The Daily Sunshine

The Daily Sunshine উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত

বাগেরহাটে জাসাসের মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠিতবিস্তারিত কমেন্টে
19/07/2025

বাগেরহাটে জাসাসের মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠিত
বিস্তারিত কমেন্টে

গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিলবিস্তারিত কমেন্টে
19/07/2025

গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল
বিস্তারিত কমেন্টে

রাকসু’র তফসিল ঘোষণার দাবিতে সোমবার অবস্থান কর্মসূচিবিস্তারিত কমেন্টে
19/07/2025

রাকসু’র তফসিল ঘোষণার দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি
বিস্তারিত কমেন্টে

রাবিতে সেমিনারে বিশিষ্ট আলোচকগণ : পার্বত্য চট্টগ্রাম নিয়ে নির্লিপ্ততার অবকাশ নেই, পুরো জাতিকে সচেতন হতে হবেবিস্তারিত কমে...
19/07/2025

রাবিতে সেমিনারে বিশিষ্ট আলোচকগণ : পার্বত্য চট্টগ্রাম নিয়ে নির্লিপ্ততার অবকাশ নেই, পুরো জাতিকে সচেতন হতে হবে
বিস্তারিত কমেন্টে

19/07/2025

পুঠিয়ায় বিএনপির নেতা কর্মীদের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টির লক্ষ্যে অন্য রকম আয়োজন

পুঠিয়ায় অনুষ্ঠিত হলো ‘লস্কর’ সিনেমার শুভ মহরত ইমাম হোসেন, ডিজিটাল-বাংলাদেশের বাংলা সিনেমার জগতে নতুন আলো জ্বালাতে যাত্...
19/07/2025

পুঠিয়ায় অনুষ্ঠিত হলো ‘লস্কর’ সিনেমার শুভ মহরত

ইমাম হোসেন, ডিজিটাল-

বাংলাদেশের বাংলা সিনেমার জগতে নতুন আলো জ্বালাতে যাত্রা শুরু করলো সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র "লস্কর"। লস্কর সিনেমার ক্যামেরার সামনে ও পেছনের সকল কলাকৌশলী দের নিয়ে অনুষ্ঠিত হয় লস্কর সিনেমার শুভ মহরত।

১৮ জুলাই, শুক্রবার, বিকেলে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পচামাড়িয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো এই সিনেমার শুভ মহরত অনুষ্ঠান। এটি শুধু একটি সিনেমার সূচনা নয়—এটি একটি সম্ভাবনার বার্তা, সচেতনতার আহ্বান এবং ইতিহাসের মিশেল নিয়ে সমাজের পরিবর্তনের প্রত্যাশা। ইলমাস মুভিজের কর্ণধার ইলিয়াস হোসাইন প্রযোজিত ও তরুণ নির্মাতা আসাদুজ্জামান জনি পরিচালিত “লস্কর” সিনেমাটি বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সামাজিক বিষয়গুলো তুলে ধরবে বলেই আশাবাদী সংশ্লিষ্টরা।মহরত উপলক্ষে পচামাড়িয়া ডিগ্রি কলেজে পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।বিকেল থেকেই জমে ওঠে অনুষ্ঠানস্থল। বর্ণাঢ্য সাজে সুসজ্জিত মঞ্চে হাজির হন প্রযোজক, পরিচালক, অভিনেতা, কলাকুশলী, সাংবাদিক, সাহিত্যিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতেই লস্কর সিনেমার মূল পোস্টার উন্মোচন করা হয়। এরপর একে একে বক্তব্য রাখেন সিনেমার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, যেখানে উঠে আসে সিনেমার কনসেপ্ট, উদ্দেশ্য ও সমাজে এর প্রভাব নিয়ে নানা গুরুত্বপূর্ণ দিক।

প্রযোজক ইলিয়াস হোসাইন বলেন,লস্কর শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। আমরা চেষ্টা করব এমন কিছু উপহার দিতে, যা দর্শকদের শুধু আনন্দ দেবে না, বরং ভাবতে শেখাবে, শিখতে উৎসাহ দেবে।”

পরিচালক আসাদুজ্জামান জনি জানান,লস্কর আমাদের মনের অনেক না বলা গল্প। আমরা চেয়েছি রাজশাহীর প্রতিভাবান শিল্পীদের নিয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে ইতিহাস, বাস্তবতা আর কল্পনা মিলেমিশে গড়ে উঠবে এক ব্যতিক্রমধর্মী চলচ্চিত্র।

