Shochitale

Shochitale This is a page where a girl named Shochi will share her tales through her lifestyle vlogs

06/10/2025

Page : Sugary Moon Pastry

প্রতিশ্রুতি রাখা হলো! 😌🎁মনে আছে তো? কয়েকদিন আগে বলেছিলাম যদি সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে ১০,০০০ ফলোয়ার হয়, তাহলে দুজনক...
05/10/2025

প্রতিশ্রুতি রাখা হলো! 😌🎁

মনে আছে তো? কয়েকদিন আগে বলেছিলাম যদি সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে ১০,০০০ ফলোয়ার হয়, তাহলে দুজনকে গিফট দিবো।
কি গিফট দিবো, কেন দিবো সেসব কিছুই বলিনি।
কারণ আসল উদ্দেশ্য ছিল একটু দেখি… কে কেমন effort দেয়, কে সত্যি পাশে থাকে 😌

আর জানো? এই ক’দিনে অনেকেই পাশে ছিলে, ইনবক্সে, কমেন্টে, রিয়্যাকশনে ভালোবাসা পাঠিয়েছো।
কিন্তু যে দুজনকে আমি বেছে নিয়েছি,
তারা দুজন কোনো বলাবলি ছাড়াই,
নিজেদের ফ্রেন্ডলিস্টের সবাইকে ইনভাইট দিয়ে পেজটা বড় হতে সাহায্য করেছে।
না কোনো শো-অফ, না কোনো “আমায় বেছে নিও” বলাবলি না, শুধু নিঃশব্দে পাশে থাকা 💛

তাদের নাম নিচে কমেন্টে মেনশন করে দিচ্ছি 👇
তাদের জন্য আমার এই সামান্য ছোট্ট গিফট ধন্যবাদ বলার জন্য 🎁

তোমরা না থাকলে এই “Shochitale” এখনো বালিশে মুখ গুঁজে কাঁদতো,
কনটেন্ট বানাতো না, কথা বলার মনও পেতো না 🙈
তাই তোমাদের জন্যই আজকের এই হাসিটা, এই গল্পটা, এই পেজটা।

Thank you for being my favorite part of this journey 🩵
আর বাকিরা মন খারাপ করো না,
আরো গিফট, আরো ভালোবাসা আসছে সামনে 😉

এক মাস আগে থেকেই আমার Birthday Date জেনে রেখেছিলো Sugary Moon Pastry এর owner আপু, জন্মদিনে কেক পাঠাবে তাই।” 🎂💌আর সত্যি,...
04/10/2025

এক মাস আগে থেকেই আমার Birthday Date জেনে রেখেছিলো Sugary Moon Pastry এর owner আপু, জন্মদিনে কেক পাঠাবে তাই।” 🎂💌
আর সত্যি, কথাটা রাখলোও! আমি তো প্রায় ভুলেই গেছিলাম। কিন্তু জন্মদিনের আগে আপু আবার ঠিকি নিজেই নক করে আমার নামের স্পেলিং, ডেলিভারি লোকেশন সব কনফার্ম করে নেন। এই ছোট্ট একটা জেসচারেই যে কতটা ভালোবাসা লুকিয়ে থাকে, সেটা কেবল ফিল করা যায়, বলা যায় না 💖

যেদিন কেকটা হাতে পেলাম, প্যাকেটটা খুলেই চোখ আটকে গেল। আমি অনলাইনের শুধু এই বো দেওয়া কিউট পিন্টারেস্ট কেক গুলো দেখি। নিজেও কাটবো ভাবিইনি। সাদা আর গোলাপি ফ্রস্টিং, উপরে বো আর ক্রাউন! একদম প্রিন্সেস ভাইব 🎀👑
ভেতরে ছিলো রিচ চকলেট ফ্লেভার — সেই নরম, ময়েশ্চার চকলেট কেকের গন্ধই বলে দিচ্ছিলো কেকটা কতটা আদর যত্ন দিয়ে বানানো!” 😋🍫

