় চট বিছিয়ে শুয়ে নেই। সে শুধু জমে আছে, শুকিয়ে আছে ঝরা পাতার মতো।

যে প্রশ্নটা তখন সবচেয়ে বেশি কানে বাজে,'হোয়াট'স রং উইথ মি?' আমি চলছি, সুস্থ-স্বাভাবিক। কিন্তু এই প্রকৃতি, এই কোলাহল, এই শহর, এই মায়াজাল, এই একঘেয়ে আবেগ কোনোকিছুই আমাকে টানে না। আমাকে কিছু স্পর্শ করছে না। কিংবা আমিই হয়তো স্পর্শের বাইরে আছি। হয়তো!

আমাদের সবারই কখনো কোথাও একটা ফ্রিজিং পয়েন্ট ছিল। বরফখন্ডের মতো ভেসে ছিলাম প্রশান্ত কিংবা আটলান্টিকে। ভে'ঙ্গেছি, চু'রমার হয়েছি, ভাগ্য প্রসন্ন হলে গলতে পেরেছি। একটু উত্তাপের আশায় অপেক্ষা করেছি দিন, মাস, বছর কিংবা একটা জীবন।কিছুটা অভিমানে, অভিযোগে বা কিছু পাওয়ার আশায়... কি অদ্ভুত একটা বিষয় 🙂🙂

15/10/2024

পবিত্র কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দগুলো ছোট্ট কিন্তু ব্যাপক অর্থবোধক ও উপকারীঃ
১. "লা তাহযান"(لا تحزان) - অতীত নিয়ে কখনো হতাশ হবেন না।
২. "লা তাখাফ"- (لا تخف)ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না, তা ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে।
৩. "লা তাগদাব"-(لا تغضب) জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে, রাগ করবেন না।
৪. " লা তাসখাত"(لا تسخت)- আল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।
তাই নিজের ভাগ্য (কপাল) কখনো গালাগালি করা যাবে না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। খারাপ তো করে শয়তান তার ধোকায় পরে আমরা খারাপ কাজে লিপ্ত হই।

Address

Panbari, Lalmonirhat
Patgram
5540

Alerts

Be the first to know and let us send you an email when Oishi Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share