MD: Zahidul Islam Zahid

MD: Zahidul Islam Zahid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD: Zahidul Islam Zahid, Digital creator, Patgram.

আমার নিরবতায় ভাসমান শূন্যতা তোমাকে আর বুঝাতে পারলাম কই...?তোমার আচরণে আমি খুব আঘাত পেয়েছি,কিন্তু চিৎকার করিনি,কোন অভিযোগ...
01/10/2025

আমার নিরবতায় ভাসমান শূন্যতা তোমাকে আর বুঝাতে পারলাম কই...?
তোমার আচরণে আমি খুব আঘাত পেয়েছি,কিন্তু চিৎকার করিনি,কোন অভিযোগ করিনি, শুধু নিজেকে সরিয়ে নিয়েছি..!
জানো তো...?
ধৈর্যের শক্তি বেড়ে গেলে মানুষ আর কাঁদে না,বরং হাসে..
আঘাত যখন ভিতর পর্যন্ত পৌছায়,মানুষ তখন নিরব হয়ে যায়।আমিও তার ব্যতিক্রম নই,আমার নিরবতায় ভাসমান শূন্যতা তোমাকে আর বুঝাতে পারলাম কই...?
আমার না বলা কথা তুমি কখনোই বুঝলেনা,বুঝার চেষ্টাও করলে না,অথচ না বলা কথা না জানার মাঝেই সবটা লুকিয়ে ছিলো...!
আমি সব কিছু সহজেই মেনে নিই বলেই সবাই আমার প্রতি কঠোর হতে দু'বার ভাবে না।
আসলে আমি মেনে নিলাম নাকি মানিয়ে নিলাম,এইটা কেউ একবার জানার চেষ্টাও করে না..!!
অবশেষে, সবকিছু মনে রাখলাম, মেনেও নিলাম, অভিশাপে অভিশপ্ত না করে দোয়া'তে রেখে গেলাম,সুখী হও আমার না হওয়া মহারানী 🤲🙏

শুভ কাজে সবার পাশে,শুভ সংঘের পক্ষ থেকে ১০ জানুয়ারি  কালের কন্ঠ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে সবাইকে জানাই শুভ...
09/01/2025

শুভ কাজে সবার পাশে,
শুভ সংঘের পক্ষ থেকে ১০ জানুয়ারি কালের কন্ঠ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছান্তে,
মোঃজাহিদুল ইসলাম জাহিদ
সাংগঠনিক সম্পাদক,শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখা।

সময় পেলে ভেবে দেখো দিনের শেষে কি পেলে..মনের সাথে লড়াই করে সত্যিই কি জিতে গেলে?আমি হেরেও জিতে গেছি,কারণ আমি তোমার মতো স্...
11/08/2024

সময় পেলে ভেবে দেখো দিনের শেষে কি পেলে..
মনের সাথে লড়াই করে সত্যিই কি জিতে গেলে?
আমি হেরেও জিতে গেছি,কারণ আমি তোমার মতো স্বার্থপর,বেঈমান ছিলাম না।মানুষ একবার ২বার ৩বার পর্যন্ত ভুল হয়তো করে কিন্তু বারবার না,চলে গেছো ভালো থেকো কিন্তু আমাকে আর কখনো পাবে না😭
আমার কাছে সবচেয়ে সুন্দর রিভেঞ্জ হচ্ছে কোনোরকম অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃ'ণা না রেখে তোমাকে ভুলে যাওয়া!হয়তো ভুলতে পারবোনা,আমি কখনো ভুলতেও চাই না তোমাকে কারণ,আমার মনে কোন পাপ লোভ ছিলোনা তবে হ্যা তোমাকে তোমার ভালোবাসা পাবার প্রচন্ড লোভ ছিলো যা সারাজীবন থাকবে, ভেবে দেখো তুমি এমন একজনকে হারিয়েছো যে কিনা তোমাকে পাগলের মতো ভালোবাসতো আর সারাজীবন ভালোবেসে যাবে কোন কিছুর আশা ছাড়াই।আমাকে ঠকায়ছোনা এর বিচার আল্লাহ করবে,তুমি আমার মুখের হাসি,আমার জান্নাত, আমার মহারানীকে আমার থেকে কেড়ে নিছো।আমি কোনদিনও তোমাকে মাফ করবোনা😭😭আমাকে পেয়েও যে ছেড়ে আসা মানুষের কাছে যায় তুমি কখনো ভেবোনা সেইখানে আমি ২য় বার তোমাকে ছুঁয়ে দেখার চেষ্টা করবো।আমার ভালোবাসা হয়েই সারাজীবন আমার বুকেই থাকবে যেখানে তুমি আঘাত করেছো অবহেলা করতে করতে আমাকে রাস্তার কুকুরের চেয়েও নিকৃষ্ট বানিয়েছো😭😭যার চোখের জল পড়ে প্রতিনিয়ত তোমার জন্য, সে আর যাইহোক প্রতারক হতে পারে না!
Be happy

- একটা মানুষের অতীত থাকতেই পারে.!🙂- অতীত দিয়ে একটা মানুষকে বিচারকরাটা আমাদের সবচেয়ে বড় বো!কা!মি.😢🌸কিন্তু সেটা যদি সে বুঝ...
31/07/2023

- একটা মানুষের অতীত থাকতেই পারে.!🙂

- অতীত দিয়ে একটা মানুষকে বিচার
করাটা আমাদের সবচেয়ে বড় বো!কা!মি.😢🌸

কিন্তু সেটা যদি সে বুঝতো..!!!

26/07/2023

মন তোমার। মন খারাপ ও তোমার। তাই মন খারাপ হলে সেটা তোমাকেই ভালো করতে হবে। কারো 'ঠ্যাকা' পড়ে নাই তোমার মন ভালো করে দেওয়ার।
প্রিয়জন? প্রিয়জন রা আজকাল মন ভালো করে না৷ উল্টা খারাপ করে দেয়! 😊

24/07/2023

যারা ভুল দেখলে ছেড়ে চলে যায়, তারা আসলে ভালো থাকতে আসে, আর যারা ভুলটা শুধরিয়ে পাশে থাকে, তাঁরাই তো ভালোবাসে..!🖤🌸

21/07/2023

প্রচন্ড ডিপ্রেশনেও একটা কথা ভেবে স্বস্তির নিশ্বাস ছাড়ি, আল্লাহ একদিন সব ঠিক করে দিবে!'❤😊

Address

Patgram

Telephone

+8801785352558

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD: Zahidul Islam Zahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD: Zahidul Islam Zahid:

Share