সবচেয়ে মজার ব্যাপার হলো, পেজটা নতুন দেখে আমার খুব একটা এক্সপেক্টেশন ছিলোনা। কিন্তু তাদের ডেলিভারি, প্যাকেজিং, আর কেকের ফিনিশিং দেখে মনে হলো অনেক এক্সপেরিয়েন্সড বেকার। এত কিউট আর টেস্টি কেক আমি অনেকদিন পরে খেলাম 🥰

যদি আপনি কাউকে সারপ্রাইজ দিতে চান, অথবা নিজের স্পেশাল দিনে কিছু এক্সট্রা কিউট আর মজাদার খুঁজছেন এই হোম মেড কেকটা একদম পারফেক্ট! 🍰💗

(আর হ্যাঁ, ছবিটা দেখে যদি কেক খেতে ইচ্ছা করলে আমি কিন্তু একদমই দায়ী না 😉)

30/09/2025

50% Discount এ Birthday Glowup!

আগামী কয়েকদিন হয়তো আমি একটু নেটওয়ার্কের বাইরে থাকবো। তাই পেজে আগের মতো উপস্থিত থাকতে নাও পারি। তবে চিন্তা নেই, আমি কি...
29/09/2025

আগামী কয়েকদিন হয়তো আমি একটু নেটওয়ার্কের বাইরে থাকবো। তাই পেজে আগের মতো উপস্থিত থাকতে নাও পারি। তবে চিন্তা নেই, আমি কিছু কনটেন্ট সিডিউল করে রেখেছি। আমার থাকা না থাকার মাঝেই ওগুলো আপলোড হতে থাকবে। 🙈✨

আমার অনুপস্থিতিতেও যেন সেই কনটেন্টগুলোতে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পাই এইটাই সবচেয়ে বড় আশা। 💕

আর হ্যাঁ, জন্মদিনে এত সুন্দর শুভেচ্ছা, দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য আপনাদের প্রতি রইলো হৃদয়ভরা কৃতজ্ঞতা। আপনারা আছেন বলেই সবকিছু এত বিশেষ হয়ে ওঠে। 🥰

সবাইকে আলাদা করে রিপ্লাই আপাততঃ করতে না পারার জন্য স্যরি, এই বেকার মানুষটার ব্যস্ততা অনেক। প্লিজ কেও আমাকে ভুল বুঝোনা। 🥲

This cutu cake is from Sugary Moon Pastry

কারো জন্য কখনো বিশেষ কিছু রান্না করেছেন? না না, সবাইকে দাওয়াত করে অনেক কিছু খাওয়ানো না। সেটা আলাদা হিসাব। কিন্তু নির্দ...
29/09/2025

কারো জন্য কখনো বিশেষ কিছু রান্না করেছেন? না না, সবাইকে দাওয়াত করে অনেক কিছু খাওয়ানো না। সেটা আলাদা হিসাব। কিন্তু নির্দিষ্ট কারো জন্য বিশেষ করে বাছাই করা একটা রেসিপি বানিয়ে দিয়েছেন কখনো? হয়তো কোন রেসিপি দেখে সেই একটা মানুষের কথা মনে হয়েছে। অথবা বিশেষ মানুষটা একবার এই জিনিসটা খেতে চায় জানিয়েছিলো মনের ভুলে বা সেই মানুষটার ফেভরেট ডিস...?

রাধুনী না হলেও শুধু সেই মানুষটা খুশি হবে, তার মুখে হাসি ফুটবে, স্পেশাল ফিল করবে ভেবে শত শত ইউটিউব রেসিপি ঘেটে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে হাতা খুন্তি নাড়ার যে বেপার টা... এটা আমার কাছে একটা Act of love.

