03/11/2025
নিজের উপর বিরক্ত হয়ে গেলে মানুষ ভীষণ অসহায় হয়ে পড়ে।
কাউকে কিছু বলতে পারে না! কারন নিজের বিরক্তির কারন যখন আমি নিজেই!
কোথায় যাবো? কাকে বলবো?
কার বিরুদ্ধে অভিযোগ করবো?
সব ছেড়ে নিজের কাছে ফিরে এসে দেখলাম আমি নিজে আমার মনে মতো না। নিজে নিজের মন খারাপের কারণ হয়ে উঠলে মানুষের জন্য কোন সমাধান থাকে না।
নিজে নিজেকে বুঝতে না পারাটা সব চেয়ে বড় অসহায়ত্ব।