11/08/2024
সময় পেলে ভেবে দেখো দিনের শেষে কি পেলে..
মনের সাথে লড়াই করে সত্যিই কি জিতে গেলে?
আমি হেরেও জিতে গেছি,কারণ আমি তোমার মতো স্বার্থপর,বেঈমান ছিলাম না।মানুষ একবার ২বার ৩বার পর্যন্ত ভুল হয়তো করে কিন্তু বারবার না,চলে গেছো ভালো থেকো কিন্তু আমাকে আর কখনো পাবে না😭
আমার কাছে সবচেয়ে সুন্দর রিভেঞ্জ হচ্ছে কোনোরকম অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃ'ণা না রেখে তোমাকে ভুলে যাওয়া!হয়তো ভুলতে পারবোনা,আমি কখনো ভুলতেও চাই না তোমাকে কারণ,আমার মনে কোন পাপ লোভ ছিলোনা তবে হ্যা তোমাকে তোমার ভালোবাসা পাবার প্রচন্ড লোভ ছিলো যা সারাজীবন থাকবে, ভেবে দেখো তুমি এমন একজনকে হারিয়েছো যে কিনা তোমাকে পাগলের মতো ভালোবাসতো আর সারাজীবন ভালোবেসে যাবে কোন কিছুর আশা ছাড়াই।আমাকে ঠকায়ছোনা এর বিচার আল্লাহ করবে,তুমি আমার মুখের হাসি,আমার জান্নাত, আমার মহারানীকে আমার থেকে কেড়ে নিছো।আমি কোনদিনও তোমাকে মাফ করবোনা😭😭আমাকে পেয়েও যে ছেড়ে আসা মানুষের কাছে যায় তুমি কখনো ভেবোনা সেইখানে আমি ২য় বার তোমাকে ছুঁয়ে দেখার চেষ্টা করবো।আমার ভালোবাসা হয়েই সারাজীবন আমার বুকেই থাকবে যেখানে তুমি আঘাত করেছো অবহেলা করতে করতে আমাকে রাস্তার কুকুরের চেয়েও নিকৃষ্ট বানিয়েছো😭😭যার চোখের জল পড়ে প্রতিনিয়ত তোমার জন্য, সে আর যাইহোক প্রতারক হতে পারে না!
Be happy