01/10/2025
আমার নিরবতায় ভাসমান শূন্যতা তোমাকে আর বুঝাতে পারলাম কই...?
তোমার আচরণে আমি খুব আঘাত পেয়েছি,কিন্তু চিৎকার করিনি,কোন অভিযোগ করিনি, শুধু নিজেকে সরিয়ে নিয়েছি..!
জানো তো...?
ধৈর্যের শক্তি বেড়ে গেলে মানুষ আর কাঁদে না,বরং হাসে..
আঘাত যখন ভিতর পর্যন্ত পৌছায়,মানুষ তখন নিরব হয়ে যায়।আমিও তার ব্যতিক্রম নই,আমার নিরবতায় ভাসমান শূন্যতা তোমাকে আর বুঝাতে পারলাম কই...?
আমার না বলা কথা তুমি কখনোই বুঝলেনা,বুঝার চেষ্টাও করলে না,অথচ না বলা কথা না জানার মাঝেই সবটা লুকিয়ে ছিলো...!
আমি সব কিছু সহজেই মেনে নিই বলেই সবাই আমার প্রতি কঠোর হতে দু'বার ভাবে না।
আসলে আমি মেনে নিলাম নাকি মানিয়ে নিলাম,এইটা কেউ একবার জানার চেষ্টাও করে না..!!
অবশেষে, সবকিছু মনে রাখলাম, মেনেও নিলাম, অভিশাপে অভিশপ্ত না করে দোয়া'তে রেখে গেলাম,সুখী হও আমার না হওয়া মহারানী 🤲🙏