
04/05/2025
সময় টা ছিলো ২০২৩ সালে ৮ম শ্রেণি।
যে সময় টাই আমার তোমার সাথে দেখা,পরিচয়, বন্ধুত্ব।😌😌
সেই সময় টাতেই যেনে ছিলাম তোমার কোনো না কোনো একদিন ট্রান্সফার হয়ে যাবে তোমার শৈশবের শহর ছেড়ে অন্য শহরে।দেখো ২০২৪ সালে ৩১ জুলাই তুমি শহরটি ছেড়েও দিলে।
আমি জানতাম তুমি কোনো কোন একসময় দুরে যাবে তাই তুমি আমি মিলে একটা বুদ্ধি বেরকরলাম যে,একটা পেইজ খুলি।আলহামদুলিল্লাহ পেইটা খুলেও ফেলি এবং নাম দিলাম Mutual friends official।
সময়টা ছিলো ফেব্রুয়ারী ২০২৩ সালের ২তারিখ তোমার সাথে আমার প্রথম কথা।যদিও তুমি আমার সাথে আগে কথা বলা শুরু করেছিলে,পরে আমি।
সেই থেকেই শুরু আমাদের একসঙ্গে পথ চলা,একসঙ্গে ক্লাস, প্রাইভেট,ঘোরাঘুরি, আড্ডা, ভিডিও,হাসি ঠাট্টা ইত্যাদি ইত্যাদি।
এখন মনে হয় এই তো সেই দিন আমরা আমরা বন্ধু হলাম,আড্ডা দিলাম,ঘুরলাম কিন্তু দিন গুলা গণনা করলে দেখা যায় আজ থেকে প্রায় ২বছর আগে এই সব করেছি।
আবার এই টাও মনে হয়, তোমার ট্রান্সফার হলোই তো কিছু দিন আগে....!
কিন্তু চোখের পলকেই ৯মাস পারহয়ে গেলো।
আল্লাহর কাছে দুয়া করি আমাদের আবারো খুব শীগ্রহি সামনাসামনি সাক্ষাৎ করান।
আমি চাই তুমি সহ আমার সকল বন্ধু যেন আমার শুরু দুয়াতেই না বরং পরকালেও সারাজীবন আমার বন্ধু হয়ে থাকে।
মো:সালমান ফার্সি।
ন;ফা;মা; সাবেক ছাত্র❤️
Photo 2023......Class 8 batch....!!🙂🙂