সবাই সেটা সবার জন্য করেনা। কেও কেও কখনো পায়না আবার কেও পেলেও ডিজার্ভ করেনা।

এতোকিছু কিভাবে জানি? জানি কারন আমি নিজে খুব মায়া দিয়ে মানুষের জন্য এগুলো করে দেখেছি বহুবার। পিছে ফিরে তাকালে অনুভব করি তাদের অনেকেই আমার সেই pure form of affection deserve করতোনা।

কিন্তু আজ সেই "Act of love" আমার জন্য পারফর্ম করা হয়েছে। যত্ন করে দুই লেয়ারের পুডিং কেক বানানো হয়েছে। চকলেট, ডিম, দুধ, চিনি আর ভালোবাসা দিয়ে।

আর সেটা বানিয়েছে আমার মামা। বেকিং-এর মতো কঠিন একটা কাজ, শুধু আমার জন্য, এত কষ্ট করে করেছে। কেক আমি খুব একটা খাই বা না খাই কিন্তু ভালোবাসা আর স্নেহটা আমি দু’হাত ভরে নিয়েছি।

এটাই আমার কাছে সবচেয়ে বড় আশ্বাস I can be loved too. It’s not that difficult, rather really simple.

Alhamdulillah for everything. 🌸

28/09/2025

ভাত ভর্তার মেলা 😍

#বাঙালিভোজ #ভর্তা #ঝাল

আগামীকাল মূল ভিডিও আপলোড দেওয়ার আগে আমার পাতে কয়টা পদ আছে আর সেগুলো কি কি একদম ১০০% ঠিকঠাক বলতে পারলে আমি তাকে নিজ হাতে ...
26/09/2025

আগামীকাল মূল ভিডিও আপলোড দেওয়ার আগে আমার পাতে কয়টা পদ আছে আর সেগুলো কি কি একদম ১০০% ঠিকঠাক বলতে পারলে আমি তাকে নিজ হাতে ভর্তা বানিয়ে খাওয়াবো, কথা দিলাম 😁

(আমার কোনো আত্মীয় কমেন্টে বলে দিলে করলে খবর আছে কিন্তু 😒)

#বাঙালিভোজ #ভর্তা #ঝাল

26/09/2025

বছরের এই সময়টা আসলেই কিছু মানুষের আদেকলামু শুরু হয়ে যায় নাড়ু মোয়া খাওয়ার জন্য। কেনো রে ভাই? তোদের বাড়িতে কেও এগুলা বানাতে পারেনা নাকি কখনোই খাসনাই, চোখে দেখিসনাই?

আর এই সময়ই এতো বন্ধুত্ব, দোস্তগিরি, অসাম্প্রদায়িকতা ফলাতে যেতে হবে কেনো? কি প্রমান করতে যে আমরা একেবারে ভাইভাই, বড় দিলওয়ালা? কই তাদের তো কখনো আমাদের মিলাদের সিরনি চেয়ে খেয়ে এমন কিছু প্রমান করার প্রয়োজন দেখিনা। বরং আমার মনেহয় "এবার কিন্তু নাড়ু খাওয়াতে হবে দাদা" বলে হাভাতের মতো চাইতে গেলে তারা অপ্রস্তুত হয়ে যায়, ইতস্তত বোধ করে। ভদ্রতার খাতিরে সেটা প্রকাশ করতে পারেনা।

এ বছর ছেচড়ামিটা বাদ দেন প্লিজ, যাদের স্পেশাল দিন তাদের স্পেশাল ভাবে কাটাতে দেন, অযাচিত ভাবে ঠ্যাং ঢোকানো বন্ধ করেন।

25/09/2025

বছরে একবার ভর্তা পার্টি না করলে কি হয়?... আজ তাই এই বছরের টা সেরে ফেললাম 🤗

#ভর্তা #ঝাল #বাঙালিভোজ

কিছু একটা তো হচ্ছে... 🫣
25/09/2025

কিছু একটা তো হচ্ছে... 🫣

22/09/2025

৫০০ টাকার শুধু ফুচকা-ই খেলাম! 😵

কোথায়? কিভাবে? কেমন খেতে... Details video তে

Address

Patgram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shochitale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share