তিনি আরও বলেন, “এই সিনেমায় অংশ নেবেন এক হাজারেরও বেশি সিনেমায় অভিনয়কারি অভিনয়শিল্পী, যার মধ্যে রয়েছেন নামকরা অভিনেতা গুলজার খান সহ আরও অনেকেই। রাজশাহীর মাটিতেই গড়ে উঠবে একটি নতুন সিনেমার ইতিহাস।

কারিগরি সহায়ক হাসমত হাসু জানান, লস্কর সিনেমা শুটিং করার জন্য আমাদের সকল প্রস্তুতি শেষ, আগামীকাল সকাল থেকে লস্কর সিনেমার শুটিং শুরু করবো আমরা। এবং খুব শিগগিরই শুটিংয়ের কাজ শেষ করে উপহার দেবো আপনাদের লস্কর সিনেমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান সহকারী পরিচালক রাসেল আহমেদ, চিত্রনাট্যকার গিয়াস উদ্দিন, কারিগরি সহায়ক হাসমত হাসু, অভিনেতা আনসার, সাংবাদিক বজলুর রশিদ, আরজে রাকিব, ইমাম হোসেন, মিঠন হোসেন, ইমন হোসেন, বারফি, ইমন আলী, নাইমুর হায়দার ইমন সহ অনেকেই।

তারা সবাই জানান, “লস্কর” একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ কাজ। এটি শুধু বিনোদন নয়, বরং একটি সামাজিক বার্তা হয়ে দর্শকদের হৃদয়ে দাগ কাটবে।

পচামাড়িয়া গ্রামের বাসিন্দাদের জন্য “লস্কর” সিনেমা একটি গর্বের প্রতীক হয়ে উঠেছে। স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে জানানো হয়, পরিচালক জনি ও কারিগরি সহায়ক হাসু আমাদের গ্রামের সন্তান। তাদের এই প্রয়াস আমাদের জন্য গর্বের। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগে আরও সম্পৃক্ত হব।

অনুষ্ঠানস্থলে দর্শকদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, উচ্ছ্বাস এবং প্রত্যাশা। অনেকেই বলছিলেন, এমন আয়োজন যেন নিয়মিত হয়, রাজশাহীর মাটি থেকে উঠে আসুক আরও অনেক সচেতনতামূলক সিনেমা। পরিচালক ও নির্মাতা দলের পক্ষ থেকে জানা গেছে, “লস্কর” একটি ইতিহাসনির্ভর সামাজিক নাট্যচলচ্চিত্র। এতে স্থান পাবে রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক অবক্ষয়, মানবাধিকার, নারী-পুরুষ বৈষম্য, এবং জাতীয় ইতিহাসের ছায়া।

এই সিনেমায় কল্পনার রঙে রাঙানো হলেও তার ভিত্তি গড়ে উঠেছে আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা ও সচেতনতার জরুরী বার্তা নিয়ে।

রাজশাহীর মাটিতে দাঁড়িয়ে শুরু হলো এক নতুন সিনেমার স্বপ্নযাত্রা। “লস্কর” শুধু একটি চলচ্চিত্র নয়, এটি একটি চেতনা, একটি আন্দোলন, যা সিনেমার ভাষায় সমাজকে নতুন বার্তা দেবে। এই উদ্যোগকে ঘিরে যেমন স্থানীয় মানুষের মধ্যে গর্ব কাজ করছে, তেমনি সিনেমাপ্রেমীদের মাঝে জন্ম নিয়েছে এক নতুন প্রত্যাশা।

এখন সবার চোখ সিনেমার মূল কাজের দিকে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, কবে পর্দায় আসবে "লস্কর", কবে তারা দেখতে পাবে সেই গল্প—যা শুধু দেখাবে নয়, ভাবাবে, শেখাবে, ও জাগাবে। অনুষ্ঠান শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

বাঘার পদ্মার চরে এক রাতে চার বাড়িতে ডাকাতি ও পাঁচ দোকান চুরি !স্টাফ রিপোর্টার,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার দুর্গম পদ্মার...
19/07/2025

বাঘার পদ্মার চরে এক রাতে চার বাড়িতে ডাকাতি ও পাঁচ দোকান চুরি !
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলার দুর্গম পদ্মার চরাঞ্চলের কালিদাস খালী এলাকায় একরাতে চার বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত দেড়টা থেকে তিনটার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ডাকাতরা প্রায় দশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার চারদিন আগে ঐ এলাকার দুটি বাজারের পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সব ঘটনায় আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।

