Mutual friends official

Mutual friends official Friends in Rajshahi

সময় টা ছিলো ২০২৩ সালে ৮ম শ্রেণি।যে সময় টাই আমার তোমার সাথে দেখা,পরিচয়, বন্ধুত্ব।😌😌সেই সময় টাতেই যেনে ছিলাম তোমার কোনো না...
04/05/2025

সময় টা ছিলো ২০২৩ সালে ৮ম শ্রেণি।

যে সময় টাই আমার তোমার সাথে দেখা,পরিচয়, বন্ধুত্ব।😌😌

সেই সময় টাতেই যেনে ছিলাম তোমার কোনো না কোনো একদিন ট্রান্সফার হয়ে যাবে তোমার শৈশবের শহর ছেড়ে অন্য শহরে।দেখো ২০২৪ সালে ৩১ জুলাই তুমি শহরটি ছেড়েও দিলে।

আমি জানতাম তুমি কোনো কোন একসময় দুরে যাবে তাই তুমি আমি মিলে একটা বুদ্ধি বেরকরলাম যে,একটা পেইজ খুলি।আলহামদুলিল্লাহ পেইটা খুলেও ফেলি এবং নাম দিলাম Mutual friends official।

সময়টা ছিলো ফেব্রুয়ারী ২০২৩ সালের ২তারিখ তোমার সাথে আমার প্রথম কথা।যদিও তুমি আমার সাথে আগে কথা বলা শুরু করেছিলে,পরে আমি।

সেই থেকেই শুরু আমাদের একসঙ্গে পথ চলা,একসঙ্গে ক্লাস, প্রাইভেট,ঘোরাঘুরি, আড্ডা, ভিডিও,হাসি ঠাট্টা ইত্যাদি ইত্যাদি।

এখন মনে হয় এই তো সেই দিন আমরা আমরা বন্ধু হলাম,আড্ডা দিলাম,ঘুরলাম কিন্তু দিন গুলা গণনা করলে দেখা যায় আজ থেকে প্রায় ২বছর আগে এই সব করেছি।

আবার এই টাও মনে হয়, তোমার ট্রান্সফার হলোই তো কিছু দিন আগে....!

কিন্তু চোখের পলকেই ৯মাস পারহয়ে গেলো।

আল্লাহর কাছে দুয়া করি আমাদের আবারো খুব শীগ্রহি সামনাসামনি সাক্ষাৎ করান।

আমি চাই তুমি সহ আমার সকল বন্ধু যেন আমার শুরু দুয়াতেই না বরং পরকালেও সারাজীবন আমার বন্ধু হয়ে থাকে।

মো:সালমান ফার্সি।
ন;ফা;মা; সাবেক ছাত্র❤️
Photo 2023......Class 8 batch....!!🙂🙂

17/03/2025

ব্লগটি করেছিলাম ২৪ ফেব্রুয়ারিতে, কিন্তু অলসতার কারণে এডিট করা হয়নি। আজ অবশেষে তা সম্পাদনা করে আপলোড দিলাম।

এই ব্লগে আছে আমার প্রথম রংপুর ভ্রমণের কিছু সুন্দর মুহূর্ত—স্কুল জীবনের শেষ পিকনিকের স্মৃতিচিহ্ন। যদিও পরিকল্পনা ছিল অন্য কারও সাথে এই যাত্রার, সময়ের পরিক্রমায় গন্তব্য বদলে গেছে।

তবুও যা ঘটেছে, তা মেনে নেওয়াই জীবন। মানুষ মেঘের মতো—তারা আসবে,তারা যাবে। এটাই বাস্তবতা, তবে অতীত কখনো ভুলে গেলে চলে না।

ভিডিওতে পড়া কোর্ট আমি চাইলে বাদ দিতে পারতাম, কিন্তু সেগুলো এক অন্যরকম স্মৃতি হয়ে রয়ে গেছে—যা সবসময় হৃদয়ে বয়ে বেড়াবো এজন্য পরিধান না করে পারলাম না।🌼❤️

Send a message to learn more

30/11/2024

দেশ ছেড়ে চলে যাচ্ছি ✈️✈️

Loading.......... And, অনেক অপেক্ষা করাইলো বন্ধুরাই নাহলে আরোও আগে দিতাম কাজ এখনও অসম্পূর্ণ,সম্পূর্ণ না হলেও যতটুকু কাজ ...
18/11/2024

Loading..........

And, অনেক অপেক্ষা করাইলো বন্ধুরাই নাহলে আরোও আগে দিতাম কাজ এখনও অসম্পূর্ণ,সম্পূর্ণ না হলেও যতটুকু কাজ করতে পারছি সেখান থেকেই আসছে।....

11/10/2024

ইসলামে রাজনীতি। ক্রেডিটঃসাব্বির রহমান #এক্সপ্লেনেশন ゚

Send a message to learn more

15/09/2024

Happy out put day
Sadikul Rahman 😁😁
ভিডিও টাতে তুমি নাই কিন্তু উদ্দেশ্য তোমাকেই।

10/09/2024

টু্যর দিয়ে আসলাম বন্ধুরা সবাই🥱🥱

Address

Patgram

Alerts

Be the first to know and let us send you an email when Mutual friends official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mutual friends official:

Share