চরাঞ্চলের লোকজন ও ভুক্তভোগীরা জানান , ২০ থেকে ২৫ জনের মুখোশ পরা এবং অস্ত্রধারী ডাকাতদল প্রথমে লতিফ মোল্লার বাড়িতে ঢুকে এক লাখ ১০ হাজার টাকা, আট আনি স্বর্ণের একটি আংটি, একটি জোড়া কানের দুল, ১০ আনি স্বর্ণের একটি চেইন এবং দুটি মোবাইল লুট করে নিয়ে যায়। এরপর তারা ইউনুস ব্যাপারীর বাড়ি থেকে নগদ ৮ হাজার টাকা, আট আনি স্বর্ণের একটি চেইন, রুপার নুপুর ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। এর আগে ইদ্রিস ব্যাপারীর বাড়ি থেকে নগদ ২৫ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন, দুটি রুপার বালা, একটি জোড়া নুপুর এবং তিনটি মোবাইল ছিনিয়ে নেয় ।

সর্ব শেষে ব্যবসায়ী আব্দুর রাজ্জাক এর বাড়িতে হানা দিয়ে নগদ ৫ লাখ টাকা, দুই ভরির দুটি স্বর্ণের চেইন, চার আনি ওজনের দুটি স্বর্ণের আংটি, এক ভরির একটি কানের দুল ও একটি মোবাইল ফোন লুট করে নেয়। এরপর ডাকাতদল বাড়িগুলোর আসবাবপত্র তছনছ করে নদী পথে পালিয়ে যায়।

ভুক্তভুগী লতিফ মোল্লা বলেন, ডাকাতরা ঈঞ্জিন চালিত নৌকা নিয়ে এসেছিল। চারটি বাড়ি একে একে লুট করে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে। তিনি আরো বলেন, চরের মানুষরা এক-একটা পরিবার একেকটা উচু ভিটায় বসবাস করা। অত্র এলাকায় কোন দুর্ঘটনা ঘটলে মসজিদের মাইকে মানুষ জড়ো করা হয়। কিন্তু গভীর রাত হওয়ায় সেটি সম্ভব হয়নি।

চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আলম বলেন, গত এক মাসে অত্র এলাকায় প্রায় ১০টি চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। এতে মানুষ চরম আতঙ্কে আছেন। তিনি আক্ষেপ করে বলেন, গত পাঁচ দিন আগে ১৫ জুলাই সোমবার রাতে পদ্মার চরাঞ্চলের পলাশী ফতেপুর ও নতুন বাজারে একই রাতে পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল চুরি গেছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোন চোরকে আটক করতে পারেনি।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমি ও সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। একই সাথে চোরদের বিষয়েও খোঁজ থবর নেয়া হচ্ছে, আমরা খুব শির্ঘই উভয় গ্রুপকে আটক করে আইনের আওতায় নিয়ে আসবো।

তবে স্থানীয় লোকজনের দাবি, ২০০৬ সালের পূর্বে রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তিন সীমান্ত এলাকায় লালচান এবং পান্না বাহিনীর দৌরাত্ব ছিলো। সে সময় তারা তিন-চার মাসের ব্যবধানে প্রায় অর্ধশতাধিক মানুষকে ক্ষুন করে হালের বলদ ও ফসল লুট-সহ অসংখ্য ডাকাতির ঘটনা ঘটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। পরবর্তীতে যৌথ বাহিনির হাতে দুই বাহিনীর প্রধান লালচার-পান্না সহ অনেকেই এনকাউন্টারে মারা যান। লোকজনের ধারনা, তাদেরই লোকজন আবার নতুন করে গা ঝাড়া দিয়ে উঠছে।
নুরুজ্জামান /শামি

19/07/2025

ঈশ্বরদীতে অ স্ত্র গুলি মা দক ও ক ঙ্কাল ও নারীসহ তিনজন
গ্রে প্তা র
বিস্তারিত কমেন্টে

নর্থ বেঙ্গল সুগার মিলের বৃক্ষরোপণ উদ্বোধনবিস্তারিত কমেন্টে
19/07/2025

নর্থ বেঙ্গল সুগার মিলের বৃক্ষরোপণ উদ্বোধন
বিস্তারিত কমেন্টে

মান্দায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন : সভাপতি হলেন মতিন সম্পাদক বাবুল চৌধুরীবিস্তারিত কমেন্টে
19/07/2025

মান্দায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন : সভাপতি হলেন মতিন সম্পাদক বাবুল চৌধুরী
বিস্তারিত কমেন্টে

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কৃষকদলের দোয়া মাহফিল ও স্মরণসভাবিস্তারিত কমেন্টে
19/07/2025

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কৃষকদলের দোয়া মাহফিল ও স্মরণসভা
বিস্তারিত কমেন্টে

সাপাহারে দুই দিনের আম উৎসববিস্তারিত কমেন্টে
19/07/2025

সাপাহারে দুই দিনের আম উৎসব
বিস্তারিত কমেন্টে

Address

Patgram

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Sunshine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Daily Sunshine:

Share